রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সাম্প্রদায়িক সংঘাত উস্কে দিয়ে জাতীয় দুর্বলতা বাড়াচ্ছেন মোহন ভাগবত

সৌরভ গোস্বামী | ২৯ আগস্ট ২০২৫ ০৮ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮৩ সালে অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর প্রখ্যাত কমিউনিস্ট চিন্তাবিদ মহিত সেনকে বলেছিলেন, “কেন্দ্রীয় রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা বিদেশে ভারতের শত্রুদের কাছে প্রকাশ পেয়ে গেলে তারা সেই সুযোগ কাজে লাগাবে।” আজ সেই সতর্কবাণী আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। কারণ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন যা কেন্দ্রীয় শাসকের ভিতকে দুর্বল করে দিচ্ছে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পরিসরে ভারত প্রবল চাপের মুখে।

সম্প্রতি ভাগবত একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোণঠাসা করে তুলেছেন। প্রথমত, বিজেপির পরবর্তী সভাপতি নিয়োগে আরএসএসের কোনও আপত্তি নেই বলে জানিয়ে তিনি প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন যে, দেরি হওয়ার দায় সম্পূর্ণ মোদী-শাহ জুটির উপরেই বর্তায়। এর ফলে শাসকদলের শীর্ষ নেতৃত্বকে অনিশ্চিত ও দুর্বল মনে হয়েছে। যদিও স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে মোদী আরএসএসকে প্রশংসা করে সম্পর্ক মেরামতির চেষ্টা করেছিলেন, ভাগবতের এই অবস্থান তা আবারও প্রশ্নের মুখে ফেলেছে।

কিন্তু সবচেয়ে উদ্বেগজনক হলো তাঁর মন্তব্য যে, কাশী-জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ইদগাহ নিয়ে আন্দোলনে সংঘের কর্মীরা যোগ দিতে স্বাধীন। আরও চাঞ্চল্যকরভাবে তিনি বলেছেন, “শুধু তিনটি জায়গা”—অর্থাৎ অযোধ্যা, কাশী ও মথুরা—“অন্যপক্ষ যদি ভাইচারা রক্ষার খাতিরে এগুলো ছেড়ে দেয়।” এ বক্তব্য কার্যত সংখ্যালঘু মুসলিম সমাজকে চাপে ফেলার চেষ্টা এবং জনমতকে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করছে।

আরও পড়ুন: ‘হালাল এআই’ চালু করল এই মুসলিম দেশ, কী কাজ করবে চ্যাটবটটি?


রাজনৈতিক মহলের মতে, এই ইস্যু নিয়ে আসার  পেছনে আসন্ন বিহার নির্বাচনের কৌশল কাজ করছে। এনডিএ-র জমি সরে যাওয়ায় বিভাজনমূলক রাজনীতির মাধ্যমে হিন্দু ভোট একত্রিত করার পরিকল্পনা থাকতে পারে। বিহারের পর পরবর্তী বড় লড়াই উত্তরপ্রদেশে, যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায়ই আইন-শৃঙ্খলা রক্ষার নামে পুলিশি দমননীতি ব্যবহার করেন। ২০১৯–২০ সালের সিএএ-বিরোধী আন্দোলন দমন এবং নিম্ন আদালতের শাসকপন্থী অবস্থান শাসকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে যে, মুসলিম নিম্নবর্গকে তারা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।

তবে এই ধরনের উসকানি জাতীয় ঐক্যকে বিপন্ন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে মোদী সরকারকে। প্রবাসী ভারতীয় লবির প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা চলছে ঠিক সেই সময়েই যখন বেইজিং পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়েছে। এই অস্থির আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভেতরে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়লে ভারতকে দুর্বল রাষ্ট্র হিসেবেই দেখা হবে। উপসাগরীয় দেশগুলোও আমেরিকার ইঙ্গিতে ভারতের সংখ্যাগুরুবাদী প্রবণতার প্রতি বিরূপ হতে পারে।

শতবর্ষ পূর্ণ করতে চলা সংঘের প্রধান হিসেবে ভাগবতের কাছ থেকে দায়িত্বশীলতার আশা করেছিলেন বহু দেশপ্রেমিক হিন্দু। কিন্তু তাঁর সাম্প্রতিক বক্তব্য কেবল সামাজিক সম্প্রীতিকে আঘাত করেনি, বরং আরএসএসকে নৈতিকভাবে খাটো করেছে। নিরাপত্তা আর বিলাসিতায় ঘেরা সংঘনেতা তাঁর সংগঠনের কট্টর ভাবমূর্তিকে আরও বিতর্কিত করে তুলেছেন। আজ থেকে চার দশক আগে ইন্দিরা গান্ধীর উচ্চারিত “রাষ্ট্রযন্ত্র দুর্বল হলে শত্রুরা সুযোগ নেবে” সতর্কবার্তা নতুন করে প্রতিধ্বনিত হচ্ছে। দেশ যখন ঐক্যবদ্ধভাবে বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রয়োজনীয়তায় রয়েছে, তখন মোহন ভাগবতের এই পদক্ষেপ জাতীয় স্বার্থের পক্ষে বিপজ্জনক বলেই মনে করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া