সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | অপারেশন সিঁদুরই সাড়? জঙ্গি সংগঠন বিস্তারে মরিয়া উদ্যোগ মাসুদ আজহার বাহিনীর, মদত ইসলামাবাদের

রজিত দাস | ২৩ আগস্ট ২০২৫ ১৫ : ২৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মে মাসে 'অপরেশন সিঁদুর' অভিযানে তছনছ হয়েছিল জৈশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ। প্রাণ গিয়েছিল সংগঠনের বহু শীর্ষ নেতার। কিন্তু এতে দমছে না সন্ত্রাসবাদের মাস্টারমাইন্ড মাসুদ আজহার বাহিনী। ডিজিটাল অর্থায়ন এবং পাকিস্তান রাষ্ট্রীয় সুরক্ষার মাধ্যমে একটি সাহসী প্রত্যাবর্তনের পরিকল্পনা করছে জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী।

অপারেশন সিঁদুরের প্রভাব
৭ মে, ভারতীয় বিমান বাহিনী পাক অধিকৃত কাশ্মনীরে ঢুকে হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয় বাহাওয়ালপুরে জৈশ-ই-মহম্মদের মারকাজ সুবহানাল্লাহ সদর দপ্তর এবং আরও চারটি সন্ত্রাসবাদী শিবির। এই অভিযানে আজহারের আত্মীয়স্বজন এবং সিনিয়র কমান্ডার-সহ কমপক্ষে ১৪ জন জঙ্গি নিহত হয়েছিল।

অপারেশনে ওই জঙ্গি সংগঠনের সারগালের প্রশিক্ষণ কেন্দ্রগুলি ধ্বংস হয়ে যায়। নয়াদিল্লির আশা ছিল এই অভিযান জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে একটি চূড়ান্ত আঘাত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আঘাত পেয়েও শক্তি বাড়াতে মরিয়া এই জঙ্গি সংগঠন। 

ডিজিটাল জিহাদ বিপ্লব
জেইএম অত্যাধুনিক ডিজিটাল অর্থায়নের পক্ষে ঐতিহ্যবাহী নগদ কুরিয়ার সিস্টেম পরিত্যাগ করেছে। পাক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) চাপের ফলে পাকিস্তান ২০১৯ সালে জেইএম-এর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি করে, যার ফলে আএসআই সম্পূর্ণরূপে কৌশল পরিবর্তন করেছে। অনুদান এখন সরাসরি আজহারের পরিবারের মাধ্যমে পরিচালিত মোবাইল ওয়ালেটে আসে, যার মধ্যে তার ছেলে আবদুল্লা  এবং ভাই তালহা আল সাইফ এবং সৈয়দ সফদার শাহের মতো কমান্ডাররাও রয়েছেন।

গোয়েন্দা সূত্রে খবর, কমপক্ষে ২৫০টি ওয়ালেট বর্তমানে জেইএম-এর তহবিল সংগ্রহ অভিযানের সঙ্গে যুক্ত। ওয়ালেটগুলিতে ছোট ছোট অঙ্কের টাকা পাঠানো হয়, ঘন ঘন স্থানান্তরিত হয় যাতে এফএটিএফ পুরো বিষয়টি সনাক্ত করতে না পারে।

মরিয়া পুনর্গঠন পরিকল্পনা
জঙ্গি গোষ্ঠীটি পাকিস্তান জুড়ে ৩১৩টি নতুন শিবির স্থাপনের জন্য ৩.৯১ বিলিয়ন পাকিস্তানি টাকা তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রচারের মাধ্যমে "মারকাজ" হিসাবে বাজারজাত করা প্রতিটি সুবিধার দাম ১২.৫ মিলিয়ন পাকিস্তানি রুপি। আজহারের ব্যক্তিগত চিঠিতে সমর্থকদের এই বিশাল সম্প্রসারণের জন্য ২১,০০০ পাকিস্তানি রুপি অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলি সন্দেহ করছে যে, অনেক শিবিরের খরচ উল্লেখযোগ্যভাবে কম হবে, প্রায় ৪-৫ মিলিয়ন পাকিস্তানি রুপি, যার ফলে অস্ত্র সংগ্রহের জন্য যথেষ্ট পরিমাণে অতিরিক্ত তহবিল থাকবে। জঙ্গি সংগঠন এই সুবিধাগুলিকে সম্মিলিত সেফহাউস, প্রশিক্ষণ ক্ষেত্র এবং অস্ত্র মজুদদার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করছে, যা জেইএম-এর কার্যক্রমের সম্পূর্ণ বিকেন্দ্রীকরণের ইঙ্গিত।

অস্ত্র এবং প্রযুক্তি আপগ্রেড
জেইএম-এর তহবিলের প্রায় অর্ধেক আইএসআই-এর অনুমোদনে কালোবাজারে অস্ত্র ক্রয়ের জন্য বরাদ্দ করা হয়। ঐতিহ্যবাহী আগ্নেয়াস্ত্র, রকেট লঞ্চার এবং মর্টারের বাইরে, গোয়েন্দা সূত্রগুলি আশঙ্কা করছে যে গ্রুপটি হামাস এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতো মিত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে ড্রোন এবং কোয়াডকপ্টার ব্যবহারের পরিকল্পনা করেছে।

আমেরিকান জটিলতার প্রশ্ন
বহু বছর ধরে জেইএম-এর বাহাওয়ালপুর সদর দপ্তরে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও, ওয়াশিংটন জবাবদিহির চেয়ে কূটনৈতিক ভারসাম্য বেছে নিয়েছে। অপারেশন সিঁদুরের পরে, মার্কিন যুক্তরাষ্ট্র আজহারকে আশ্রয় দেওয়ার জন্য ইসলামাবাদের নিন্দা না করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে সমানভাবে জড়িত ছিল।

এই পরিস্থিতি ওসামা বিন লাদেনের দৃশ্যপটের প্রতিধ্বনি করে, যেখানে পাকিস্তান অজ্ঞতা দাবি করেছিল যখন বিশ্বের মোস্ট ওয়ানটেন্ড জঙ্গি তাদের সামরিক একাডেমির কাছে বাস করত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি স্কাই নিউজে স্বীকার করেছেন যে পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন করে আসছে। 

এফএটিএফ-এর ব্যর্থ তদারকি
নগদ অনুদান নিষিদ্ধ করার পর ২০২২ সালে এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে পাকিস্তানের নাম সরিয়ে নেওয়া ক্রমশ অর্থহীন বলে মনে হচ্ছে। খাইবার পাখতুনখোয়া থেকে আসা ভিডিওগুলি-তে দেখা যাচ্ছে যে, জঙ্গিরা শুক্রবারের নামাজের পর প্রকাশ্যে তহবিল সংগ্রহ করছে। অন্যদিকে তদন্তকারীরা আজহারের পারিবারিক নেটওয়ার্কে সরাসরি ডিজিটাল ওয়ালেট খুঁজে বের করছে।

আন্তর্জাতিক চাপ তীব্র না হলে এবং ডিজিটাল অর্থায়নের ফাঁক বন্ধ না হলে এই অঞ্চল জুড়ে গোষ্ঠীর টিকে থাকা এবং সম্প্রসারণ নিশ্চিত করবে। জেইএম ভয়হ্কর কাণ্ড ঘটাতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া