সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্যাটেলাইট আজকের আধুনিক জীবনের মেরুদণ্ড। নেভিগেশন, যোগাযোগ, প্রতিরক্ষা থেকে শুরু করে জলবায়ু পর্যবেক্ষণ। সবকিছুতেই স্যাটেলাইটের ভূমিকা অপরিহার্য। সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ দখলের বিশ্বের প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। খুব কম সংখ্যক দেশই এই দৌড়ে এগিয়ে আছে, যারা প্রচুর কার্যকরী স্যাটেলাইট কক্ষপথে পরিচালনা করছে। কোন কোন দেশ সবচেয়ে বড় স্যাটেলাইট বহরের মালিক, তা পর্যবেক্ষণ করলে একদিকে যেমন প্রযুক্তিগত সক্ষমতার ছবি স্পষ্ট হয়, অন্যদিকে ভূ-রাজনৈতিক প্রভাব ও কৌশলগত অগ্রাধিকারও পরিষ্কার হয়ে ওঠে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতটি দেশ বর্তমানে আকাশ দখলে শীর্ষে রয়েছে, আর এই তালিকায় ভারতের অবস্থান তাৎপর্যপূর্ণ।
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল ব্যবধানে শীর্ষে রয়েছে। বর্তমানে তাদের কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় ৮,৫৩০। এর মধ্যে শুধু স্টারলিংক প্রকল্পের স্যাটেলাইটই ৭,৪০০-এর বেশি। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের স্যাটেলাইট মিলিয়ে আমেরিকার আধিপত্য শুধু সংখ্যার দিকেই নয়, প্রয়োগের বৈচিত্র্যের দিক থেকেও অনন্য। সামরিক, বৈজ্ঞানিক ও বাণিজ্যিক—সব ক্ষেত্রেই তারা আধিপত্য বিস্তার করছে।
রাশিয়া
দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, যার সক্রিয় স্যাটেলাইট সংখ্যা প্রায় ১,৫৫৯। এদের মধ্যে বেশিরভাগই যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ ও সামরিক ব্যবহারের জন্য। আগামী দশকে রাশিয়ার পরিকল্পনা হল প্রতিরক্ষা ও নেভিগেশন খাতে আরও স্যাটেলাইট যুক্ত করা।
আরও পড়ুন: সহজে লোনের ফাঁদে পা দেবেন না, মেনে চলুন এই নিয়মগুলি
চীন
চীনের বর্তমানে কক্ষপথে ৯০৬টি স্যাটেলাইট রয়েছে। এই বছর ব্যবহৃত হচ্ছে BeiDou নেভিগেশন সিস্টেম, রিমোট সেন্সিং, যোগাযোগ এবং প্রতিরক্ষা উদ্দেশ্যে। চীন প্রতি বছর অসংখ্য উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে চ্যালেঞ্জ করছে।
যুক্তরাজ্য
চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য, যাদের কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় ৭৬৩। গোয়েন্দাগিরি, নজরদারি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে এ স্যাটেলাইটগুলো ব্যবহৃত হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি শক্তিশালী বেসরকারি খাতও যুক্তরাজ্যের মহাকাশ কার্যক্রমকে সমৃদ্ধ করেছে।
জাপান
জাপানের বর্তমানে সক্রিয় স্যাটেলাইট সংখ্যা ২০৩। তাদের বহরে রয়েছে Quasi-Zenith Satellite System (QZSS)-এর মাধ্যমে নেভিগেশন, পৃথিবী পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং সরকারি কার্যক্রমে ব্যবহৃত স্যাটেলাইট। নির্ভরযোগ্যতা ও উদ্ভাবনের সমন্বয় জাপানের মহাকাশ নীতির প্রধান বৈশিষ্ট্য।
ভারত
ভারত বর্তমানে কক্ষপথে সক্রিয় ১৩৬টি স্যাটেলাইট পরিচালনা করছে এবং এই হিসেবে শীর্ষ দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে রয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO), বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে এই বহর গড়ে উঠেছে। ভারতের উপস্থিতি এখন বিশ্বের মহাকাশ প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দেয়।
ফ্রান্স
ফ্রান্সের সক্রিয় স্যাটেলাইট সংখ্যা ১০০-এর বেশি। এর মধ্যে রয়েছে সামরিক গোয়েন্দাগিরি, পৃথিবী ইমেজিং ও মহাকাশ প্রতিরক্ষা পরীক্ষামূলক স্যাটেলাইট। পাশাপাশি, ইউরোপীয় উদ্যোগের সঙ্গেও ফ্রান্স ঘনিষ্ঠভাবে যুক্ত, যা মহাদেশটির সম্মিলিত মহাকাশ সক্ষমতাকে শক্তিশালী করছে।

আধুনিক বিশ্বে স্যাটেলাইট শক্তির দৌড় কেবল প্রযুক্তিগত নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক প্রভাবেরও প্রতিফলন। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ব্যাপক ব্যবধানে নেতৃত্ব দিচ্ছে, তেমনি রাশিয়া ও চীনও প্রতিনিয়ত অবস্থান শক্ত করছে। যুক্তরাজ্য ও জাপান তাদের নিজস্ব উদ্ভাবনী কৌশল নিয়ে এগিয়ে চলেছে। আর ভারত, তুলনামূলকভাবে কম সংখ্যক স্যাটেলাইট থাকা সত্ত্বেও, দ্রুত গতিতে উন্নতি করছে এবং মহাকাশে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?