রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ছত্তীসগড়ে এনএইচএম কর্মীদের গণপদত্যাগে স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার পথে

সৌরভ গোস্বামী | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ছত্তীসগড়ে ন্যাশনাল হেলথ মিশনের (এনএইচএম) চুক্তিভিত্তিক কর্মীদের আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই আন্দোলন রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত করে তুলেছে। মূলত নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি, স্বাস্থ্য বিমা ও কর্মপরিস্থিতি উন্নতির দাবিতে কর্মীরা ধর্মঘট শুরু করেছিলেন। কিন্তু সরকার ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কোনও সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই ধর্মঘটের মধ্যে গত কয়েকদিনে বড়সড় মোড় এসেছে। এনএইচএম কর্তৃপক্ষ ২৫ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করলে প্রতিবাদে একযোগে আরও ১৪ হাজারের বেশি কর্মী পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে কার্যত স্বাস্থ্য ব্যবস্থার অনেকটাই অচল হয়ে পড়েছে। বিশেষ করে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্য কার্যক্রম এবং স্কুল স্বাস্থ্য পরীক্ষার মতো প্রকল্পগুলোতে বড় প্রভাব পড়ছে। শিশু ও দরিদ্র পরিবার এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন: 'বিড়ি-বিহার' বিতর্ক: ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা, পদ ছাড়লেন কেরল কংগ্রেসের সোশাল মিডিয়ার প্রধান

সরকারি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, কর্মীদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ইতিমধ্যেই মানা হয়েছে এবং বাস্তবায়নের পথে রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বেতন বৃদ্ধি, স্বাস্থ্য বিমা এবং কিছু ছুটির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু কর্মী সংগঠনের বক্তব্য, কাগজে-কলমে সিদ্ধান্ত থাকলেও মাঠে কোনও বাস্তব পরিবর্তন ঘটেনি। এই কারণেই দীর্ঘদিন ধরে স্মারকলিপি দেওয়া এবং আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা ধর্মঘটের পথ বেছে নিয়েছেন।

এই সংকট রাজনৈতিক ক্ষেত্রেও আলোড়ন ফেলেছে। বিরোধী কংগ্রেস বিজেপি সরকারের সমালোচনা করে বলেছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার ভঙ্গ করেছে এবং কর্মীদের প্রতি উদাসীন থেকেছে। এমনকি প্রতিবাদ মিছিলের উপর লাঠিচার্জের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বিজেপি সরকার বলছে, তারা কর্মীদের দাবির প্রতি আন্তরিক, তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

এনএইচএম কর্মীদের গণপদত্যাগ এবং চলমান ধর্মঘট রাজ্যের স্বাস্থ্য অবকাঠামোর দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। একদিকে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীরা আশঙ্কা করছেন তাদের সমস্যার কোনও স্থায়ী সমাধান আসবে না। সাধারণ মানুষ মনে করছে, সরকার ও কর্মীদের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

প্রায় ১৬,০০০ স্বাস্থ্যকর্মীকে বাদ দিয়ে কোনও রাজ্যে স্বাস্থ্যসেবা চালু রাখা কার্যত অসম্ভব। তাই দ্রুত সমাধান খোঁজা এখন সরকারের দায়িত্ব। তবে কর্মীদের বক্তব্য অনুযায়ী, তারা আলোচনার পথ বন্ধ করতে চান না, কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া তারা আন্দোলন বন্ধ করবেন না। এই অচলাবস্থা যত দীর্ঘায়িত হবে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ওপর চাপ ও সংকট ততই বাড়বে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া