সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মোদির অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চুটিয়া, রাজবংশীদের

সৌরভ গোস্বামী | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অসম ও মণিপুর সফরকে কেন্দ্র করে উত্তর-পূর্বে রাজনৈতিক উত্তাপ তীব্রতর হয়েছে। একদিকে মণিপুরের জঙ্গি সংগঠনগুলির সমন্বয় কমিটি হুমকি দিয়েছে, যদি স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার আলোচনা  শুরু না করে তবে ১৩ সেপ্টেম্বর মোদির সফরের দিন গোটা রাজ্য অচল করে দেওয়া হবে। অন্যদিকে অসম জুড়ে আদিবাসী সম্প্রদায়গুলির বিক্ষোভ ক্রমশই বিস্তৃত হচ্ছে—যেখানে তাঁরা মোদির ২০১৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিচ্ছেন।

অসমের দীর্ঘ প্রতিশ্রুতির প্রশ্নে বিক্ষোভ

২০১৪ সালের লোকসভা ভোট প্রচারে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে অসমের একাধিক সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) মর্যাদা দেওয়া হবে। এই সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে আহোম, মোরান, মাতাক, চা-শ্রমিক গোষ্ঠী, চুতিয়া ও কোচ-রাজবংশী। ২০১৯ সালের ভোটের আগেও প্রতিশ্রুতিটি পুনরাবৃত্তি করা হলেও বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে জুলাই থেকে বিভিন্ন সম্প্রদায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে।

আরও পড়ুন: ভয়াবহ! ব্যাঙ্কের বাথরুমে আত্মঘাতী হলেন ব্যবসায়ী, প্রশ্ন উঠছে একাধিক, জানাজানি হতে হুলুস্থুল

৩ সেপ্টেম্বর তিনসুকিয়ায় মোরান ছাত্র সংগঠনের ডাকে বিশাল সমাবেশ হয়, যেখানে প্রায় ২০ হাজার মানুষ যোগ দেন। তাঁরা ST মর্যাদার পাশাপাশি সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্তির দাবিও তোলেন। একই দিনে ধুবড়িতে কোচ-রাজবংশী ছাত্র ইউনিয়নের (AKRSU) মশাল মিছিল পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয় বহু আন্দোলনকারী। পরদিন সংগঠনটি ১২ ঘণ্টার বন্‌ধ ডাকে, যা সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবন ব্যাহত করে। কংগ্রেস নেতা গৌরব গোগৈ এক্স-এ লিখেছেন, “আসামের মানুষকে শোনার পরিবর্তে পুলিশ ছাত্রদের ওপর বর্বর হামলা চালিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার থেকে স্বরাষ্ট্র দফতর অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত।”

উপজাতি সঙ্ঘের পাল্টা প্রতিবাদ

এদিকে অসম সরকারের নতুন বিজ্ঞপ্তিতে তিরাপ ট্রাইবাল বেল্টে আটটি নতুন সম্প্রদায়কে সুরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে কোকরাঝাড়ের অল-অসম ট্রাইবাল সঙ্ঘ জোরদার বিক্ষোভ দেখায়। তারা সরকারি নোটিশের কপি আগুনে পুড়িয়ে দিয়ে জানায়, এই সিদ্ধান্ত মূল উপজাতিদের ভূমি ও অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি।

অখিল গোগৈর বিস্ফোরক অভিযোগ

অন্যদিকে রাইজর দলে প্রধান ও শিবসাগরের বিধায়ক অখিল গোগৈ অভিযোগ করেছেন, ছয়টি আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন নেতা বিজেপির কাছ থেকে ঘুষ নিয়ে আন্দোলন স্তিমিত করেছেন। তাঁর বক্তব্য, “আমিও আন্দোলনকারী, কিন্তু কিছু নেতা দিল্লি গিয়ে টাকার বিনিময়ে নীরব হয়ে পড়েছেন। এভাবে ST মর্যাদা পাওয়া সম্ভব নয়। একসাথে আন্দোলন ছাড়া দাবি আদায় করা যাবে না।”

মণিপুরের ভয়াবহ সংকট

অসমে বিক্ষোভ যেমন জোরদার হচ্ছে, তেমনই মণিপুরে মিলিট্যান্টদের হুমকি মোদির সফরকে ঘিরে অনিশ্চয়তা বাড়িয়েছে। ২০২৩ সালের ৩ মে শুরু হওয়া জাতিগত সংঘাত এখনও জ্বলন্ত ক্ষতের মতো রয়ে গেছে। কেন্দ্রের সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও শান্তি সংলাপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেই দাবি করেছে সশস্ত্র সংগঠনগুলির সমন্বয় কমিটি।

সামনে অক্টোবর–নভেম্বর অধিবেশন

অসম বিধানসভা আগামী অক্টোবর–নভেম্বর অধিবেশনে তফশিলি উপজাতি মর্যাদা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন আলোচনা করতে চলেছে। তার আগেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তর-পূর্বে উত্তেজনা ও রাজনৈতিক তরঙ্গ বাড়ছে। একদিকে মণিপুরে শান্তির আহ্বান, অন্যদিকে অসমে দশকের পুরনো প্রতিশ্রুতি পূরণের দাবিতে বিক্ষোভ—উভয় ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি নিয়ে গভীর অসন্তোষ প্রতিফলিত হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া