রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | গাজায় ইজরায়েলের হামলায় এক দিনে নিহত অন্তত ৮১, অনাহারে মৃত্যু বাড়ছে শিশুদের

সৌরভ গোস্বামী | ২১ আগস্ট ২০২৫ ১৮ : ৫২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক:  গাজায় ইজরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। বুধবার, ২০ আগস্টে অন্তত ৮১ জন প্যালেস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অনাহারে মৃত্যু হয়েছে আরও তিনজনের। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় খাদ্য অবরোধের কারণে অনাহারে মোট ২৬৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১১২ জন শিশু। ইজরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজা সিটির দখল নিতে নতুন সামরিক অভিযানের প্রাথমিক ধাপ শুরু করেছে। ওই শহরে বর্তমানে প্রায় দশ লাখ মানুষ আটকে আছেন চরম অনিশ্চয়তার মধ্যে। খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম বন্ধ থাকায় প্রতিদিন আরও গভীর হচ্ছে সংকট।

বুধবারের হামলায় দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেওয়া তিনজন নিহত হন। এ ছাড়া গাজা হেল্প ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কেন্দ্রে সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মহাম্মদ শালানকে গুলি করে হত্যা করা হয়। একই দিনে খাদ্য সংগ্রহে আসা অন্তত ৩০ জন প্রাণ হারান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করে জানিয়েছে, এটি কেবল ক্ষুধা নয়, সরাসরি অনাহার। সংস্থার মতে, অপুষ্টি শিশুদের বিকাশে স্থায়ী ক্ষতি করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে এবং সাধারণ অসুস্থতাকেও প্রাণঘাতী করে তুলছে। জাতিসংঘের অপর সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) জানিয়েছে, গাজা সিটির প্রতি তিনজন শিশুর মধ্যে অন্তত একজন মারাত্মকভাবে অপুষ্ট।

আরও পড়ুন:  চাঁদের বুকে যৌনতার ইচ্ছা! নাসার ইন্টার্নের কীর্তিতে কেঁপে উঠল আমেরিকা 

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইজরায়েলের অবরোধ গাজার সাধারণ মানুষকে ‘ক্ষুধা আর বোমার মধ্যে’ বেছে নিতে বাধ্য করছে। আন্তর্জাতিক মহলের তীব্র উদ্বেগ সত্ত্বেও, ইজরায়েল তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এবং হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে এই পদক্ষেপকে ন্যায্যতা দিচ্ছে। কিন্তু বাস্তবে গাজার সাধারণ মানুষের জীবনই হচ্ছে সবচেয়ে বড় মূল্য। তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো, খাদ্য সারিতে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা, কিংবা অনাহারে মৃত্যুমুখে পতিত শিশুরা—সবাই এখন এই যুদ্ধ ও অবরোধের সবচেয়ে নির্মম শিকার।

ইজরায়েল–প্যালেস্তাইন সংঘাত একবিংশ শতাব্দীর সবচেয়ে জটিল ও দীর্ঘস্থায়ী সংকটগুলির মধ্যে অন্যতম। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই প্যালেস্তিনিদের জমি দখল, বাস্তুচ্যুতি এবং অধিকারহীনতার শিকার হতে হয়েছে। কয়েক দশকের যুদ্ধ, দখলদারি, গাজা অবরোধ ও পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এই সমস্যাকে আরও তীব্র করেছে। বর্তমানে গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার নিয়েছে—খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিশুদ্ধ পানির অভাবে লাখ লাখ সাধারণ মানুষ প্রতিদিন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন বলছে, গাজায় প্রতি তিনজন শিশুর একজন গুরুতরভাবে অপুষ্ট।

অন্যদিকে ইজরায়েল দাবি করে, তারা সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেদের নিরাপত্তা রক্ষায় সামরিক অভিযান চালাতে বাধ্য। কিন্তু বাস্তবে এর সবচেয়ে বড় খেসারত দিচ্ছে নিরপরাধ সাধারণ মানুষ। আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র বিভাজন দেখা দিয়েছে। কেউ ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছে, আবার কেউ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হয়ে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

এই সংকটের স্থায়ী সমাধান কেবল সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়। একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক সমাধান, যেখানে প্যালেস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের অধিকার স্বীকৃত হবে এবং ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে, সেটিই শান্তির একমাত্র পথ। অন্যথায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্তপাত ও ক্ষোভ চলতেই থাকবে। শেষে বলা যায়, এই সংঘাতের প্রকৃত সমাধান কেবল মানবিক দৃষ্টিভঙ্গি ও সমঝোতার মধ্য দিয়েই সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া