রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | আরও এস ৪০০ আসবে রাশিয়া থেকে! আগামী বছর সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে, দাবি সূত্রের

অভিজিৎ দাস | ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতের সময় ভারতের জন্য এক দুর্ভেদ্য ঢাল হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ আবির্ভূত হয়েছিল। প্রতিবেশী দেশের সব আক্রমণ সফল ভাবে প্রতিহত করেছিল ‘সুদর্শন চক্র’। এর ঠিক কয়েক মাস পর, রাশিয়া আরও এস ৪০০ ইউনিট ভারতে সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরবরাহ ত্বরান্বিত করার জন্য আলোচনা চলছে দুই দেশের মধ্যে।

সূত্রের দাবি, একটি ইউনিট ২০২৬ সালের মধ্যে এবং আরও একটি ২০২৭ সালের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারত ২০১৮ সালে পাঁচটি এস ৪০০-এর বরাত দিয়েছিল রাশিয়াকে। সেই বরাতের অবশিষ্ট দু’টি ইউনিট এগুলি। গত বছর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া সফরের সময় এবং সম্প্রতি অনুষ্ঠিত ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকে সরবরাহে বিলম্বের বিষয়টি তুলে ধার হয়েছিল।

এই দু’টি ছাড়াও, ভারত আরও এস ৪০০ সিস্টেম কেনার পরিকল্পনা করছে যা তার উচ্চাভিলাষী ‘সুদর্শন চক্র’ প্রকল্পের অগ্রগতিতে সহায়তা করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণে উল্লেখিত বহুস্তরীয় কাঠামোটি দেশের উপর একটি প্রতিরক্ষামূলক আস্তরণ  প্রদানের জন্য উন্নত নজরদারি এবং সাইবার সুরক্ষাকে এক ছাদের তলায় নিয়ে আসবে এবং এটি ইসরায়েলের আয়রন ডোমের মতো হবে।

আরও পড়ুন: রাশিয়ার সস্তা তেলে মন মজেছে ভারতের, ‘শুল্ক চালাকি’ করতে গিয়ে ব্যাকফুটে ট্রাম্প, দাবি রিপোর্টে

রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ‘ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন’-এর প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আরও বেশি কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। ২০২৬ এবং ২০২৭ সালে আরও দুই ইউনিট এস-৪০০ সরবরাহ করতে পারে রাশিয়া।

এস-৪০০ ভারতীয় বাহিনীর জন্য একটি মূল্যবান সম্পদ। যাকে অপারেশন সিঁদুরের সময় ‘গেম-চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছিলেন বিমানবাহিনী প্রধান এপি সিং। মে মাসে সন্ত্রাসবিরোধী অভিযানের পর ভারতকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সত্ত্বেও পাকিস্তান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করতে পারেনি।

এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ৬০০ কিলোমিটার পর্যন্ত শত্রুর কার্যকলাপ শনাক্ত করতে পারে এবং একই সঙ্গে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। ৪০০ কিলোমিটার পর্যন্ত ফায়ারিং রেঞ্জের সঙ্গে, এটি বোমারু বিমান, যুদ্ধবিমান, ড্রোন, প্রাথমিক সতর্কতা বিমান এবং এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এস-৪০০ সিস্টেমের প্রতিটি রেজিমেন্ট বা ইউনিট আটটি লঞ্চ যান দিয়ে সজ্জিত, প্রতিটিতে চারটি ক্ষেপণাস্ত্র টিউব রয়েছে।

পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলা করার জন্য ভারত ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনেছিল। ৩৯,০০০ কোটি টাকার চুক্তিতে পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের চুক্তি হয়েছিল। কিন্তু সরবরাহ একাধিকবার বিলম্বিত হয়েছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনটি এস-৪০০ ইউনিট ভারতে এসে গিয়েছে ইতিমধ্যেই। বাকি দু’টির অপেক্ষা। এই তিনটি ইউনিট আদমপুর (পাঞ্জাব), পূর্ব সেক্টর এবং পশ্চিম সেক্টরে মোতায়েন করা হয়েছে।

এস-৪০০ ভারত-রাশিয়া সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সূচক। যা চীনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে উজ্জ্বল হয়ে ওঠে। তিয়ানজিনে দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুই দেশের নেতারা সৌহার্দ্য দেখিয়েছিলেন। অন্যদিকে, রাশিয়াও মস্কো থেকে তেল কেনা বন্ধ করার মার্কিন দাবির বিরুদ্ধে ভারতের অবাধ্যতার প্রশংসা করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া