সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনে উগ্র ডানপন্থী রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনিবার ১৩ সেপ্টেম্বর টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত বিশাল সমাবেশ রীতিমতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। ‘ইউনাইট দ্য কিংডম’ নামের এই মিছিলে মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, এক লক্ষেরও বেশি মানুষ অংশ নেন। রবিনসন—যাঁর আসল নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন—দাবি করেন যে এই সমাবেশ মূলত ‘মুক্ত বক্তব্য রক্ষার জন্য’।
কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। পুলিশ জানিয়েছে, রবিনসনের সমর্থকদের একটি অংশ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বোতল, ঘুষি, লাথি—সবই ছোঁড়া হয় পুলিশের দিকে। আহত হন একাধিক পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত দাঙ্গা-নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থল থেকে অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, বর্ণবাদবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজম প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে পাল্টা মিছিল করে, যার নাম দেওয়া হয় ‘মার্চ এগেইনস্ট ফ্যাসিজম’। সেখানে স্লোগান ওঠে—“শরণার্থীরা স্বাগত”, “ডানপন্থার মোকাবিলা করো”, “ফাইট ব্যাক”। রবিনসনের সমাবেশে স্পষ্টতই অভিবাসী বিরোধী বক্তব্যই প্রাধান্য পায়। স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক জম্মুরের মতো ফরাসি চরম ডানপন্থী রাজনীতিবিদ সরাসরি বলেন, “আমাদের জনগণকে দক্ষিণ দিক (Global south) থেকে আসা মুসলিম সংস্কৃতির মানুষেরা প্রতিস্থাপন করছে। আমরা নিজেদের উপনিবেশকারীদের দ্বারাই আজ পরাধীন হচ্ছি।”
আরও পড়ুন: 'বিপ্লবের' পর নেপালে যৌনতা শুরু করার দাবি মানবাধিকার কর্মীদের!
আরও বিস্ময়করভাবে, এক ভিডিও বার্তায় এক্স-এর মালিক ইলন মাস্কও সমর্থন জানান রবিনসনদের বক্তব্যে। তিনি অভিযোগ করেন, “অসংযত অভিবাসন ব্রিটেনকে ধ্বংস করছে। ধীরে ধীরে হলেও এর গতি ক্রমশ বাড়ছে।” সমাবেশে শোনা যায় স্লোগান—“উই ওয়ান্ট আওয়ার কান্ট্রি ব্যাক”, “স্টপ দ্য বোটস”, “সেন্ড দেম হোম”, “সেভ আওয়ার চিলড্রেন”। লাল-সাদা সেন্ট জর্জ ক্রস এবং ইউনিয়ন জ্যাক পতাকায় ভরে যায় রাস্তা। উপস্থিত জনতা ব্যাগপাইপে বাজিয়ে মার্কিন উগ্র ডানপন্থী কর্মী চার্লি কার্কের স্মরণে নীরবতা পালন করে।
বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘিরে ওয়েস্টমিনস্টার ব্রিজ পার হয়ে ওয়াটারলু স্টেশন পর্যন্ত মিছিল করে—যার দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার বিস্তৃত হয়। যদিও দিনের প্রথম ভাগে মিছিল মোটামুটি শান্তিপূর্ণ ছিল, বিকেলের পর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। রবিনসনের সমর্থকরা পাল্টা মিছিলকারীদের উদ্দেশ্যে জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে এবং নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। পুলিশ বাধ্য হয় বলপ্রয়োগ করতে।
প্রসঙ্গত, রবিনসন ইংলিশ ডিফেন্স লিগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ উগ্র ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। অতীতে তিনি একাধিকবার আইনের কবলে পড়েছেন—আদালত অবমাননা, হামলা এবং মর্টগেজ জালিয়াতির অভিযোগে জেল খেটেছেন। গত বছরও তিনি একটি সমাবেশে উপস্থিত থাকতে পারেননি কারণ তখন তিনি সিরিয়ার এক শরণার্থীকে নিয়ে মানহানিকর মন্তব্যের জন্য সাজা ভোগ করছিলেন।
এবারের ‘ইউনাইট দ্য কিংডম’ সমাবেশের বিশাল জমায়েতকে অনেকেই ব্রিটেনে ক্রমবর্ধমান ডানপন্থী উত্থানের প্রতীক হিসেবে দেখছেন। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, অতি ডানপন্থার উত্থান শুধু অভিবাসন প্রশ্নে নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য, মজুরি না বাড়া এবং আবাসন সংকটের মতো সামাজিক সমস্যার সঙ্গে যুক্ত। শাসকশ্রেণির ব্যর্থতার সুযোগ নিয়ে রবিনসনদের মতো নেতারা অভিবাসীদের ‘দোষারোপ’ করে জনঅসন্তোষকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন।
অন্যদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলছে, ব্রেক্সিট-পরবর্তী অভিবাসন কাঠামো এমনিতেই বহু শ্রমিককে ঝুঁকির মুখে ফেলেছে। ওয়ার্ক রাইটস সেন্টার-এর সাম্প্রতিক এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পয়েন্ট বেসড সিস্টেমের কারণে অভিবাসী শ্রমিকরা নিয়োগকর্তার উপর অতি নির্ভরশীল হয়ে পড়ছেন এবং এতে তাদের শোষণ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, এত বড় মিছিল সত্ত্বেও রবিনসনের সমাবেশের ভিড় ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্যালেস্তাইনের সমর্থনে মিছিলে উপস্থিত তিন লক্ষ মানুষের তুলনায় অনেক কম। তবুও এই ঘটনাই প্রমাণ করে, ব্রিটেনে জাতীয়তাবাদী ও অভিবাসীবিরোধী রাজনীতির শক্তি ক্রমশই তীব্র হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?