সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ৩১ আগস্ট ২০২৫ ১৭ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস (NSO) ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) জন্য জিডিপি-র প্রাথমিক অনুমান প্রকাশ করেছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধি দাঁড়িয়েছে ৭.৮%, যা গত বছরের একই সময়ের ৬.৫% বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। এমনকি ২০২৪-২৫ সালের শেষ ত্রৈমাসিকের (Q4) ৭.৪% বৃদ্ধির থেকেও এটি বেশি।
সরকারি এই ‘অপ্রত্যাশিত সাফল্য’-র মূল ভরসা পরিষেবা খাত বা তৃতীয় খাতের দ্রুত বৃদ্ধি। তথ্য অনুযায়ী, এ খাতের বৃদ্ধি দাঁড়িয়েছে ৯.৩%, যেখানে গত বছর তা ছিল ৬.৮%। তবে এর বিপরীতে শিল্প বা দ্বিতীয় খাতের বৃদ্ধি ৮.৬% থেকে কমে হয়েছে ৭.০%। কৃষি ও প্রাথমিক খাত সামান্য বৃদ্ধি দেখিয়েছে—২.২% থেকে বেড়ে হয়েছে ২.৮%।
ক্ষেত্রভিত্তিক প্রবণতা- তথ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ খাতে প্রবৃদ্ধি তীব্রভাবে কমেছে। যেমন— খনি ও খনিজ উত্তোলনে বৃদ্ধি ৬.৬% থেকে নেমে দাঁড়িয়েছে -৩.১%। বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ ও অন্যান্য ইউটিলিটি পরিষেবায় বৃদ্ধি ১০.২% থেকে নেমে ০.৫%। উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতের বৃদ্ধি আগের মতোই স্থির থাকলেও, নির্মাণ খাত (কনস্ট্রাকশন) ১০.১% থেকে নেমে ৭.৬% হয়েছে। অন্যদিকে, বাণিজ্য, হোটেল, পরিবহণ, যোগাযোগ ও সম্প্রচার পরিষেবা খাতে বৃদ্ধি ৫.৪% থেকে বেড়ে ৮.৬% হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই এক খাতই জিডিপি বৃদ্ধির বড় অংশ বহন করছে।
অফিসিয়াল নথিতে স্পষ্ট বলা হয়েছে, এই অনুমান তৈরি করা হয়েছে Benchmark-Indicator Method ব্যবহার করে, অর্থাৎ গত বছরের একই সময়ের তথ্যকে ভিত্তি ধরে নির্দিষ্ট কিছু সূচকের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে। কিন্তু Annexure B-তে উল্লিখিত উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচকগুলির বেশিরভাগই অর্থনীতির মন্দা প্রবণতা দেখাচ্ছে। ২২টি সূচকের মধ্যে মাত্র ৫টিতে উন্নতি দেখা গেছে— যেমন সিমেন্ট উৎপাদন, প্রধান সমুদ্রবন্দরে পণ্য ওঠানামা, কেন্দ্রীয় সরকারের রাজস্ব ব্যয় (সুদ ও ভর্তুকি বাদে), মূলধনী পণ্যের উৎপাদন ও রপ্তানি-আমদানি ব্যবধান।
কিন্তু অন্তত ৭টি সূচক গুরুতর পতন দেখাচ্ছে— যেমন কয়লা উৎপাদন, ইস্পাত খরচ, বেসরকারি গাড়ি বিক্রি, বিমানবন্দরে পণ্য পরিবহণ, রেল যাত্রী কিলোমিটার, খনি খাতের IIP এবং বিদ্যুতের IIP। বাকি সূচকগুলির বৃদ্ধি মাঝারি হারে কমেছে। এই তথ্যগুলো ইঙ্গিত করছে যে শিল্প খাত তো বটেই, ভোগব্যয় ও পরিষেবা খাতেও প্রকৃতপক্ষে বৃদ্ধির ধারা দুর্বল। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে অনানুষ্ঠানিক খাতের পরিসংখ্যান নিয়ে। বর্তমানে জিডিপি অনুমানে সংগঠিত খাতের অল্প কিছু তথ্যকে ভিত্তি করে গোটা অনানুষ্ঠানিক খাতের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, বাণিজ্য ও পরিবহণ খাতে ই-কমার্সের ২৫% বৃদ্ধি ধরা হচ্ছে। অথচ ছোট দোকান, স্থানীয় বাজার, খুচরো ব্যবসা—যেখানে ৯০% মানুষ কাজ করে—তার পতন ধরা পড়ছে না।
ফলে, সংগঠিত খাত যত বেশি বাড়ছে, অনানুষ্ঠানিক খাতের মন্দা ততটাই অদৃশ্য থেকে যাচ্ছে। এর ফলে জিডিপি বৃদ্ধি কাগজে-কলমে অনেক বেশি দেখালেও, বাস্তবে কর্মসংস্থান ও আয়ের বৃদ্ধি খুবই সীমিত। রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, capacity utilisation বা উৎপাদন ক্ষমতার ব্যবহার এবং উপভোক্তা আস্থা সূচক—দুটিই খুব বেশি উত্থান দেখাচ্ছে না। ফলে শিল্পে নতুন বিনিয়োগ বা ভোগব্যয়ের তীব্র বৃদ্ধি হওয়ার সুযোগ কম। তবুও সরকারি হিসাব জিডিপি বৃদ্ধিকে বেশি দেখাচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, এই প্রবণতা নতুন নয়। নোটবন্দি, জিএসটি চালু হওয়া ও কোভিড-পরবর্তী সময়ে জিডিপি অনুমানের সঙ্গে বাস্তব সূচকের ব্যবধান আরও বেড়েছে। মূলত অনানুষ্ঠানিক খাতের তথ্যের অভাবই এই বিভ্রান্তির প্রধান কারণ। সরকারি হিসেবে বৃদ্ধি যতই আশাপ্রদ দেখাক না কেন, বাস্তব মাটির ছবিতে কর্মসংস্থানের ঘাটতি, দারিদ্র্য ও ভোগব্যয়ের মন্দাই স্পষ্ট। তাই অনানুষ্ঠানিক খাতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ছাড়া দেশের প্রকৃত অর্থনৈতিক স্বাস্থ্য বোঝা সম্ভব নয়। উচ্চ জিডিপি বৃদ্ধির দাবিও তাই প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?