রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২০Rajat Bose
নিতাই দে, আগরতলা: শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বড় পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত ৬৪তম শিক্ষক দিবসের রাজ্যের মূল অনুষ্ঠানে জানিয়েছেন, খুব শীঘ্রই ত্রিপুরায় একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মহিলাদের উচ্চশিক্ষা ও আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে নয়া সংস্কার আনার লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সেরা শিক্ষকদের নিয়োগ করছে। একইসঙ্গে রাজ্যে তিনটি নতুন সরকারি কলেজ স্থাপন করা হচ্ছে। কন্যা আত্মনির্ভর যোজনার অধীনে ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়া হয়েছে, যাতে তাঁরা উচ্চশিক্ষার সুযোগ আরও সহজে পায়। সরকারি ডিগ্রি কলেজগুলিতে ছাত্র–ছাত্রীদের বিশেষ করে মেয়েদের জন্য সমস্ত ফি মকুব করা হয়েছে। মেয়েদের অগ্রগতির মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে, আর তাই মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
আরও পড়ুন: উত্তাল যমুনা! ভয়াবহ বন্যার আশঙ্কা, ডুবল রাজধানী ও নয়ডা
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিক্ষকতার পেশাকে ‘জাতি গঠনের মূল ভিত্তি’ হিসেবে বর্ণনা করেন। তাঁর কথায়, ‘অর্থ রোজগারের জন্য আপনি অন্য পেশা বেছে নিতে পারেন। কিন্তু শিক্ষকরা আবেগ, দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মহৎ পেশায় আসেন। শিক্ষকরা হচ্ছেন একটি গাছের শিকড়। আর ছাত্রছাত্রীরা সেই গাছের ডালপালা, ফল ও ফুল। শিক্ষকরা যদি শক্ত ভিত গড়ে দেন, তবে জাতি এগিয়ে যাবে।’ তিনি আরও যোগ করেন, ‘শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রতিটি শিক্ষক নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকতা পেশায় মানসিক, শারীরিক ও আবেগের শক্তি থাকা অত্যন্ত জরুরি। শিক্ষকরা জ্ঞান ও মূল্যবোধ গড়ে তোলেন। ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করে তোলেন। তারাই জাতির মেরুদণ্ড।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত জাতীয় শিক্ষা নীতি ইতিমধ্যেই ত্রিপুরায় বাস্তবায়ন হয়েছে। এর পাশাপাশি রাজ্যের প্রেক্ষিতে একাধিক নতুন উদ্যোগও নেওয়া হচ্ছে। রাজ্যভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, অতীতে ডিএ ও ডিআরের দাবিতে রাজ্যের কর্মচারীদের আন্দোলনে রাস্তায় নামতে হয়েছে। কিন্তু বর্তমান সরকার কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করছে। তিনি স্পষ্ট জানান, ‘আগামী দিনে আমরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ–ডিআর ব্যবধান হ্রাস করার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।’ শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড. অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, সমাজসেবী সমীর চক্রবর্তীকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান এবং ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীবতি সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা, এসসিইআরটির অধিকর্তা এল. ডার্লং, ককবরক ও অন্যান্য ভাষা দপ্তরের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া, শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?