রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | অমর্ত্য সেনের আশঙ্কা: বিহারের ভোটার তালিকা সংশোধনে বঞ্চিত হতে পারেন গরিব ও প্রান্তিক মানুষ

সৌরভ গোস্বামী | ২৩ আগস্ট ২০২৫ ১৮ : ১০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর আশঙ্কা—যদি এই প্রক্রিয়া যথাযথ সতর্কতার সঙ্গে পরিচালিত না হয়, তবে বিপুল সংখ্যক গরিব ও প্রান্তিক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। ২২ আগস্ট, শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেন বলেন, “হ্যাঁ, সময়ে সময়ে নানা প্রশাসনিক কাজকর্ম করা প্রয়োজন। তবে সেই প্রক্রিয়ায় গরিবদের অধিকার পিষে দিয়ে একটি ‘ভালো ব্যবস্থা’ তৈরি করা যায় না। বহু মানুষের হাতে প্রয়োজনীয় কাগজপত্র নেই। তারা ভোট দিতে পারেন না। যদি অল্প কিছু ভুল ঠিক করতে গিয়ে অনেক নতুন ভুল তৈরি হয়, তবে সেটি গুরুতর অন্যায়। এক ভুল শুধরে নিতে গিয়ে সাতটি নতুন ভুল করা কোনোভাবেই ন্যায্য হতে পারে না।”

ভারতের নির্বাচন কমিশন (ECI) কর্তৃক শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের লক্ষ্য ছিল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও ভুলমুক্ত করা। কিন্তু প্রথম দফার খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, বিহারে প্রায় ৬৫ লক্ষ ফর্ম অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে ভোটার সংখ্যা ৭.৯ কোটির পরিবর্তে নেমে আসে ৭.২৪ কোটিতে। রাজনৈতিক দল ও অধিকারকর্মীরা অভিযোগ তুলেছেন, এই বিপুল নাম বাদ যাওয়া আসলে প্রশাসনিক কঠোর নিয়ম ও সুরক্ষাহীন প্রক্রিয়ার ফল, যা ভোটার বঞ্চনার সমান। এ নিয়ে ইতিমধ্যেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আদালত নির্বাচন কমিশন ও বিহার সরকারকে ভোটার ফর্ম বাতিলের মানদণ্ড ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছে। বিচারপতিরা স্পষ্ট করেছেন যে ভোটাধিকার সংবিধান প্রদত্ত একটি মৌলিক অধিকার, তাই কোনোভাবেই তা অবহেলিত বা খর্ব করা চলবে না।

আরও পড়ুন: ভারতীয় নির্বাচন কমিশনকে ঘিরে বাড়ছে বিতর্ক: ২০২৪ লোকসভা ভোট-পরবর্তী ঘটনাবলির প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নের মুখে

সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সাংবাদিক বৈঠকে জানান, কমিশন সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতার নীতি মেনে কাজ করছে। কোথাও যদি ভুলবশত ভোটার বাদ পড়ে থাকেন, তবে সংশোধনের ব্যবস্থা করা হবে। তবে পদ্ধতি ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কমিশন তার কৌশলকে সমর্থন করেছে। এই প্রসঙ্গ ছাড়াও অমর্ত্য সেন কলকাতার এক আলোচনাসভায় ভারতের যুবসমাজ ও সামাজিক সুযোগ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সক্রিয় “যুক্ত সাধনা” বা হিন্দু-মুসলমানের যৌথ অনুশীলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, “হিন্দু-মুসলমানের সম্পর্ক কেবল সহনশীলতার নয়, বরং সহযোগিতার। সংগীত, সাহিত্য, স্থাপত্য—বহু ক্ষেত্রে আমরা এই ঐতিহ্য দেখতে পাই।”

আলোচনাসভার দিনই প্রকাশিত হয় তাঁর দাদু ক্ষিতিমোহন সেনের লেখা বিখ্যাত গ্রন্থ ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা-এর নতুন সংস্করণ। প্রাতিচী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত এই বইতে অমর্ত্য সেন একটি নতুন ভূমিকা লিখেছেন, যেখানে আজকের ক্রমবর্ধমান সামাজিক-রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষিতে এই ঐতিহ্যের গুরুত্ব ব্যাখ্যা করেছেন।

এর আগে তিনি মন্তব্য করেছিলেন, বাংলাভাষী মানুষদের 'বাংলাদেশি' আখ্যা দিয়ে হেনস্থার প্রবণতা বাড়ছে। কৌতুকের ভঙ্গিতে তিনি বলেন, “আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, কারণ আমার পৈতৃক ভিটে ঢাকায়।” তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল—এটি একটি রাজনৈতিক বয়ানের অংশ, যা মুসলমানদের সমাজের জন্য হুমকি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে। ৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ আবারও মনে করিয়ে দিলেন, ন্যায়সংগত গণতান্ত্রিক প্রক্রিয়া কেবল শক্তিশালীদের নয়, বরং সবচেয়ে দুর্বলদেরও সুরক্ষা দিতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া