সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৮ আগস্ট ২০২৫ ১৪ : ৪৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: রবিবার (১৭ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে হুথি-নিয়ন্ত্রিত এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রে ইজরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হুথিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই অভিযানে জ্বালানি পরিকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।
বিদ্যুৎকেন্দ্রে হামলা
ইজরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সানার দক্ষিণে হাজিজ বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এটি ইয়েমেনে হুথি-নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ শক্তি পরিকাঠামোগুলোর একটি। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন হামলাকে “আগ্রাসন” আখ্যা দিয়ে জানিয়েছে, এতে বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি জেনারেটর অচল হয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এলাকাজুড়ে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন সানার বাসিন্দারা। হতাহতের খবর পাওয়া যায়নি।
পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে হুথিরা ইজরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি বিমানবাহিনী সফলভাবে আটকায়। ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আভিভ, জেরুজালেমের পশ্চিম উপশহর ও মধ্য ইজরায়েলে সাইরেন বেজে ওঠে, ফলে লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে বাধ্য হন। হুথিরা দাবি করেছে, তারা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিল। তবে হামলায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চ্যাটজিপিটির ভুল তথ্য ভরসা করে বিমানে চড়তে গেছিল দম্পতি, তারপর যা হল!
ইজরায়েলি প্রতিক্রিয়া
হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা ইজরায়েলের দিকে হাত তোলে, তাদের হাত কেটে ফেলা হবে। আজকের হামলা কেবল শুরু, সামনে আরও শক্তিশালী ও বেদনাদায়ক আঘাত আসছে।” তিনি আরও জানান, ইজরায়েল ইয়েমেনের ওপর “বিমান ও নৌ অবরোধ” জোরদার করেছে।
হামলার প্রেক্ষাপট
এটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের ১৪তম সামরিক অভিযান। এর মধ্যে বেশিরভাগ হামলাই পরিচালিত হয়েছে ইজরায়েলি বিমানবাহিনীর ফাইটার জেট দিয়ে। তবে এবারের হামলা নৌবাহিনী পরিচালিত দ্বিতীয় বড় ধরনের অভিযান। জুলাই মাসে ড্রোন হামলার মাধ্যমে শেষবার হুথিদের লক্ষ্যবস্তু করেছিল আইডিএফ।
অক্টোবর ৭ তারিখে হামাসের ইজরায়েল আক্রমণের পর থেকেই হুথিরা ইজরায়েলের দিকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। তারা নিজেদের এই হামলাকে “গাজার প্রতি সংহতি” হিসেবে উল্লেখ করে। জানুয়ারি ২০২৫-এ ইজরায়েল–হামাস যুদ্ধবিরতির সময় হুথিরা সাময়িকভাবে হামলা বন্ধ করলেও মার্চ মাসে গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। শুধু মার্চ থেকে এ পর্যন্ত হুথিরা ইজরায়েলের দিকে ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে ২২টি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও বেশিরভাগই আকাশেই প্রতিহত করা হয়েছে।
আন্তর্জাতিক মাত্রা
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও অতীতে হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে একটি চুক্তি ঘোষণা করেছিল, যাতে বলা হয়েছিল— মার্কিন বোমা হামলা বন্ধের বিনিময়ে হুথিরা লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে আক্রমণ বন্ধ করবে। তবে হুথিরা স্পষ্ট জানিয়ে দেয়, এই চুক্তি ইজরায়েলের বিরুদ্ধে তাদের হামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইজরায়েল–হুথি সংঘাত এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রকে আরও জটিল করে তুলছে। ইয়েমেন থেকে ইজরায়েল পর্যন্ত ১,৮০০ কিলোমিটার দূরত্ব সত্ত্বেও হুথিদের হামলা এবং তার জবাবে ইজরায়েলের পাল্টা অভিযান প্রমাণ করছে যে, গাজার যুদ্ধ এখন আঞ্চলিক রূপ নিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?