সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ার ইতিবাচক প্রতিক্রিয়ার পর হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং ট্রাম্প-ঘনিষ্ঠ লবিস্ট জেসন মিলারের কার্যকলাপ নতুন করে আলোড়ন তুলেছে। একদিকে নাভারো ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে “লন্ড্রি ব্যবসা” আখ্যা দিয়ে কড়া আক্রমণ চালিয়েছেন, অন্যদিকে মোদি সরকারের পক্ষে ওয়াশিংটনে নিয়োগ পাওয়া মিলার ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে নিজের বৈঠকের ছবি প্রকাশ করেছেন। ১ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল মোদিকে। তার কয়েকদিন পর ৫ সেপ্টেম্বর ট্রাম্প মন্তব্য করেন, “ভারত ও রাশিয়া চীনের হাতে হারিয়ে গেছে”। যদিও তিনি মোদিকে “ভালো বন্ধু” বলেও উল্লেখ করেন, তবে “এই মুহূর্তে মোদি যা করছেন তা আমার ভালো লাগছে না” বলে অসন্তোষ প্রকাশ করেন।
তবু মোদি শনিবার (৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় কেবল ইতিবাচক অংশটি তুলে ধরে পোস্ট করেন যে তিনি ট্রাম্পের মন্তব্যকে গভীরভাবে প্রশংসা করছেন। তবে ট্রাম্প এরপর আর কোনো প্রতিক্রিয়া জানাননি। রবিবার (৭ সেপ্টেম্বর) নাভারো এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা “কেবল মুনাফার জন্য” এবং এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে জ্বালানি জোগাচ্ছে। তিনি দাবি করেন, ভারত আগে কখনো রাশিয়ার তেল কেনেনি, কিন্তু যুদ্ধের পর থেকে তা শুরু হয়েছে। একটি কমিউনিটি নোট যেখানে বলা হয়েছিল যে নাভারোর মন্তব্য “দ্বৈত মানদণ্ড”— কারণ আমেরিকাও রাশিয়া থেকে ইউরেনিয়াম ও সার আমদানি করে— সেটিকে নাভারো “প্রচারমূলক বাজে কথা” বলে উড়িয়ে দেন। তিনি অভিযোগ করেন, “এটি মোদি সরকারের স্পিন মেশিনের কাজ”। এমনকি তিনি ভারতকে “আমেরিকান চাকরি কেড়ে নেওয়া” এবং “ইউক্রেনীয়দের হত্যা” বন্ধ করার আহ্বান জানান।
গত মাসে নাভারো বারবার বলেছেন, ভারতের আমদানি রাশিয়াকে আর্থিকভাবে শক্তিশালী করছে এবং ভারতের “রাজনৈতিকভাবে সংযুক্ত এনার্জি টাইকুনরা” এর মুনাফা নিচ্ছে। তিনি এতদূর পর্যন্ত গিয়ে একে “মোদির যুদ্ধ” বলেও অভিহিত করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রক শুক্রবার জানিয়েছে, নাভারোর মন্তব্য “ভুল ও বিভ্রান্তিকর” এবং সরকার সেগুলি “সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে”। এরই মধ্যে জেসন মিলার—ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও মোদি সরকারের লবিস্ট—এক্স-এ ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে তোলা নিজের ছবি প্রকাশ করেন। তিনি লিখেছেন, এই বৈঠক তাঁর “ওয়াশিংটনে চমৎকার সপ্তাহের শীর্ষ মুহূর্ত”। ছবিতে তাঁর সঙ্গে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর পুত্র এদুয়ার্দো বলসোনারো ও ব্রেক্সিট নেতা নাইজেল ফারাজকেও দেখা যায়।
মিলারের প্রতিষ্ঠান SHW Partners-কে এ বছর শুরুর দিকে ভারত সরকার ওয়াশিংটনে লবিংয়ের জন্য নিয়োগ দেয়। মার্কিন সরকারের নথি অনুযায়ী, সংস্থাটি প্রতি মাসে ১.৫ লক্ষ মার্কিন ডলার ফি ও ত্রৈমাসিক ৪.৫ লক্ষ ডলারের অগ্রিম পেমেন্ট পাচ্ছে। তাদের কাজের মধ্যে রয়েছে কৌশলগত পরামর্শ, কংগ্রেস ও হোয়াইট হাউসে ভারতের পক্ষে নীতিগত সমর্থন আদায়। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেন, “আমি সর্বদা মোদির বন্ধু থাকব এবং ভারত-আমেরিকার সম্পর্ক বিশেষ, তবে আমি এখন যা করছেন তা পছন্দ করছি না।” এর জবাবে মোদি ট্রাম্পের “ইতিবাচক মন্তব্য” উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন, যদিও তিনি ট্রাম্পের অসন্তোষের অংশটি এড়িয়ে যান।
সূত্র মতে, মোদি এই বিতর্কের মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা আহূত ব্রিকসের ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন না। বৈঠকে ট্রাম্পের শুল্কনীতি এবং উদীয়মান অর্থনীতিগুলির বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা। ট্রাম্পের প্রশংসা ও সমালোচনার মিশ্রণ, নাভারোর আক্রমণাত্মক ভাষা এবং মিলারের লবিস্ট কার্যকলাপ—সব মিলিয়ে দিল্লি-ওয়াশিংটনের সম্পর্কে নতুন এক জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। ভারতের জন্য এখন বড় প্রশ্ন—কিভাবে রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক বজায় রেখে আমেরিকার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব অটুট রাখা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?