রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | স্বেচ্ছায় যেকোনও বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে পারবে একজন নারী, মধ্যপ্রদেশ হাইকোর্টের যুগান্তকারী রায়!

সৌরভ গোস্বামী | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১১Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্টের জবলপুর বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে পুনরায় স্পষ্ট করেছে যে, প্রাপ্তবয়স্ক নারী তাঁর নিজের পছন্দমতো ব্যক্তির সঙ্গে বসবাস করার মৌলিক অধিকার রাখেন। আদালত জানিয়েছে, এমন কোনও আইন নেই যা প্রাপ্তবয়স্ক ও স্বনির্ধারিত মানসিক ক্ষমতাসম্পন্ন নারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখতে পারে, এমনকি তিনি যদি ইতিমধ্যেই বিবাহিত পুরুষের সঙ্গে থাকতে চান তাহলেও।

বিচারপতি অমূল শ্রীধরন ও বিচারপতি প্রদীপ মিত্তলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণ দেন। রায়ে আদালত মন্তব্য করে— “যদি ওই নারী পরবর্তীতে সেই পুরুষকে বিয়ে করেন, তবে সেটি "non-cognizable offence" হবে। একমাত্র প্রথম স্ত্রীই তখন স্বামী ও দ্বিতীয় নারীর বিরুদ্ধে দ্বিবিবাহের অভিযোগে মামলা করতে পারবেন।”

আদালতে হাজির ‘এক্স’ নামে পরিচিত এক তরুণীকে তাঁর পরিবার ফিরিয়ে নিতে চেয়েছিল। তরুণীর বয়স ১৮ বছরের বেশি বলে নথিপত্রে নিশ্চিত করা হয়। জানা যায়, তিনি স্বেচ্ছায় একজন পুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। আদালতে সরাসরি প্রশ্নের জবাবে তরুণী জানান, তিনি নিজের ইচ্ছায় ওই ব্যক্তির সঙ্গে থাকতে চান এবং বাবা-মার কাছে ফিরতে চান না।

পিটিশনার পক্ষের আইনজীবী আয়ুষ শর্মা যুক্তি দেন, যেহেতু ওই পুরুষ ইতিমধ্যেই বিবাহিত, তাই ‘এক্স’-কে জোর করে বাপের বাড়ি ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু আদালত স্পষ্ট জানায়, তরুণীর প্রাপ্তবয়স্ক হওয়াই এই মামলার মূল বিষয়। বেঞ্চ বলেন— “একজন প্রাপ্তবয়স্ককে পশুর মতো চালিত করা যায় না। তাঁর নিজস্ব মন, চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেবার অধিকার আছে। সেটা সঠিক হোক বা ভুল, তিনি কাদের সঙ্গে থাকবেন সেটি তিনি নিজেই স্থির করবেন।”

আরও পড়ুন: বিহারের বিমানবন্দরের অবিশ্বাস্য ঘটনা! প্রস্রাব করে আস্ত একটা প্লেন 'রুখে' দিল বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

সরকারি পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাডভোকেট জেনারেল অভিজিৎ আওয়াস্থি আদালতকে জানান, পুলিশের তথ্য অনুযায়ী ওই পুরুষ ইতিমধ্যেই তাঁর প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে ডিভোর্সের প্রক্রিয়ায় রয়েছেন। এই তথ্য নথিভুক্ত করে আদালত মন্তব্য করে— কেবলমাত্র বিবাহিত হওয়ার কারণে ওই পুরুষের সঙ্গে ‘এক্স’-এর বসবাসে কোনও আইনগত বাধা নেই।

রায়ে বেঞ্চ স্পষ্ট করে দেয় যে, নৈতিকতার প্রশ্ন আদালতের কাজ নয়। আইনের আলোকে প্রাপ্তবয়স্ক নারীর স্বাধীনতাকেই সুরক্ষিত করতে হবে। আদালত নির্দেশ দেন যে, ‘এক্স’ যেহেতু বাবা-মার কাছে ফিরতে রাজি নন, তাই তাঁকে মুক্তি দিতে হবে।

গোটেগাঁও (জেলা নার্সিংহপুর)-এর ডিএসপি মানীশ ত্রিপাঠীর মাধ্যমে পুলিশকে বলা হয়েছে দুটি শর্তে তরুণীকে মুক্তি দিতে হবে—
১. তরুণীকে লিখিত অঙ্গীকার দিতে হবে যে তিনি নিজের ইচ্ছায় ওই ব্যক্তির সঙ্গে বসবাস করছেন।
২. সংশ্লিষ্ট পুরুষকেও লিখিতভাবে স্বীকারোক্তি দিতে হবে যে তিনি তরুণীর সঙ্গ গ্রহণ করছেন।

এই শর্ত পূরণ হলে, আদালত নির্দেশ দেয়, তরুণীকে মুক্তি দিয়ে তাঁর নির্বাচিত সঙ্গীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আদালত মামলাটি নিষ্পত্তি করে দেয়।

আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ-

“একজন প্রাপ্তবয়স্ক নারীকে তাঁর পছন্দের ব্যক্তির সঙ্গে বসবাসে কোনও আইন বাধা দিতে পারে না।”

“নৈতিকতার ওপর আদালত ভাষণ দিতে পারে না। আদালতের দায়িত্ব আইনগত অধিকার রক্ষা করা।”

“যদি তিনি বিবাহিত পুরুষকে বিয়ে করেন, তবে কেবলমাত্র প্রথম স্ত্রীই দ্বিবিবাহের মামলা দায়ের করতে পারবেন।”

এই রায়কে আইনজগতে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি পুনরায় নিশ্চিত করল যে ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাপ্তবয়স্ক নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আইনগতভাবে সর্বাধিক গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া