রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | রাস্তাঘাটে মহিলাদের পশ্চাৎদেশের ঘ্রাণ শোঁকার নেশা! নিবন্ধিত যৌন অপরাধী আবারও গ্রেপ্তার

SG | ২৪ আগস্ট ২০২৫ ১৬ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বারব্যাঙ্ক পুলিশ আবারও গ্রেপ্তার করেছে ক্যালেস কারন ক্রাউডার (৩৮), যিনি ইতিমধ্যেই যৌন অপরাধে দোষী সাব্যস্ত একজন নিবন্ধিত সেক্স অফেন্ডার। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বারব্যাঙ্কের এক দোকানের ভেতর মহিলাদের পশ্চাৎদেশে নাক গলানোর অভিযোগে তাকে হাতেনাতে ধরা হয়। শুক্রবার স্থানীয় টেলিভিশন চ্যানেল কেটিএলএ (KTLA) এ খবর নিশ্চিত করেছে।

 

তবে পুলিশ এখনো ওই দোকানের নাম বা সুনির্দিষ্ট সময় প্রকাশ করেনি এবং নতুন মামলার বুকিং শিটও জনসমক্ষে আনা হয়নি। কেবলমাত্র জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

 

এই গ্রেপ্তারি হয় মাত্র কয়েক সপ্তাহ পর, যখন একই অভিযোগে ক্রাউডারকে আটক করা হয়েছিল। জুলাই মাসে বারব্যাঙ্কের এম্পায়ার সেন্টারের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি এক মজিলা ক্রেতাকে ফলো করছেন এবং সুযোগ বুঝে তার পেছনে ঝুঁকে "অশালীনভাবে ঘ্রাণ নিচ্ছেন"। সেই ঘটনায় বারব্যাঙ্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং প্রসিকিউটর এক ধারা “loitering with intent to commit a crime” (অপরাধমূলক উদ্দেশ্যে ঘোরাফেরা) অভিযোগে মামলা দায়ের করে। তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ মার্কিন ডলার।

 

বারব্যাঙ্ক পুলিশ জানায়, ক্রাউডার একজন নিবন্ধিত যৌন অপরাধী এবং জুলাইয়ের গ্রেপ্তারের সময় তিনি সক্রিয় প্যারোলে ছিলেন। তার বিরুদ্ধে ২০২১ সাল থেকে বারবার একই ধরনের অভিযোগ উঠেছে, বিশেষ করে গ্লেনডেল ও বারব্যাঙ্ক এলাকায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

 

নতুন ঘটনায় তার প্যারোল স্ট্যাটাস কী—সেটি জানতে ক্যালিফোর্নিয়া সংশোধন বিভাগে যোগাযোগ করেছে কেটিএলএ।

 

বারব্যাঙ্ক পুলিশ জানিয়েছে, যদি কেউ এমন ঘটনার শিকার হয়ে থাকেন বা ক্রাউডারের বিরুদ্ধে অভিযোগ আনতে চান, তাহলে তাদের অনুরোধ করা হচ্ছে বারব্যাঙ্ক পুলিশ ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনস ডিভিশনে ৮১৮-২৩৮-৩২১০ নম্বরে যোগাযোগ করতে।

 

এদিকে, স্থানীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে ক্রাউডার একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও তিনি বারবার জামিনে ছাড়া পাচ্ছেন। প্রশ্ন উঠছে—আইন ও প্যারোল ব্যবস্থা কি যথেষ্ট কার্যকর হচ্ছে?

 

বারব্যাঙ্ক পুলিশ জানিয়েছে, ক্যালেস কারন ক্রাউডারের বিরুদ্ধে তদন্ত দ্রুত এগিয়ে চলছে। পুলিশের মুখপাত্র বলেন, “এ ধরনের আচরণ শুধুই আইন ভঙ্গ নয়, জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আমরা চাই, যেসব ভুক্তভোগী এখনো সামনে আসেননি, তারা নির্দ্বিধায় অভিযোগ জানান।” পুলিশ আরও জানিয়েছে, ক্রাউডার যেহেতু আগে থেকেই নিবন্ধিত যৌন অপরাধী, তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।

 

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক মহিলা ক্রেতা বলেন, “আমরা দোকানে কেনাকাটা করতে এসেও নিরাপদ নই, অথচ এই মানুষটি বারবার জামিনে ছাড়া পাচ্ছেন। এটা ভীষণ উদ্বেগজনক।” অনেকেই মনে করছেন, বিচারব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়েই ক্রাউডার বারবার একই অপরাধ করছে।

 

মনোবিদরা এ ঘটনাকে এক ধরনের পুনরাবৃত্ত যৌন বিকারগ্রস্ততা বলে আখ্যা দিয়েছেন। মনোবিদ ড. লিন্ডা ম্যাথিউজের মতে, “এটি একটি কমপালসিভ ডিসঅর্ডার, যেখানে ব্যক্তি তার প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু শাস্তি নয়, বাধ্যতামূলক চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন ছাড়া এই প্রবণতা ঠেকানো সম্ভব নয়।” বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চিকিৎসার অভাবে ক্রাউডারের মতো অপরাধীরা সমাজে আরও ঝুঁকি তৈরি করতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া