রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | হজরতবাল দরগায় জাতীয় প্রতীকের বিতর্ক ঘিরে উত্তেজনা, পিডিপি প্রধানের কড়া সমালোচনা

সৌরভ গোস্বামী | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের হজরতবাল দরগায় জাতীয় প্রতীক সংবলিত একটি ফলক স্থাপনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সভাপতি মেহবুবা মুফতি এই ঘটনাকে “ধর্মনিন্দা” বলে আখ্যা দিয়ে ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন এবং বিজেপি নেত্রী দরখশন আন্দরাবির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বা বি.এন.এস.) ২৯৯ ধারায় মামলা দায়েরের দাবি তুলেছেন। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) হজরতবাল দরগার ভেতরে স্থাপিত একটি গ্রানাইট ফলকে জাতীয় প্রতীক খোদাই করা ছিল। তাতে ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন দরখশন আন্দরাবি সহ একাধিক আধিকারিকের নামও উৎকীর্ণ ছিল। পরে এক ভিডিওতে দেখা যায়, এক দাড়িওয়ালা ব্যক্তি উত্তেজিত জনতার মাঝে দাঁড়িয়ে ফলকটির জাতীয় প্রতীক খোদাই করা অংশে ইট দিয়ে আঘাত করছেন এবং উপস্থিত জনতা ‘ইহাঁ ক্যা চেলেগা, নিজাম-এ-মুস্তাফা’ স্লোগান দিচ্ছে।

ফলকটি ভাঙচুরের পর শ্রীনগর পুলিশের নিগীন থানায় এফআইআর নং ৭৬/২০২৫ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও অভিযুক্তদের চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে। শনিবার শ্রীনগরে সাংবাদিক বৈঠকে মুফতি অভিযোগ করেন—“জাতীয় প্রতীককে পবিত্র দরগার ভেতরে বসানো ইসলামবিরোধী কাজ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত। আন্দরাবি নিজেকে প্রচার করতে ফলক স্থাপন করেছেন। তাই ভাঙচুরকারীদের বিরুদ্ধে মামলা নয়, বরং আন্দরাবির বিরুদ্ধেই ধর্মনিন্দার মামলা হওয়া উচিত।”

আরও পড়ুন: নিরাপদ আশ্রয়! কোলে শিশু, তাকে নিয়েই ব্যস্ত রাস্তায় অটো চালাচ্ছেন বাবা, ভাইরাল ভিডিও দেখে আবেগপ্রবণ নেটিজেনরা

তিনি আরও বলেন, “আমাদের কাছে মহানবী (সা.)-এর চেয়ে বড় আর কেউ নন। তাঁর সঙ্গে যুক্ত পবিত্র স্থানে এ ধরনের প্রতীক বসানো গুরুতর ধর্মীয় অপরাধ।” জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও আন্দরাবির সমালোচনা করেছেন। তিনি বলেছেন— “জাতীয় প্রতীক কখনোই ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় না। এটি কেবল সরকারি ভবন ও প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত। দরগা সংস্কারের কাজ যথেষ্ট ছিল, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে এই ফলক বসানো বড় ভুল।”

২০০৫ সালের জাতীয় প্রতীক (অপব্যবহার নিষিদ্ধকরণ) আইন অনুযায়ী, জাতীয় প্রতীক কেবলমাত্র সরকারি দপ্তর, রাষ্ট্রপতি-উপ-রাষ্ট্রপতি, মন্ত্রী, সংসদ-সদস্য ও সাংবিধানিক পদাধিকারীরা ব্যবহার করতে পারেন। বাণিজ্য, ব্যক্তিগত প্রচার বা ধর্মীয় উদ্দেশ্যে প্রতীক ব্যবহার আইনবিরুদ্ধ। এর শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা। এক সংবিধান বিশেষজ্ঞ দ্য ওয়্যার-কে বলেন, “ধর্মীয় স্থানে জাতীয় প্রতীক স্থাপন শুধু ইসলামী সংস্কৃতির পরিপন্থী নয়, বরং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল।” ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে জম্মু ও কাশ্মীরের ওয়াকফ বোর্ড বিজেপির নিয়ন্ত্রণে আসে। বোর্ডটি গুরুত্বপূর্ণ মসজিদ ও দরগার ব্যবস্থাপনা করে। এই প্রেক্ষাপটে আন্দরাবির পদক্ষেপকে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।


মীরওয়াইজ উমর ফারুক নেতৃত্বাধীন মুতাহিদা মজলিস-এ-উলামা (এমএমইউ) শনিবার বিবৃতি দিয়ে দরগা থেকে ওই ফলক সরানোর দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে— “ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে, মসজিদ বা দরগায় কোনো প্রতীক, ফলক বা ছবি স্থান পাওয়ার নয়। অতীতে হজরতবাল পুনর্নির্মাণের সময়ও কোনো ফলক বসানো হয়নি। আজ সেটি বসানো বিপজ্জনক দৃষ্টান্ত।” জাতীয় প্রতীকের অপব্যবহার, ধর্মীয় অনুভূতির আঘাত এবং রাজনীতির মিশ্রণে হজরতবাল দরগার ঘটনা জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। এখনো আন্দরাবি প্রকাশ্যে ক্ষমা চাননি, ফলে রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিতর্ক অব্যাহত রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া