রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৮ আগস্ট ২০২৫ ১৩ : ১৬Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ট্রেনযাত্রায় ভিড় এবং বিশৃঙ্খলা নতুন কিছু নয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যাত্রীরা একসঙ্গে হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন। চরম বিশৃঙ্খলা। নিরাপত্তা বিধি একেবারে উপেক্ষা করে ট্রেনে ওঠার জন্য মরিয়া। বিশেষ করে শিশুদেরও এই ভিড়ের মধ্যে দেখা গিয়েছে। তারা দরজার সামনে ভিড় জমিয়ে অন্য যাত্রীদের প্রবেশে বাধা সৃষ্টি করছে।
ভিডিওটি রেডিট-এ 'জাস্ট লুক অ্যাট দেম' (Just look at them/ তাদের দেখুন) শিরোনামে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের প্রতিটি দরজার সামনে উপচে পড়া ভিড়। কেউ ট্র্যাকের পাশে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য, আবার কেউ একদম দরজার মুখে দাঁড়িয়ে উঠে পড়ার চেষ্টা করছে। ভিডিওতে ওই সময় ব্যাকগ্রাউন্ডে একজনকে পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেমে ট্রেনের তথ্য দিতে শোনা যায়। দেখা যায় তিনি যাত্রীদের নিরাপত্তা বিধি মানার অনুরোধও করছেন। কিন্তু তাঁর এই বার্তা যাত্রীদের আচরণে কোনও পরিবর্তন আনেনি। বরং ক্রমে তা বেড়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি যাত্রা করছিল রাজস্থানের যোধপুর থেকে হরিয়ানার রেওয়ারির উদ্দেশে। সাধারণ শ্রেণির (জেনারেল ক্লাস) বগি হওয়ায়, আসন পাওয়ার জন্য যাত্রীরা একপ্রকার লড়াইয়ে নেমে পড়ে। যে আগে উঠতে পারবে, সে-ই বসার সুযোগ পাবে-এই চিন্তা থেকেই এমন ভিড় ও হুড়োহুড়ি দেখা যায়।
ভিডিওটি দেখে নেটিজেনরা রীতিমত চমকে গিয়েছেন। কেউ বলেছেন, 'এই ভিডিওটা আমাদের নাগরিক সচেতনতার অভাব স্পষ্ট করে তোলে।' আবার অনেকে সহানুভূতির সঙ্গে মন্তব্য করেছেন যে, 'চলুন এক মিনিট ভাবি তাঁদের দৃষ্টিকোণ থেকে-তাঁরা কেন এমন করছে? সম্ভবত সাধারণ শ্রেণির বগিতে বসার আসন পেতে হলে আগে উঠতেই হবে, নাহলে দীর্ঘ পথ দাঁড়িয়ে যেতে হবে।'
ঘটনার জেরে আরেকজন লিখেছেন, 'আমাদের দেশে ‘First Come, First Serve’ বলতে বোঝায় ‘যে আগে ঠেলতে পারবে, সে-ই আগে পাবে।’ সেটা রেলওয়ের আসন হোক, সিনেমার টিকিট হোক কিংবা মন্দিরে দর্শন—সবখানেই এক চিত্র।' কেউ কেউ বলেছেন, ভিডিওটি মুম্বই লোকাল ট্রেনের ভিড়ের কথা মনে করিয়ে দিয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি আবারও প্রমাণ করে দিয়েছে, ভারতে প্রতিদিন রেলপথে চলাচল কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যখন ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধি মানার ব্যাপারে কঠোরতা থাকে না।
প্রসঙ্গত, চলতি বছরেই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবতী বাসের মধ্যে হাঁসফাঁস করছেন৷ তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে৷ এহেন ভয়াবহ ঘটনা আমাদের দেশ ভারতেই ঘটেছে৷ একটি প্রবল ভিড়ে ঠাসা ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরায় নিঃশ্বাস নিতে লড়াই করছেন যুবতী। এই ঘটনা ঘটাকালীন বাইরে থেকে একটি ভিডিও করা হয়৷ ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর দেশজুড়ে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি উৎসবের সময় যাত্রী নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কঠোর সংস্কারের দাবি উঠেছে।
ভিডিওটি ‘ওয়োক এমিনেন্ট’ নামক এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় (পূর্ববর্তী টুইটার) শেয়ার করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবতী একটি ভিড়ে ঠাসা ট্রেনের দ্বিতীয় শ্রেণির কামরার জানালার কাছে বসে আছেন। তাঁর মুখে জল ছিটিয়ে দিচ্ছেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। যুবতী শ্বাস নিতে হিমশিম খাচ্ছেন। ভিডিওটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কামরার ভেতর প্রচণ্ড ভিড়। এমন পরিস্থিতিতে তীব্র গরমে তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, তিনি 'প্রায় শ্বাসরুদ্ধ' হয়ে পড়েছিলেন। তখন তাঁকে ঠেলে কামরার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তাঁকে সাহায্য না করে হাসাহাসি, ব্যঙ্গবিদ্রূপ ও মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল। কেবল ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন যাত্রী তাঁর প্রতি সহানুভূতি দেখায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?