রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো ও তার সাত ঘনিষ্ঠ সহযোগীকে ক্যু ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের মন্ত্রী কারমেন লুসিয়া তার ভোট প্রদান করে সংখ্যাগরিষ্ঠ রায় নিশ্চিত করেন। এর মাধ্যমে বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠন গঠন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা, ক্যু'দে তা , হিংসা ছড়ানো, ভাঙচুর ও রাষ্ট্রের প্রতীকী স্থাপত্য ধ্বংসের অভিযোগে দোষী সাব্যস্ত করা হলো।
“বলসোনারোই কুপ ষড়যন্ত্রের নায়ক”, তার ভোটে মন্ত্রী কারমেন লুসিয়া স্পষ্ট ভাষায় বলেন। “জেয়ার মেসিয়াস বলসোনারো অপরাধী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত অপরাধগুলো সংঘটিত করেছেন। তিনি পরিস্থিতির চাপে ভেসে যাননি, বরং নিজেই ছিলেন পুরো ক্যু প্রচেষ্টার পরিকল্পনাকারী ও সংগঠক।” তিনি আরও যোগ করেন, বলসোনারোর নেতৃত্বে সরকার ও ঘনিষ্ঠ মিত্ররা একটি পরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়িত ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেছে। এর লক্ষ্য ছিল ২০২২ সালের নির্বাচনের বৈধ ক্ষমতার পরিবর্তন রুদ্ধ করা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ভেঙে ফেলা।
তার রায়ে মন্ত্রী উল্লেখ করেন, “ক্ষমতা দখলের ষড়যন্ত্র হঠাৎ করে জন্ম নেয় না। এটি দীর্ঘ প্রস্তুতির ফল, যাকে বলা যায় ক্যু মেশিন। এ মেশিন সময়ের অপেক্ষায় থেকে আঘাত হানে। একে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না, কারণ তা হলে আইনি প্রেক্ষাপট পাল্টে যাবে।” তিনি পিজিআর (অ্যাটর্নি জেনারেলের অফিস)-এর অভিযোগকে যথাযথ প্রমাণিত বলে রায় দেন এবং বলেন যে ৮ জানুয়ারি ২০২৩-এর হিংসাত্মক ঘটনাগুলোও এই ধারাবাহিক পরিকল্পনারই ফল।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবী শাসন করছে কারা, তালিকায় কোথায় ভারত?
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রী লুইজ ফুক্স প্রায় ১৪ ঘণ্টাব্যাপী দীর্ঘ বক্তব্যে ভিন্নমত পোষণ করেন। তবে কারমেন লুসিয়ার ভোট ছিল তৃতীয়, যা সংখ্যাগরিষ্ঠতা গঠনে নির্ণায়ক হয়। ভোট চলাকালীন বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস ও ফ্লাভিও ডিনো বক্তব্য রাখেন। মোরায়েস আদালতে কয়েকটি ভিডিও প্রদর্শন করেন, যেখানে দেখা যায়—বলসোনারো জনসমাবেশে তাকে “দুর্বৃত্ত” বলে সম্বোধন করছেন এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অমান্য করার ঘোষণা করছেন। আরেক ভিডিওতে ২০২৩ সালের ৮ জানুয়ারির হিংসায় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনের ভাঙচুরের দৃশ্য তুলে ধরা হয়।
এখনো প্যানেলের সভাপতি মন্ত্রী ক্রিস্তিয়ানো জানিন ভোট দেননি। সব ভোট শেষ হলে প্রতিটি আসামির অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির মেয়াদ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, আসামিদের মধ্যে শুধু প্রাক্তন গোয়েন্দা সংস্থা আবিনের প্রধান ও বর্তমান ফেডারেল ডেপুটি আলেক্সান্দ্রে রামাজেমের বিরুদ্ধে ৮ জানুয়ারির ঘটনাসংশ্লিষ্ট দুটি অভিযোগ স্থগিত করা হয়েছে। কারণ, তখন তিনি ইতিমধ্যেই ডেপুটি হিসেবে শপথ নিয়েছিলেন।
রায় ঘোষণার সময় কারমেন লুসিয়া বলেন, “এই বিচার ব্রাজিলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মিলনস্থল। অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার অবশ্যই ন্যায্য হতে হবে। তবে এই মামলাটি অভূতপূর্ব, কারণ এটি গোটা জাতিকে আঘাত করেছে।” এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল—বলসোনারো নেতৃত্বাধীন চক্র একটি সুসংগঠিত কুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং তারা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করার চেষ্টা করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?