রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ২৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: লখনউ শহরে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শহরের চৌক এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আশ্চর্য বিষয় এহেন চাঞ্চল্যকর ঘটনার পেছনে ছিল একদল বেওয়ারিশ কুকুর। খবর অনুযায়ী, তারা চোরদের ধাওয়া করে পুলিশকে তাদের ধরতে সহায়তা করে। এই ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, চুরি হয়ে যাওয়া প্রায় ৪০ টি মোটরসাইকেল উদ্ধার করা গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় যখন এক ব্যক্তি চৌক এলাকার একটি পুলিশ ফাঁড়িতে ছুটে এসে জানান, তাঁর মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে। অভিযুক্ত চোররা তখনও ঘটনাস্থল থেকে পালাতে পারেনি। এরপর তিনি চোরদের দেখিয়ে বলেন, যদি পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়, তবে তাদের ধরা সম্ভব। পরবর্তীতে পুলিশ অভিযানে নামে এবং প্রায় ৪-৫ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে। একটা পর্যায়ে চোররা কুড়িয়া ঘাট এলাকায় গিয়ে মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে বাইক উদ্ধার করে তা মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এরপরই ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা৷ চোরদের খোঁজে পুলিশ যখন দ্বিতীয়বার আবারও তল্লাশি শুরু করে, ঠিক তখন একটি গাড়িতে চোরদের দেখা যায়। সেই গাড়ি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পথের পাশে থাকা একদল পথকুকুর তাদের লক্ষ্য করে তাড়া করে। কুকুরদের এমন আচরণে চোররা ভয় পেয়ে একটি বিকল্প গলিতে ঢোকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গলিটি একটি অন্ধগলি ছিল এবং পুলিশও সেখানে ওঁত পেতে ছিল। ফলে তারা পালাতে ব্যর্থ হয় এবং পুলিশ অবশেষে তাদের হাতেনাতে ধরে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পশ্চিম লখনউ-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) বিশ্বজিৎ শ্রীবাস্তব এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, 'চোররা হয়তো আবারও পালিয়ে যেতে পারত, পুলিশের হাতছাড়া হতে পারত, যদি না এই বেওয়ারিশ কুকুরগুলি তাদের পথ আটকে না দিত। এইবার মানুষের সেরা বন্ধু হয়ে উঠেছে পুলিশের সহযোগী।'
খবর মারফত জানা গিয়েছে, গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিরা হলো - জুনাইদ (২৪), আরাস (২১), বনশ গুপ্ত (১৯), রাহুল গুপ্ত (২৭), সলমান (২৮), এবং জাভেদ (২২)। এরা সবাই সীতাপুর জেলার বাসিন্দা। এছাড়াও ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা ৪০টি মোটরসাইকেল চুরি করেছিল। পরদিন সন্ধ্যায় সেগুলিও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরেই একটি হৃদয়ছোঁয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে। দেখা গিয়েছে একটি সাহসী জার্মান শেফার্ড কুকুর কয়েকজন শিশুকে বেওয়ারিশ কুকুরের হাত থেকে রক্ষা করছে। জানা গিয়েছে রাস্তায় ঘুরে বেড়ান কুকুরগুলি পথেই কিছু শিশুকে উত্যক্ত করছিল। ভাইরাল হওয়া ভিডিওটি ঋষিকেশ শহরের একটি আবাসিক এলাকার বলে জানা গিয়েছে। এই ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল শিশু রাস্তায় দৌড়ে বেড়াচ্ছিল। একসঙ্গে মিলে খেলছিল ওই শিশুর দল। ঠিক সেই সময় পাশের বাড়িতে পোষা একটি জার্মান শেফার্ড দেওয়ালের ওপার থেকে সেই দৃশ্য দেখছে। এমন সময়ে আচমকা একটি পথ কুকুর সেই শিশুদের পেছন থেকে তাড়া করে। এহেন দৃশ্য দেখে পাশের বাড়ির জার্মান শেফার্ডটি কোনও দ্বিধা না করে দেওয়াল থেকে লাফিয়ে নিচে নেমে আসে এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই পথ কুকুরকে তাড়িয়ে দেয়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায়। এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ভিডিওটি-'এ ডগ জাম্পড লাইক এ সুপারহিরো টু সেভ চিল্ড্রেন ফ্রম অ্যানাদার ডগ' (A dog jumped like a superhero to save children from another dog) ক্যাপশনসহ পোস্ট করা হয়। পোস্টটি ইতিমধ্যেই এক লাখেরও বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে এই পোষ্য কুকুরটিকে নিয়ে। দেখা যাচ্ছে তাকে ভালোবেসে সবাই 'ডোগেশ ভাই' নামে ডাকছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?