সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | বিহারে বাড়ছে জোট জটিলতা, ফায়দা তুলতে পারে গেরুয়া শিবির

সুমিত চক্রবর্তী | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে, আর এনডিএ ও মহাগঠবন্ধন—দুই শিবিরেই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে শাসক জোটে চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঞ্জি ও উপেন্দ্র কুশওয়াহার দাবির কারণে সমঝোতা জটিল হয়ে উঠেছে। অন্যদিকে বিরোধী শিবিরে আরও দুটি দল যোগ দিয়েছে—হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং পশুপতি পারাসের নেতৃত্বাধীন এলজেপি (পারাস গোষ্ঠী)। কংগ্রেস ও সিপিআই(এমএল)-ও বেশি আসনের দাবি তুলছে।


বর্তমানে বিহারের মহাগঠবন্ধনে ছয়টি দল রয়েছে—লালু যাদবের রাজদ (আরজেডি), কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিআইপি। এখন জেএমএম এবং এলজেপি (পারাস)-ও এতে যোগ দিয়েছে। অর্থাৎ এখন রাজ্যের মোট ২৪৩টি আসনকে আট দলের মধ্যে ভাগ করতে হবে—যা সমঝোতায় পৌঁছানোকে আরও জটিল করে তুলছে।


পশুপতি পারাসের মাধ্যমে মহাগঠবন্ধন পাসওয়ান ভোট ভাগ করার চেষ্টা করবে—বিশেষ করে খাগারিয়ায়, যেখান থেকে পাসওয়ান পরিবার উঠে এসেছে। পারাস দীর্ঘদিন ধরে খাগারিয়ার আলৌলি বিধানসভা থেকে এমএলএ ছিলেন। সূত্র জানিয়েছে, এলজেপি (পারাস) গোষ্ঠীকে অন্তত দুই থেকে তিনটি আসন দেওয়া হবে, যেখান থেকে পারাস ও তাঁর ছেলে লড়াই করতে পারবেন।

আরও পড়ুন: এসএসসি-র প্রথম দিনের পরীক্ষা সফল, আগামী রবিবারের পরীক্ষাও স্বচ্ছ হবে: ব্রাত্য বসু


জোট আশা করছে, পাসওয়ান ভোট বিভক্ত করা সম্ভব হবে যদি মি. পারাসকে হাজিপুর থেকেও প্রার্থী করা হয়। জেএমএম-কেও একটি আসন দেওয়া প্রয়োজন, কারণ ঝাড়খণ্ডে আরজেডি ও কংগ্রেসও সরকারে অংশীদার। তাই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা যেমন বাঁকা, মুঙ্গের ও ভাগলপুরে জেএমএমকে আসন দেওয়া হতে পারে।


কংগ্রেসের রাজ্য সভাপতি বলেছেন, সবাইকে কিছু আসন ছেড়ে দিতে হবে এবং অন্য দলগুলির সঙ্গে মানিয়ে নিতে হবে। শনিবার পাটনায় বৈঠক শেষে কংগ্রেস রাজ্য সভাপতি রাজেশ রাম স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি দলকে কিছু আসন ছাড়তে হবে এবং বাকি দলগুলিকে জায়গা দিতে হবে।


২০২০ সালে মহাগঠবন্ধনের পারফরম্যান্স
আরজেডি লড়েছিল ১৪৪ আসনে, জিতেছিল ৭৫।
কংগ্রেস লড়েছিল ৭০ আসনে, জিতেছিল ১৯।
সিপিআই(এমএল) লড়েছিল ১৯ আসনে, জিতেছিল ১২।
সিপিএম লড়েছিল ৪ আসনে, জিতেছিল ২।
সিপিআই লড়েছিল ৬ আসনে, জিতেছিল ২।


এবার মুকেশ সাহনির ভিআইপি (বিকাশশীল ইন্সান পার্টি)-ও মহাগঠবন্ধনে রয়েছে। মি. সাহনি ৫০টি আসন এবং জোট জিতলে উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছেন। মুকেশ সাহনি আরও চান যে, যেমন তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হবে, তেমনই তাঁকেও উপমুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হোক।


সূত্র বলছে, আরজেডির তেজস্বী যাদব বা কংগ্রেসের পক্ষে তাঁকে সামঞ্জস্য করানো কঠিন হবে। সম্ভাবনা রয়েছে, তাঁকে ২০-২৫টি আসন দেওয়া হতে পারে। তবে অনেক দলেরই আপত্তি রয়েছে, কারণ গতবার মি. সাহনি ১১ আসনে লড়েছিলেন এবং মাত্র ৪টিতে জিতেছিলেন।


তবে এবার তেজস্বী যাদব তাঁকে জোটে রাখতে চান, পিছিয়ে পড়া শ্রেণির ভোট পাওয়ার লক্ষ্যে। কংগ্রেস হয়তো এবার ৭০ আসনের বদলে ৬০ আসনেই সন্তুষ্ট থাকতে হবে। তবে সূত্র বলছে, তারা রাজি হবে যদি আসনগুলো জেতার মতো শক্তিশালী হয়।


সিপিআই(এমএল)-এর স্ট্রাইক রেট গত নির্বাচনে খুব ভালো ছিল, তাই এবার তারা আরও বেশি আসন চাইতে পারে। ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’-এর সংহতি দেখা গিয়েছিল ভোটাধিকার যাত্রায়ও। সেখানেও রাহুল গান্ধী সবসময় মুকেশ সাহনি ও দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে রেখেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া