রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ২৬ আগস্ট ২০২৫ ১৮ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র জুনিয়র অ্যাসোসিয়েটস – কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া ২৬ আগস্ট, শেষ হবে। যারা এখনও আবেদন করেননি, তারা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৬,৫৮৯টি শূন্যপদ পূরণ করা হবে, যার মধ্যে নিয়মিত ও ব্যাকলগ উভয় ধরনের পদ অন্তর্ভুক্ত।
SBI ক্লার্কের বেতন কাঠামো
জেনে রাখা দরকার যে, SBI Clerk-এর বেতন দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়, ৮ম বেতন কমিশন অনুযায়ী নয়।
প্রারম্ভিক বেতন (Basic Pay): ২৬,৭৩০
ডিয়ারনেস অ্যালাউন্স (DA 17.20%): ৭,১৬১.৯৩
হাউস রেন্ট অ্যালাউন্স (HRA): ২,৮৬২.৮৩
ট্রান্সপোর্ট অ্যালাউন্স: ৮৫০
স্পেশাল অ্যালাউন্স: ৭,০৮৩
স্পেশাল পে: ১,২০০
মোট স্থূল বেতন দাঁড়ায়: ৪৫,৮৮৮
কর্তন ও নেট বেতন
স্ট্যান্ডার্ড কর্তন (Standard Deductions): প্রায় ৬,৩৫৯
সুতরাং, SBI Clerk-এর নেট বেতন প্রায় ৩৯,৫২৯ প্রতি মাসে। উল্লেখযোগ্য যে, পোস্টিং কোথায় হচ্ছে তার উপরও মোট বেতনের পরিমাণ কিছুটা নির্ভর করে।
আরও পড়ুন: হাড়ের ক্ষয় আর নয়, বিজ্ঞানীদের হাতে এল অবাক করা যন্ত্র
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পূর্বাভাস ছিল, চলতি ২০২৫-২৬ অর্থবর্ষ শেষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে পৌঁছতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পূর্বাভাস দিল, তা কমে ৬.৩ শতাংশ হতে পারে। তাদের দাবি, দেশের বেসরকারি ক্ষেত্রে নতুন কারখানা চালু বা ব্যবসা সম্প্রসারণের মতো মূলধনী বিনিয়োগ অনেকটাই কমবে। ভারতের আর্থিক শ্রীবৃদ্ধির পথে তা বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

চলতি মরশুমে এখনও পর্যন্ত যা বর্ষা হয়েছে, তা আশাব্যঞ্জক। কারণ, গোটা দেশে স্বাভাবিকের তুলনায় গড়ে ২ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। যেহেতু এবার বর্ষা নির্দিষ্ট সময়ের একটু আগে এসেছে, তার জেরে খারিফ শস্য উৎপাদন ভালো হয়েছে। মোট ১০ কোটি ৪০ লক্ষ হেক্টর জমিতে এবার আবাদ ভালো হয়েছে, জানিয়েছে এসবিআই রিপোর্ট। কিন্তু দেশের আর্থিক বৃদ্ধিতে এই সুখবর যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে। কারণ, শিল্পের অবস্থা যে আশানুরূপ নয়, তা জানিয়েছে এই ব্যাংক। তাদের হিসেব, চলতি অর্থবর্ষের প্রথম তিনমাস, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ভারতীয় শিল্প সংস্থাগুলির কর ও সুদ পূর্ববর্তী মুনাফা বৃদ্ধির হার ছিল গড়ে ৬.৭ শতাংশ। অথচ ঠিক তার আরে তিনমাসে সেই বৃদ্ধির হার ছিল ১১ শতাংশ।
২০২৪-২৫ অর্থবর্ষে সেই হার ছিল ১২ শতাংশ। অর্থাৎ লাভের বৃদ্ধির হার কমেছে। আমেরিকার শুল্ক-প্রভাব পরবর্তী ত্রৈমাসিকগুলিতে মুনাফার উপর আরও খারাপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে এসবিআই। তবে কেন্দ্রীয় সরকার জিএসটির হারে যে কাঠামোগত পরিবর্তন আনতে চাইছে, তা শিল্পমহলকে কিছুটা অক্সিজেন দিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দেশের ঋণ ও আমানত বৃদ্ধির হারও আশানুরূপ নয় বলে জানানো হয়েছে।
এসবিআইয়ের রিপোর্ট জানাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে করোনাকালের শেষলগ্নে দেশের বেসরকারি ক্ষেত্রের মূলধনী বিনিয়োগ ছিল ৫.৭ লক্ষ কোটি টাকা। গত অর্থবর্ষেও তা বেড়ে ৬.৬ লক্ষ কোটি টাকায় পৌঁছায়। চলতি অর্থবর্ষে তা ৪.৯ লক্ষ কোটি টাকায় নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্টেট ব্যাংক। সব মিলিয়ে বেসরকারি ক্ষেত্রে পরিস্থিতি খুব একটা ভালো নয় বলেই মনে করছে তারা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির রিপোর্টে বলা হয়েছে, জিডিপি বৃদ্ধির হার চলতি আর্থিক বছরের প্রথম তিনমাসে যেটুকু বাড়বে বলে হিসেব কষা হয়েছে, পরবর্তী ত্রৈমাসিকগুলিতে তা ধাপে ধাপে নামবে। এপ্রিল-জুনে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে। দ্বিতীয়, অর্থাৎ চলতি ত্রৈমাসিকে তা নামতে পারে ৬.৫ শতাংশে। পরবর্তী দুটি ত্রৈমাসিকে সেই হার যথাক্রমে ৬.৩ এবং ৬.১ শতাংশ হতে পারে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?