রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্টে আলোড়ন: জীবিত মিন্টু পাসওয়ানকে মৃত ঘোষণা করল নির্বাচন কমিশন

সৌরভ গোস্বামী | ১৭ আগস্ট ২০২৫ ২১ : ৩০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বিহারের আরা বিধানসভা কেন্দ্রের ৪১ বছর বয়সী মিন্টু পাসওয়ানকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। অথচ তিনি জীবিত, এবং তা প্রমাণ করতে ১২ আগস্ট স্বচক্ষে হাজির হন সুপ্রিম কোর্টে। ঘটনায় আদালত থেকে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন উঠেছে।

 

জীবিত মানুষকে মৃত ঘোষণা

 

মিন্টু পাসওয়ান, যিনি পেশায় একজন গাড়িচালক, বহু বছর ধরেই ভোট দিয়ে আসছেন। তিনি জানান, ২০১৪, ২০১৯, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। এবারও ফর্ম পূরণ করেছিলেন, তবুও নাম বাদ গেছে। আশ্চর্যজনকভাবে তাঁকে মৃত বলা হয়েছে।

 

পাসওয়ান বলেন, “আমার নাম বাদ দেওয়ার সময় কোনো কাগজপত্র চাইনি কমিশন। এখন ফের নাম যুক্ত করতে ব্যাংক নথি, স্কুল সার্টিফিকেট, আধার কার্ড সব চাইছে। এত ঝামেলা আগে কখনও হয়নি।” তিনি জানান, কেবল তিনি নন, তাঁর ভাই যিনি কেরালায় শ্রমিক হিসেবে কাজ করেন তাকেও মৃত বলা হয়েছে।

 

অভিযোগ দায়ের করার পরই প্রথমবার বুথ লেভেল অফিসার (বিএলও) তাঁর বাড়িতে আসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন মানুষ বেঁচে আছেন কি না, সেটা প্রতিবেশীদের জিজ্ঞেস করলেই বোঝা যায়। অথচ যাচাই না করেই নাম কেটে দেওয়া হয়েছে।”

 

৬৫ লক্ষ ভোটারের নাম বাদ

 

১ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ ভোটার। এর মধ্যে ২২ লক্ষকে মৃত বলা হয়েছে, ৩৬ লক্ষকে ‘স্থায়ীভাবে সরে গেছেন’ বলে দেখানো হয়েছে, এবং সাত লক্ষকে ডুপ্লিকেট বলা হয়েছে। বিরোধীরা বলছে, এই সংখ্যাগুলি বাস্তবের তুলনায় অনেক কম দেখানো হয়েছে, বাদ পড়ার সংখ্যা আরও বেশি।

 

সুপ্রিম কোর্টে বিতর্ক

 

আদালতে মিন্টু পাসওয়ানকে হাজির করেন রাজনীতিবিদ ও বিশ্লেষক যোগেন্দ্র যাদব। তিনি বলেন, এটি আলাদা কোনো ভুল নয়, বরং একটি বৃহৎ ‘মাস এক্সক্লুশন’ শুরু হয়েছে। তাঁর ভাষায়, “এটি ব্যর্থ বাস্তবায়ন নয়, এটি নকশার অংশ। যেখানে যেখানে এই SIR হবে, সেখানেই একই ফল হবে।”

 

নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদি আদালতে যুক্তি দেন, আদালতে জীবিত মানুষ হাজির করানো আসলে “ড্রামা”। তিনি বলেন, যোগেন্দ্র যাদব চাইলে কমিশনকে তালিকা সংশোধনে সহযোগিতা করতে পারতেন।

 

তবে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এটি “অসাবধানতাজনিত ত্রুটি” হতে পারে, যা সংশোধন করা সম্ভব। কিন্তু ঘটনাটি যে ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ দেওয়ার প্রবণতা স্পষ্ট করেছে, তা স্বীকার করেছেন বিচারপতিরা।

 

সিপিআই(এমএল)-এর অভিযোগ

 

সিপিআই(এমএল)–এর আগিয়াওন বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিব প্রকাশ রঞ্জনও মিন্টু পাসওয়ানকে দিল্লি নিয়ে আসেন। তিনি বলেন, “আমরা পুরনো ও নতুন ভোটার তালিকা মিলিয়ে আরা বিধানসভা এলাকায় খোঁজ নিয়েছি। অন্তত চারজনকে মৃত বলা হয়েছে যারা জীবিত।”

 

তিনি আরও জানান, “গরিব ও অভিবাসী শ্রমিকদের নাম ইচ্ছে করেই বাদ দেওয়া হচ্ছে। মানুষকে অযথা কাগজপত্র খুঁজতে পাঠানো হচ্ছে। যারা বহুবার ভোট দিয়েছেন, তাদের এখন নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে বলা হচ্ছে। এটি ভোটাধিকার হরণ।”

 

ভোটারদের ওপর নাগরিকত্ব প্রমাণের চাপ

 

আদালতে আবেদনকারীরা বলেন, নাগরিকত্ব প্রমাণ করার ভার ভোটারদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। তাঁদের বক্তব্য, “আমরা ২০২৪ সালে ৪০ জন সাংসদ পাঠিয়েছি লোকসভায়। তাঁরা অবৈধ নন। অথচ ভোটারদের এখন অবৈধ বলে দেখানো হচ্ছে। এটা সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন।”

 

বিতর্কে কমিশন

 

নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকা ‘শুদ্ধ’ করতে এই বিশেষ পুনর্বিবেচনা প্রয়োজন। কিন্তু বিরোধীরা বলছে, আসলে এটি পরিকল্পিতভাবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দেওয়ার প্রক্রিয়া।

 

বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে। আদালত কমিশনকে সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও দায়িত্বশীল হতে বলবে কিনা, তা নিয়ে এখন সবার দৃষ্টি কেন্দ্রীভূত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া