সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ২৪ আগস্ট ২০২৫ ২০ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্র সরকারের সদ্য প্রস্তাবিত বিলকে ঘিরে বিতর্কের মধ্যে দেশের প্রধান বিচারপতি (CJI) বি.আর. গাভাই এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “যদি নির্বাহীই বিচারকের ভূমিকা পালন করে, তবে আমরা সংবিধান প্রদত্ত separation of powers–এর মৌল ধারণাকে ধ্বংস করব।”
কেন্দ্রের এই বিল অনুযায়ী, কোনো নির্বাচিত বিধায়ক, সাংসদ বা এমনকি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যদি এক মাসের জন্য জেলে যান, তবে আদালতে অপরাধ প্রমাণিত না হলেও তাঁদের পদচ্যুত করা যাবে। এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতির বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।
“বুলডোজার ন্যায়বিচার” প্রসঙ্গ
গোয়া হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিজেআই গাভাই স্মরণ করিয়ে দেন সুপ্রিম কোর্টের ২০২৪ সালের ঐতিহাসিক রায়, যেখানে উত্তরপ্রদেশসহ বিজেপি-শাসিত কয়েকটি রাজ্যে নির্বিচার ভাঙচুরের (যা জনপ্রিয়ভাবে ‘বুলডোজার জাস্টিস’ নামে পরিচিত) বিরুদ্ধে দিশা-নির্দেশ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, “আমরা বিচলিত হয়েছিলাম, কারণ যাঁদের বিচারই হয়নি, তাঁদের বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছিল। আর সেসব পরিবারের নির্দোষ সদস্যরাও শাস্তি পাচ্ছিলেন।” তিনি যোগ করেন, “এমনকি যদি কেউ দোষীও সাব্যস্ত হন, তবুও তাঁর ন্যায়ের অধিকার থাকে। তাই আমরা সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছি।”
সংরক্ষণে উপ-শ্রেণিবিন্যাস (Sub-classification) রায়
সিজেআই আরও উল্লেখ করেন ২০২৪ সালের আরেকটি গুরুত্বপূর্ণ রায়কে, যেখানে সুপ্রিম কোর্ট ৯-১ সংখ্যাগরিষ্ঠতায় সিদ্ধান্ত দেয় যে, তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) সংরক্ষণের মধ্যে sub-classification বা উপ-শ্রেণিবিন্যাস করা যাবে। অর্থাৎ অপেক্ষাকৃতভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীগুলিকে আলাদা কোটার মাধ্যমে সুবিধা দেওয়া সম্ভব হবে।
এই রায়ে গাভাই জাস্টিস ডি.ওয়াই. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য ছিলেন। নিজের রায়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “একই সম্প্রদায়ের একজন মেসন বা কৃষিশ্রমিকের সন্তান গ্রামীণ স্কুলে পড়ে, আর একজন প্রধান সচিবের সন্তান দিল্লি-মুম্বইয়ের সেরা স্কুলে পড়ে—তাদের সমান ধরা যায় না। প্রকৃত সমতা আনতে হলে অসমকে আলাদা আচরণ করাই সংবিধানের মর্ম।”
নিজের সম্প্রদায় থেকেও সমালোচনা
গাভাই স্বীকার করেন, তাঁর এই রায়কে কেন্দ্র করে তিনি নিজের সম্প্রদায়ের ভেতর থেকেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তবে তাঁর বক্তব্য, “বিচারপতি হিসেবে আমার কর্তব্য জনগণের চাহিদা বা সম্প্রদায়ের ইচ্ছা দেখে রায় লেখা নয়, বরং সংবিধান ও নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া।”
তিনি আরও বলেন, “প্রজন্মের পর প্রজন্ম একই পরিবার থেকে আইএএস কর্মকর্তা বেরিয়ে আসছে, কিন্তু অন্যদিকে একই সম্প্রদায়ের একজন দিনমজুরের সন্তান সেই সুযোগ পাচ্ছে না। এই বৈষম্য দূর করতেই আমি রায় দিয়েছি।”
সংবিধান ও সামাজিক ন্যায়ের পথে অবদান
শেষে প্রধান বিচারপতি বলেন, বিচারক হিসেবে গত ২২-২৩ বছরের যাত্রায় তিনি গর্বিত যে, অন্তত কিছুটা হলেও তিনি ভারতের সংবিধান ও সামাজিক-অর্থনৈতিক ন্যায়ের পথে অবদান রাখতে পেরেছেন।
এই বক্তব্যে যেমন কেন্দ্রের সাম্প্রতিক বিলকে ঘিরে বিচার বিভাগের উদ্বেগ প্রতিফলিত হয়েছে, তেমনই দেশের শীর্ষ আদালতের সাম্প্রতিক কিছু ঐতিহাসিক রায়ের তাৎপর্যও উঠে এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?