রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থী বর্তমানে ভারতের সীমা ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে গিয়েছে। এ বছর এই উৎসব একটি নতুন ও চমকপ্রদ রূপে উদযাপিত হয়েছে জাপানে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কেকে তাকু (Kake Taku) ও তাঁর দল ভগবান গণেশকে উৎসর্গ করে একটি উচ্চ মানের নৃত্য পরিবেশন করেছেন। তাঁরা বলিউডের জনপ্রিয় গান অজয়-অতুলের 'দেবা শ্রী গণেশা' (Deva Shree Ganesha) গানে নৃত্য পরিবেশনা করেছেন। এটি ‘অগ্নিপথ’ সিনেমা- এর একটি বিখ্যাত গান। এই বিখ্যাত গানে তাঁরা জাকজমকপূর্ণ নৃত্য পরিবেশনা করেন।
কেকে নিজেই তাঁর সামাজিক মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করেন। কেকের শেয়ার করার পর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে দর্শকরা বিস্মিত ও একইসঙ্গে অনুপ্রাণিত হয়েছেন যে কীভাবে একটি ভারতীয় ঐতিহ্যবাহী উৎসব জাপানের মাটিতে এত উৎসাহ ও আবেগের সঙ্গে উদযাপন করা হয়েছে।
দেখা গিয়েছে, কেকে শুধুমাত্র একটি ভিডিও শেয়ার করেননি, বরং দুটি আলাদা ক্লিপ আপলোড করেছেন। প্রথম ভিডিওটিতে দেখা যায়, শিশু, কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের নিয়ে গঠিত একটি দল একসঙ্গে ছন্দ মিলিয়ে পূর্ণ উদ্যমে নাচ করছেন।
দ্বিতীয় ভিডিওতে কেকে অভিনব এক সৃজনশীলতা দেখিয়েছেন। তিনি তাঁর নিজের তিনটি ভিন্ন নৃত্য পরিবেশনার দৃশ্যকে এক ফ্রেমে মিলিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। এই পোস্টের প্রতিক্রিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, 'আধার কার্ড কনফার্ম।' আরেকজন মন্তব্য করে বলেন, 'সবকিছু একদম পারফেক্ট ভাই।' অন্য একজন মন্তব্য করেন, 'তোমার প্রতি যে ভালোবাসা ও স্বীকৃতি আসছে, তা তোমার পুরোপুরি প্রাপ্য। এই স্পিরিট ধরে রেখো, অনুপ্রেরণা দাও—তুমি অসাধারণ।' এক ব্যক্তি বলেন, 'জুতো না পরার জন্য রেসপেক্ট ভাই।' অন্য একজন যোগ করেন, 'কেকে, তোমার নাচ ও গান সবসময় মন জয় করে নেয়, তবে এই ভিডিওটা আরও গভীরভাবে ছুঁয়ে গিয়েছে।'
শুধু জাপানেই নয়, গণেশ উৎসবের রমরমা পৌঁছে গিয়েছে নাইজেরিয়া এবং পোল্যান্ডের মতো দেশেও। জাপানের আরেকটি দল, চিবি ইউনিটি (Chibi Unity), তাদের নিজস্ব স্টাইলে গণপতি উৎসবে অংশ নিয়েছে। নিইগাতা (Niigata) শহরের এই ২৭ সদস্যের দলটিও 'দেবা শ্রী গণেশা' গানে পারফর্ম করেছে। তাদের পরিবেশনা অনুপ্রাণিত হয়েছে ভারতীয় দল ‘টিম অনার্তনা’ (Team Anartana) থেকে, যেটি প্রতিষ্ঠা করেছেন চেন্নাইয়ের ডান্সার, কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা সিমরান শিবকুমার (Simran Sivakumar)। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর সময় টিম অনার্তনার একই গানে নৃত্য পরিবেশনা বিশাল সাড়া ফেলেছিল।
এই দল বিশ্ব মঞ্চেও নিজেদের ছাপ রেখে গিয়েছে। সূত্র মারফত তারা পারফর্ম করে আমেরিকার জনপ্রিয় ট্যালেন্ট শো 'আমেরিকা’স গট ট্যালেন্ট'-এ। তাদের শক্তিশালী পরিবেশনার জন্য তারা সম্মানজনক 'গ্রুপ গোল্ডেন বাজার' অর্জন করে।
সম্প্রতি এহেন ঘটনায় দেখা যায়, ভারতীয় সংস্কৃতি ও উৎসব এখন আর শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা কোণে, যেখানে ভিন্ন সংস্কৃতির মানুষরাও সেই উৎসবকে আপন করে নিচ্ছেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?