সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ৩০ আগস্ট ২০২৫ ১৯ : ২৪Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের শ্রমিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হচ্ছে কি না—এই গুরুতর অভিযোগ নিয়ে শুক্রবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট করতে বলেছে। দেশের সর্বোচ্চ আদালত বলেছে, কোনও ভাষাকে বিদেশি পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা হলে তা বৈষম্যমূলক এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী হতে পারে।
West Bengal Migrant Workers Welfare Board নামে একটি সংগঠন জনস্বার্থ মামলা (PIL) দায়ের করে। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রকের গত মে মাসে জারি করা এক নির্দেশের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী, বিশেষত মুসলিম শ্রমিকদের আটক করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাংলাদেশি নাগরিক। মামলাকারীদের দাবি, শুধুমাত্র ভাষার ভিত্তিতে এই শ্রমিকদের সন্দেহভাজন বিদেশি হিসেবে দেখা হচ্ছে, অথচ তাঁদের মধ্যে অধিকাংশই বহু বছর ধরে ভারতীয় ভূখণ্ডে বৈধভাবে বসবাস ও কাজ করছেন।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “একটি নির্দিষ্ট ভাষাকে বিদেশি হওয়ার প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, এই অভিযোগ গুরুতর। কেন্দ্রকে অবশ্যই পরিষ্কার করতে হবে যে বাস্তবে কী হচ্ছে।” বিচারপতি সুর্যকান্ত পর্যবেক্ষণ করেন, “যাঁরা সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করছেন তাঁদের ঠেকানো স্বাভাবিক। কিন্তু যাঁরা বহুদিন ধরে এ দেশে বসবাস করছেন, তাঁদেরকে শুধুমাত্র সন্দেহের বশে তুলে নিয়ে গিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হলে তা প্রশ্নসাপেক্ষ। আপনারা আমাদের জানাবেন, কোন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণ করা হচ্ছে।”
আরও পড়ুন: জিএসটি হ্রাসে রাজস্ব ক্ষতির আশঙ্কা, আট বিরোধী-শাসিত রাজ্যের একযোগে ক্ষতিপূরণের দাবি কেন্দ্রের কাছে
এছাড়া বিচারপতি বাগচি বলেন, “এখানে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের অখণ্ডতা এবং সম্পদ সংরক্ষণের বিষয় আছে। কিন্তু একই সঙ্গে আমাদের অভিন্ন ঐতিহ্যও মনে রাখতে হবে। বাংলায় যেমন, তেমনই পাঞ্জাবেও—ভাষা সীমান্তের দুই পাশে এক, কেবল রাজনৈতিক বিভাজনই আমাদের আলাদা করেছে।” সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান, বাংলা ভাষাভাষীদের প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই। সরকার কেবল অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে পদক্ষেপ করছে। তিনি বলেন, নাগরিকদের আটক করার সিদ্ধান্ত শুধুমাত্র ভাষার ওপর নির্ভরশীল নয়। তবে বেঞ্চ তাঁর বক্তব্যের সঙ্গে সঙ্গে SOP জমা দিতে নির্দেশ দেয়, যাতে বোঝা যায় প্রশাসনিকভাবে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আদালত মামলাকারীর পক্ষ থেকে করা একটি অন্তর্বর্তীকালীন আবেদনে নোটিস জারি করেছে। ওই আবেদনে দাবি করা হয়েছে, নাগরিকত্ব নির্দিষ্টভাবে প্রমাণিত না করে কাউকে যেন দেশ থেকে বহিষ্কার করা না হয়। এর মাধ্যমে আদালত কার্যত নির্দেশ দিয়েছে যে, ভাষার ভিত্তিতে বা সন্দেহের বশে কোনো শ্রমিককে অবিলম্বে বিদেশি বলে ঘোষণা করা যাবে না। সাম্প্রতিক সময়ে উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের আটক হওয়ার ঘটনা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা নির্মাণশ্রমিক, দৈনিক মজুর বা ক্ষুদ্র ব্যবসায়ী। এই ঘটনাগুলি শ্রমজীবী মহলে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই ভাষাভিত্তিক পক্ষপাত চলে, তবে তা কেবল সাংবিধানিক অধিকারের লঙ্ঘন নয়, ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের বিরুদ্ধেও যায়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে। এরপর মামলার পরবর্তী শুনানি হবে। এই মামলার রায় শুধু আটক শ্রমিকদের ভবিষ্যতের জন্যই নয়, ভারতের ভেতরে ভাষাভিত্তিক পরিচয় ও বৈষম্যের প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?