রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ভোটাধিকার নিয়ে রাহুলের যুদ্ধ যেন মহাত্মা গান্ধীর লড়াইয়ের প্রতিচ্ছায়া 

সৌরভ গোস্বামী | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ভোটাধিকার রক্ষার প্রশ্নে আজকের ভারত এক অদ্ভুত ঐতিহাসিক প্রতিসাম্যের সামনে দাঁড়িয়ে। যেমন ১৮৯৪ সালে দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে মহাত্মা গান্ধী ভারতীয়দের সীমিত ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এক ঐতিহাসিক সংগ্রাম শুরু করেছিলেন, তেমনই ২০২৫ সালে বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা ঘনীভূত হয়েছে। আর এই পরিস্থিতিতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজদ নেতা তেজস্বী যাদব ও সিপিআই(এম-এল) লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য একত্রিত হয়ে নতুন এক ভোটাধিকার আন্দোলনের ডাক দিয়েছেন।

১৮৯৪ সালে নাটাল অ্যাসেম্বলিতে ‘ফ্র্যাঞ্চাইজি আইন সংশোধনী বিল’ আনা হয়েছিল ভারতীয়দের সীমিত ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল যে ভারতীয়রা ভারতে ভোটাধিকার ভোগ করে না, ফলে দক্ষিণ আফ্রিকায় তাদের ভোটাধিকার দেওয়া উচিত নয়। গান্ধীজী এই যুক্তিকে তীব্রভাবে খণ্ডন করেছিলেন এবং বলেছিলেন ভোটাধিকার কেড়ে নেওয়া মানে কর্মসংস্থান, সম্মান ও অস্তিত্ব কেড়ে নেওয়া।

২০২৫ সালে বিহারে নির্বাচন কমিশন (ইসিআই) বিশেষ নিবিড় সংশোধনী (SIR) চালু করেছে। এর ফলে বহু ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমে ভোটার কার্ড ও আধার কার্ড গ্রহণযোগ্য দলিল হিসেবে ধরা হয়নি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আধার যুক্ত হলেও বাকি ১১টি নথি অধিকাংশ সাধারণ মানুষের নাগালে নেই। ফলে লাখ লাখ মানুষের ভোটাধিকার বিপন্ন হয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোটার দমন ও শাসক দলের পক্ষে নির্বাচনী সুবিধা আদায়ের এক প্রক্রিয়া।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রে ব্যাপক ভোট চুরির অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। তিনি নির্বাচনী তালিকার লক্ষাধিক পৃষ্ঠার তথ্য তুলে ধরে দাবি করেছিলেন যে শাসক বিজেপি ভোট কারচুপির মাধ্যমে জয়লাভ করেছে। এরপর থেকেই তিনি ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।

আরও পড়ুন: বিহার বদলের ডাক মহাগঠবন্ধনের, হাজির বিরোধী নেতারা, ভোট চুরির পর্দাফাঁসে রাহুল ফাটাবেন ‘হাইড্রোজেন বোম’!

বিহারে ১৭ দিনের দীর্ঘ ভোটার অধিকারের যাত্রা শেষ হয় ১লা সেপ্টেম্বর পাটনায়। সমাবেশে রাহুল গান্ধী জোর দিয়ে বলেন—“ভোট চুরি মানে অধিকার চুরি, চাকরি চুরি, শিক্ষা চুরি, গণতন্ত্র চুরি এবং তরুণদের ভবিষ্যৎ চুরি।” তাঁর এই বক্তব্য গান্ধীজীর ১৮৯৪ সালের সতর্কবাণীর সঙ্গে যেন হুবহু মিলে যায়। অপজিশন নেতারা বিহারের SIR-কে অভিহিত করেছেন ভোট বন্দি নামে। গান্ধীজী নাটালের বিলকে বলেছিলেন প্রতিক্রিয়াশীল আইন। দুই সময়ের মধ্যে ব্যবহৃত শব্দভাণ্ডার ভিন্ন হলেও মূল সুর একই—নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত।


বিহারে এই আন্দোলনে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। যেমন নাটালে গান্ধীজীর নেতৃত্বে সমস্ত ধর্ম ও শ্রেণির ভারতীয়রা একত্রিত হয়েছিলেন, তেমনি আজ বিহারেও সমস্ত শ্রেণি ও সম্প্রদায়ের মানুষ অংশ নিচ্ছেন। আন্দোলনে বিশেষ করে যুব সমাজের উপস্থিতি চোখে পড়ার মতো। তাঁদের বক্তব্য, ভোটাধিকার কেড়ে নেওয়া মানে ভবিষ্যৎ কেড়ে নেওয়া।

ভারতের সংবিধান ১৯৫০ সাল থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার নিশ্চিত করেছে। অথচ আজ সেই দেশেই নির্বাচনী প্রক্রিয়ার নামে লাখ লাখ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে রাহুল গান্ধী সরাসরি গণতন্ত্র ও সংবিধানের প্রতি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রবণতা অক্ষুণ্ণ থাকে তবে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য গুরুতর আঘাতের মুখে পড়বে।

নাটালের ১৮৯৪ সালের প্রতিরোধ ও বিহারের ২০২৫ সালের ভোটাধিকার সংগ্রামের মধ্যে বিস্ময়কর ঐতিহাসিক মিল পাওয়া যায়। গান্ধী যেমন বলেছিলেন ভোটাধিকার কেড়ে নেওয়া মানে অস্তিত্বকেই বিপন্ন করা, আজ রাহুল গান্ধীও দাবি করছেন ভোট চুরি মানে ভবিষ্যৎ চুরি। ইতিহাস যেন নতুন করে নিজেদের পুনরাবৃত্তি করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া