সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রবল বৃষ্টিতেও রেহাই নেই, জলের সঙ্গে প্রবল স্রোতের টান, উল্টে গেল যাত্রীবোঝাই এসইউভি

কৌশিক রয় | ৩০ আগস্ট ২০২৫ ১১ : ২৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের জেরে মোহালির নায়াগাঁওয়ের মাজরি গ্রামে দেখা গেল এক অদ্ভুত ছবি। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। কিন্তু তারই মধ্যে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বন্যার স্রোতের জেরে যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি রাতারাতি উল্টে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে শোনা যায় উপস্থিত মানুষদের আতঙ্কিত চিৎকার। তাঁরা অন্যদের ওই জলভর্তি পথে না যাওয়ার জন্য সতর্ক করছেন। কিন্তু তবুও কিছু অফ-রোড রাইডার সাহস করে জলমগ্ন রাস্তায় গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি উল্টে যায়। প্রবল বর্ষণে ইতিমধ্যেই গ্রামে ব্যাপক জলজটের সৃষ্টি হয়েছে।

বহু রাস্তা অচল হয়ে পড়েছে, গ্রামবাসীরা কার্যত আটকে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগে একই রকমভাবে একটি জিপ গাড়িও বন্যার জলে ভেসে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত সরকারি সূত্রে হতাহতের কোনও খবর বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য মেলেনি। বৃষ্টি অব্যাহত থাকলে বিপদের আশঙ্কা আরও বাড়বে বলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জম্মু ও কাশ্মীরের রামবন জেলায় শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট হঠাৎ বন্যায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রশাসনের মতে, রাজগড় এলাকার উঁচু অঞ্চলে প্রবল বৃষ্টি ও মেঘভাঙা পরিস্থিতির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়, যা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছু বাড়ি পুরোপুরি জলের স্রোতে ধুয়ে গেছে। শ্রীনগর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত রামবনে উদ্ধার ও ত্রাণকাজ চলছে। নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সহায়তায় স্থানীয় প্রশাসন দল পাঠিয়েছে।গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত। নদীগুলো উপচে পড়েছে, বন্যার জল পথে-পাহাড়ে সবকিছু সমতল করে দিচ্ছে, আর ঢাল বেয়ে নেমে আসছে পাথর, গাছপালা ও শিলাখণ্ড। ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যা উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশকে যুক্ত রাখা একমাত্র সর্বকালীন সংযোগ  টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। এই সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে উদমপুর জেলার জাখেনি ও চেনানি অংশে ভূমিধস নেমে যায়, যাতে দু'হাজারেরও বেশি গাড়ি আটকে পড়ে।

জম্মু অঞ্চলের আরও নয়টি আন্তঃজেলা সড়কও ভূমিধস ও ভাঙনের কারণে বন্ধ রয়েছে। টানা বৃষ্টির ফলে জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উদমপুর জেলার বহু গ্রাম বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এই সপ্তাহের শুরুতে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরের কাছে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন নিখোঁজ হন। ত্রিকূট পাহাড়ে বৈষ্ণো দেবী মন্দিরের পথে পাহাড় ধসে ভয়াবহ ধ্বংসযজ্ঞের দৃশ্য তৈরি হয়। এরপর থেকেই যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর শুক্রবার পুঞ্চ, রিয়াসি, রাজৌরি, কিশ্তোয়ার এবং উদমপুরে বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা জানিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। শনিবার ও রবিবারের জন্য সতর্কতাটি আরও বাড়িয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পুঞ্চ, কিশ্তোয়ার, জম্মু, রামবন এবং উদমপুরে আরও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া