রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে পরিবহনমন্ত্রী নীতিন গডকরি। বিজেপির অন্দরে যে এই দুইটি মেরু রয়েছে, সে বিষয়ে খবর রাখেন অনেকেই। শাসকদলের অন্দরের কথা খুব একটা বাইরে না আসলেও দিল্লিতে কান পাতলে শোনা যায় মোদী-অমিত শাহের সঙ্গে নীতিন গডকরি কিংবা রাজনাথ সিং-এর মতো নেতার খুব একটা সখ্য নেই। এবার যেন বিজেপির অন্দরের সেই ফাটল প্রকাশ্যে চলে এলো পরিবহন মন্ত্রী নীতিন গডকরির এক বয়ানে। সোমবার অখিল ভারতীয় মহানুভব পরিষদের ডাকা একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে গডকরি দাবি করেন, যে নেতা সবচেয়ে বেশি মানুষকে বোকা বানাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ নেতা হিসাবে পরিগণিত হন। আর পরিবহন মন্ত্রীর এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। তবে কি ঘুর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করলেন গডকরি?
নিজের বয়ানে গডকরি বলেন, “সবকিছুতেই শর্টকাট আছে। মানুষ চাইলেই শর্টকাট ধরে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। রাস্তা পার হওয়ার সময়ও আপনি চাইলেই ট্রাফিক আইন ভঙ্গ করতে পারেন, কিন্তু এর অর্থ হল শর্টকাট আপনাকে আসলে ছোট করে দেয়। এ কারণেই মূল্যবোধ, সততা, অধ্যবসায় এবং সত্যবাদীতার মতো গুণগুলো শেখানো হয়। দীর্ঘমেয়াদী সাফল্য চাইলে সত্যের পথেই হাঁটতে হবে। ঠিক যেমনটা কৃষ্ণ গীতায় বলেছেন - সবশেষে কেবলমাত্র সত্যই জয়ী হয়।” কথা প্রসঙ্গে গডকরি আরও জানান, তিনি যে পেশায় রয়েছেন অর্থাৎ রাজনীতিতে সত্যিকথা বলা একপ্রকার ‘নিষিদ্ধ’। তিনি বলেন, “আমি যে পেশায় রয়েছি সেই পেশাতে মন খুলে সত্যি কথা বলা এক প্রকার নিষিদ্ধ। যাঁরা মানুষকে সবচেয়ে ভাল বোকা বানাতে পারেন, তারাই সবচেয়ে ভাল নেতা হন।”
নীতিন গডকরির এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এহেন মন্তব্যে পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটিকেই বিদ্ধ করতে চেয়েছেন আরএসএস ঘনিষ্ঠ গডকরি। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সরকার প্রসঙ্গে আত্ম-সমালোচনামূলক কথা বলতে শোনা গিয়েছে গডকরিকে। গতমাসেই গডকরির অপর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। সমাজ সচেতন নাগরিকদের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মামলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এর ফলে সরকার এবং মন্ত্রীরা সঠিক পথে থাকতে বাধ্য হবেন বলেও মতামত দেন তিনি। একইভাবে গত বছর অতিরিক্ত সুযোগ-সুবিধা ভোগ করার জন্য বেশ কিছু সুযোগসন্ধানী নেতা সরকারের কাছাকাছি থাকতে চান বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের নেতাদের দলে আগমন রাজনৈতিক আদর্শ এবং গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলেই জানান তিনি। সরকারিভাবে বিজেপির পক্ষ থেকে কোনও মন্তব্য না এলেও, মনে করা হচ্ছে এই মন্তব্যের মাধ্যমে দলবদলু নেতাদের বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন প্রবীণ বিজেপি সাংসদ।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল না হওয়ার নেপথ্যে সংঘ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্বকে দায়ী করেছিলেন অনেকে। সাংসদ এবং বিজেপি নেতা নাড্ডার আরএসএস সংক্রান্ত এক মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দেয়। পদ্ম শিবিরের অন্দরের খবর, বিজেপির উপর নিজেদের প্রভাব বজায় রাখতে গডকরি, রাজনাথ সিংহ এবং যোগী আদিত্যনাথ-এর মতো নেতাদের উপর বাড়তি গুরুত্ব দিচ্ছে সংঘ।
বিষয়টি সম্পর্কে অবগত বিরোধী দলের নেতারাও। তাই বিজেপির অন্দরের এই জল্পনাকে দাবানলে উস্কে দিতে চাইছেন তাঁরাও। প্রকাশ্যে মন্তব্য না করলেও ঘনিষ্ঠ মহলে একাধিক কংগ্রেস নেতা জানিয়েছেন গডকরির এই মন্তব্য অত্যন্ত সুচিন্তিত। এমনিতেই এসআইআর এবং ‘ভোট চুরি’-র অভিযোগ নিয়ে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। আন্দোলন জোরদার করছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব-সহ বিরোধী নেতারা, তার মধ্যে গডকরির এই বয়ান মোদি সরকারকে ঘরে-বাইরে দুই জায়গাতেই চাপে ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?