সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আর 'ওই ডাকে সাড়া' দিচ্ছে না রিজার্ভ সেনারা, মাথায় হাত নেতানিয়াহুর 

নিজস্ব সংবাদদাতা | ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গাজা সিটিতে সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেনাবাহিনীর অন্যতম ভরসা—রিজার্ভ সেনাদের মধ্যে দেখা দিয়েছে ভাঙন, যা নেতানিয়াহুর পরিকল্পনার পথে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সমিতি (International Association of Genocide Scholars) প্রকাশ্যে ইজরায়েলের  বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে। এই প্রেক্ষাপটে গত ২ আগস্ট মঙ্গলবার প্রায় ৪০ হাজার রিজার্ভ সেনাকে ডাকা হয়, এবং ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষ হওয়ার আগেই আরও ৯০ হাজারকে ডাকার পরিকল্পনা রয়েছে। কিন্তু রিপোর্ট বলছে, ডাকা হলেও অনেকেই আর সাড়া দিচ্ছেন না।

ইজরায়েলের বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিকের পর ১৮ থেকে ৩৬ মাস সক্রিয় দায়িত্ব পালন করতে হয়। এরপর নির্দিষ্ট বয়স পর্যন্ত রিজার্ভ দায়িত্ব থাকে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পরপরই প্রায় ৩ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনা এবং ১ লাখ সক্রিয় সৈনিককে একসঙ্গে ডাকা হয়েছিল। সাড়া মেলে রেকর্ড ১২০ শতাংশ, এমনকি অনেকেই স্বেচ্ছায় যোগ দেন। কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলতে থাকায় এখন চিত্র উল্টে গেছে। বিভিন্ন হিসাব বলছে, রিজার্ভ সেনাদের কমপক্ষে ৩০ শতাংশ আর ফিরছেন না। সরকারি সম্প্রচার সংস্থা ‘কান’ জানাচ্ছে, এই সংখ্যা হয়তো ৫০ শতাংশ পর্যন্ত।

আরও পড়ুন: এই প্রথম নয়, ২০০৮ থেকে দেশবাসী রাজনৈতিক অস্থিরতা দেখেছেন ১৪ বার! সব দফার ক্ষোভ কি বেরিয়ে এল ওলি-সরকারের উপরে?

বামপন্থী সংবাদমাধ্যম +972mag–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত যারা রিজার্ভ দায়িত্ব নিতে অস্বীকার করেছেন, তাঁদের মাত্র ১.৫ শতাংশ (প্রায় ১,৫০০ জন) নৈতিক বা রাজনৈতিক কারণে তা করেছেন। বাকিরা মূলত যুদ্ধের অবসান, হামাসের হাতে বন্দি ইজরায়েলের মানুষদের মুক্ত করতে ব্যর্থতা, দীর্ঘ ক্লান্তি এবং মানসিক ভাঙনের কারণে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। একজন সাম্প্রতিক রিজার্ভ প্রত্যাখ্যানকারী নিউ ইয়র্ক টাইমস-এ লিখেছেন, “রাষ্ট্রকে বাঁচানোর একমাত্র উপায়ই হচ্ছে যুদ্ধ প্রত্যাখ্যান। দায়িত্ব পালনে অস্বীকৃতি কোনো বিশ্বাসঘাতকতা নয়।”

ইজরায়েলের  ইতিহাসে রিজার্ভ সেনাদের অস্বীকৃতি নতুন নয়।১৯৮২ সালের লেবানন যুদ্ধ চলাকালে প্রায় ৩,০০০ সেনা ঘোষণা করেছিলেন যে তাঁরা প্যালেস্তাইন সমস্যা যুদ্ধ দিয়ে সমাধান করবেন না। তাঁদের মধ্যে ১৬০ জন কারাবন্দি হয়েছিলেন। এখান থেকেই জন্ম নেয় Yesh Gvul (এর একটি সীমা আছে) নামের আন্দোলন। ১৯৮৭ সালের প্রথম ইন্তিফাদার সময়ও অনেক সেনা দখলকৃত ভূখণ্ডে দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন। ২০০০ সালের দ্বিতীয় ইন্তিফাদায় মাঠ থেকে উঠে আসা অভিজ্ঞ সৈনিকদের অস্বীকৃতি আবার নতুন মাত্রা পায়। ২০২৩ সালের বিচারবিধি সংস্কারবিরোধী আন্দোলনে প্রায় ১,০০০ এলিট যুদ্ধবিমানচালক সরকারের পরিকল্পনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দায়িত্বে না ফেরার ঘোষণা করেন।

রিজার্ভ দায়িত্বে না ফেরার প্রবণতা যদি আরও বাড়ে, তবে গাজায় হামাস দমন কিংবা অন্য কোনো ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া ইজরায়েলের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কারণ, পর্যাপ্ত সৈন্য ছাড়া সেনা অভিযান সম্ভব নয়। তবে পর্যবেক্ষকদের মতে, গত দুই বছরে দেশীয়-বিশ্বজনীন সমালোচনার মুখেও নেতানিয়াহু পিছু হটেননি। তাই কেবলমাত্র রিজার্ভ সেনাদের অস্বীকৃতি তাঁর নীতিতে বড় পরিবর্তন আনবে, এমন সম্ভাবনা আপাতত ক্ষীণ। গাজায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ইজরায়েলের সেনা কাঠামোতেই ফাটল ধরতে শুরু করেছে। নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে—যদি পর্যাপ্ত সৈন্যই না থাকে, তবে যুদ্ধই বা টিকবে কতদিন?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া