সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: একেই বলে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ! বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে একদিকে হাহাকার, অন্যদিকে ব্যবসায় চুটিয়ে লাভের মুখ দেখছেন নৌকা ব্যবসায়ীরা। তুঙ্গে নৌকা এবং লাইফ জ্যাকেটের চাহিদা। প্রায় চার দশক ধরে নৌকা বিক্রি করছেন পাঞ্জাবের ৭৮ বছর বয়সী মোহন সিং। তিনি বলেছেন, "আগে, আমরা মাসে পাঁচ-ছয়'টি নৌকা বিক্রি করতাম। এখন, আমার ৩০টি নৌকা গত ১০ দিনে বিক্রি করেছি।" উদ্ধারকর্মী এবং সাধারণ নাগরিক- দুই তরফেই রয়েছে চাহিদা।
গত দুই সপ্তাহ ধরে, পাঞ্জাবের বন্যকবলিত অঞ্চলে উদ্ধার কাজ ও মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য হাজার হাজার নৌকার প্রয়োজন হেছে। কেবল বেসামরিক প্রশাসনই নয় - সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীও প্রত্যন্ত এলাকায় সাহায্য এবং ত্রাণ সরঞ্জাম বিতরণের জন্য এই নৌকাগুলি ব্যবহার করছে।
নৌকাগুলির চাহিদা বৃদ্ধি:
চাহিদা বাড়ায় প্রচণ্ড ব্যস্ত নৌকা নির্মাতারা। দিন-রাত এক করে কাজ চলছে।। বিষণ সিং অ্যান্ড সন্সের রোপার কারখানায়, শ্রমিকরা মোটরবোট তৈরির জন্য অতিরিক্ত সময় কাজ করছেন। মোহন সিং বলেন, ১৯৮৮ সালের বন্যার সময়ও এই চাহিদা ছিল না।
নৌকা ব্যবসায়ী মোহন সিংয়ের দাবি, তিনি প্রতিদিন প্রায় দেড়শোটি ফোন পাচ্ছেন। বিপুল চাহিদার চাপ মেটাতে মোহন সিংকে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করেছেন।

মোহন সিং-এর ছেলে চরণজিৎ সিং সংবাদ মাধ্যমকে বলেছেন, "নৌকা এবং লাইফ জ্যাকেটের এত চাহিদা যে জোগান দিতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে। ব্যবসা ভাল হচ্ছে। তবে আমরা ছাড় দিচ্ছি, কারণ আমরা বুঝতে পারি যে এটি একটি মানবিক সংকট। আমরা লোকদের প্রত্যাখ্যান করতে চাই না।"
এক একটি নৌকা ৮৫,০০০ টাকা থেকে ১.৮ লক্ষ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। লাইফ জ্যাকেটের দাম প্রায় ১,০০০ টাকা।
নৌকার ক্রেতা গুরমিত সিং গুরুদাসপুরের ডেরা বাবা নানক থেকে রোপারে এসেছেন। গুরমিত তিন দিন আগে একটি নৌকা অর্ডার করেছিলেন। তাঁর কথায়, "ডেরা গুরুদ্বারা এই নৌকা কেনার ব্যবস্থা করেছে। অর্ডার তিন দিনের মধ্যে প্রস্তুত। তবে আমরা আরও অর্ডার দিচ্ছি। আমাদের অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার জল এখনও যোগাযোগকে কঠিন করে তুলছে। এটি গোটা সমাজকে সাহায্য করবে।"

বন্যা কবলিত গ্রামগুলিতে নৌকা অপরিহার্য হয়ে উঠেছে। বেসামরিক নাগরিক, বাসিন্দা এমনকি গুরুদ্বারগুলিতেও ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে নৌকা এবং জীবন রক্ষাকারী জ্যাকেটের প্রয়োজনীয়তাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
মৃতের সংখ্যা ৪৩-এ পৌঁছেছে
বন্যায় পাঞ্জাবে ইতিমধ্যেই ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যায় শত শত গ্রাম ডুবে গিয়েছে এবং হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। পাঞ্জাবের মন্ত্রী হরদীপ সিং মুন্ডিয়ান বলেছেন যে, ২৩টি জেলার ১,৯০২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ৩.৮৪ লক্ষেরও বেশি বাসিন্দা সমস্যার সম্মুখীন।
মোহালিতেও নৌকা প্রস্তুতকারকদের অর্ডার বৃদ্ধি পাচ্ছে। অনিল কুমার খুশওয়াহা, যিনি আগে প্রতি মাসে প্রায় ৫-৬টি নৌকা বিক্রি করতেন, সেই চাহিদা বেড়ে ১৫-১৬টি নৌকায় পৌঁছেছে, যার প্রতিটির দাম প্রায় ১.২ লক্ষ টাকা।
পাঞ্জাবের দুর্দশা এখনও শেষ হয়নি, আবহাওয়া বিভাগ ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
১৯৮৮ সালে পাঞ্জাবের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। বন্যায় সেবার ৬০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। প্রায় ৩৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?