রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ‘আমার মাথার দাম ২০০ কোটি’, ইথানল পেট্রলের সমালোচকদের এক হাত নিয়ে দাবি নীতিন গড়করির

অভিজিৎ দাস | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ১২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইথানল-মিশ্রিত পেট্রলের সমালোচকদের এক হাত নিলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। তাঁর দাবি, গোটা সমালোচনাটিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মন্ত্রী আরও দাবি করেন তাঁর টাকার কোনও অভাব নেই এবং তাঁর ঘিলুর দাম প্রতি মাসে ২০০ কোটি।

রবিবার নাগপুরে এগ্রিকোস ওয়েলফেয়ার সোসাইটির একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, “আমার মাথার দাম প্রতি মাসে ২০০ কোটি। আমার টাকার কোনও অভাব নেই। এতটা নীচে আমি নামিনি কখনও।”

ইথানল-মিশ্রিত পেট্রলের ব্যবহারে সরকারের চাপের সমালোচনা করছিলেন অনেকেই। সেই প্রেক্ষিতেই গড়করির এই মন্তব্য। সরকার জোর দিয়ে বলেছে যে ২০ শতাংশ ইথানল ই২০ মিশ্রিত পেট্রল একটি পরিষ্কার জ্বালানি। ইথানল মিশ্রণের ফলে আখ এবং ভুট্টা কৃষকরা তাঁদের ফসলে দাম বেশি পাচ্ছেন।

আরও পড়ুন: দিল্লির ঐতিহাসিক 'চাঁদনি চক' , জানেন কে তৈরি করেছিলেন, প্রথমে এই বাজারের কী নাম ছিল?

সমালোচকদের অভিযোগ, ই২০ পেট্রল ব্যবহারের ফলে জলের ঘাটতি হবে এবং যানবাহনের ক্ষতি হবে। মন্ত্রীর উপর আক্রমণ দেগে তাদের আরও অভিযোগ, দু’টি শীর্ষস্থানীয় ইথানল সংস্থা গড়করির ছেলেরা পরিচালনা করছেন। ই২০ পেট্রল ব্যবহারে জোর দেওয়ায় তাঁদের সংস্থা ফুলফেঁপে উঠছে।

বিতর্কের সরাসরি উল্লেখ না করেই গড়করি বলেন, “আমি আমার ছেলেদের ধারণা দিই, কিন্তু আমি প্রতারণার আশ্রয় নিই না।” তিনি আরও বলেন, “সম্প্রতি, আমার ছেলে ইরান থেকে ৮০০ কন্টেইনার আপেল আমদানি করেছে এবং ভারত থেকে ১,০০০ কন্টেইনার কলা ইরানে রপ্তানি করেছে। ইরানের সঙ্গে কোনও আর্থিক লেনদেন নেই। আমার ছেলে আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত। আমার একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি এবং একটি বিদ্যুৎকেন্দ্রও রয়েছে। আমি ব্যক্তিগত লাভের জন্য কৃষি নিয়ে পরীক্ষানিরীক্ষা করছি না।” 

নাগপুর জুড়ে স্থানীয় সবজি বিক্রেতাদের ফলের দোকান স্থাপনে উৎসাহিত করার জন্য তাঁর প্রচেষ্টার কথাও তুলে ধরেন গড়করি। তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগগুলি শহরের প্রধান স্থানে সরাসরি বিক্রয়ের সুযোগ করে দেবে ব্যবসায়ী এবং কৃষকদের।

Union Minister of Road Transport and Highways Nitin Gadkari addressing an event in Nagpur. (Photo: Screengrab/India Today)

তাঁর দাবি, তাঁর ব্যবসায়িক পরামর্শগুলি লাভের দ্বারা নয়, উন্নয়ন দ্বারা পরিচালিত হয়। গড়করি বলেন, “আমি নিজের উপার্জনের জন্য এই সব করছি না। আমার আয় প্রচুর। আমার মস্তিষ্ক প্রতি মাসে ২০০ কোটি টাকার। আমার টাকার কোনও অভাব নেই।”

গড়করি সমালোচকদের পাল্টা আক্রমণ করে অভিযোগ করেন, “সরকারের ইথানল-মিশ্রিত পেট্রোল কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার এবং  সমাজমাধ্যমে অর্থ প্রদানের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এই পেট্রল আসলে কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশে দূষণ কমাতে সফল হয়েছে।”

আরও পড়ুন: মার্কিন শুল্ক-বাণে ধরাশায়ী অন্ধ্রের চিংড়ি রপ্তানি! প্রায় ২৫০০০ কোটি টাকার ক্ষতি, বাতিল ৫০ শতাংশ রপ্তানির বরাত

দিল্লিতে ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) এর বার্ষিক সম্মেলনে, গড়করি বলেছিলেন যে সমস্ত পরীক্ষা নিশ্চিত করেছে যে ২০ শতাংশ ইথানল-মিশ্রিত (ই২০) পেট্রলের ব্যবহারে কোনও সমস্যা নেই। মন্ত্রী জানিয়েছেন, আখ, ভুট্টা এবং ধান থেকে ইথানল উৎপাদনের ফলে এই ফসলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে কৃষকদের আয় বেড়েছে। তিনি উল্লেখ করেন যে, শুধুমাত্র ভুট্টা থেকে ইথানল উৎপাদনের অনুমতি পাওয়ার পর ফসলের চাহিদা বৃদ্ধি এবং দাম বৃদ্ধির কারণে কৃষকরা ৪৫,০০০ কোটি টাকা আয় করেছেন।

সুপ্রিম কোর্ট সম্প্রতি ই২০ ​​মিশ্রণের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দিয়েছে। আবেদনে দাবি করা হয়েছিল যে ভারতীয় রাস্তায় চলা বেশিরভাগ যানবাহন ই২০ জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যার ফলে গাড়ির ক্ষতি, মাইলেজ হ্রাস এবং বিমার সমস্যার ঝুঁকি তৈরি হয়। শীর্ষ আদালত সরকারের অবস্থানকে সমর্থন করে আবেদনটি খারিজ করে দেয়। আদালত নিজের পর্যবেক্ষণে আখ চাষিদের জন্য সুবিধা এবং ই২০ প্রোগ্রামের ফলে দেশের তেল আমদানি হ্রাসের বিষয়টি তুলে ধরে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া