রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৭ আগস্ট ২০২৫ ১০ : ০১Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা ক্রিকেটকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকেলে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী ভাষণে বলেন, 'খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও মনের বিকাশ ঘটে। একাগ্রতার সঙ্গে নিয়মিত অনুশীলন করলে প্রতিভা বিকশিত হয়। রাজ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। তাঁদের সঠিক সুযোগ করে দিলে আগামী দিনে ত্রিপুরার ক্রিকেট জাতীয় স্তরে জায়গা করে নিতে পারবে। ইতিমধ্যেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'
মুখ্যমন্ত্রী বলেন, 'ক্রিকেটকে ঘিরে আগে নানা ধরনের রাজনীতি হত, এখন সেটা বন্ধ হয়েছে।' অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও ক্রীড়াক্ষেত্রে দেশের মধ্যে সুনাম রয়েছে। আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ফলে রাজ্যে ক্রিকেট খেলার প্রসার ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সম্পাদক দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই সদস্য খাইরুন জামাল মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রোমাল সিং সহ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।
এইদিন বিভিন্ন টুর্নামেন্টে সফল ত্রিপুরার ক্রিকেটার ও দলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ শ্রাবনী দেবনাথকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্মরণীকারের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানকে গিয়ে রবীন্দ্র ভবনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে আরও একটি বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরার নরসিংগড়স্থিত টিআইটি মাঠে নির্মীয়মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয়মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ যাতে শেষ করা যায় এ বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বইয়ের মধ্যে আয়োজিত রঞ্জি ট্রফির ম্যাচে উপস্থিত থেকে সংবাদমাধ্যমকে এখবর জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা বলেন, 'আজ এখানে রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে। এখানে চারটি ম্যাচের আয়োজন করা হয়েছে। চারদিনের প্রথম ম্যাচে আজ ত্রিপুরার সঙ্গে মুম্বইয়ের খেলা। এই ম্যাচ দেখতে এসে খুবই ভাল লাগল।' আগরতলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সম্পর্কিত বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের নির্মাণ সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা ছিল। সমস্যা সমাধান করার জন্য তিন সদস্যের আর্বিট্রেটর কমিটি গঠন করা হয়েছে। আর্বিট্রেটর ঠিক হয়ে যাওয়ায় কাজটাও দ্রুত শুরু করা দরকার। এজন্য আমার পক্ষ থেকে যা যা সহায়তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। আগামী ছয়মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামীদিনে এখানে অনেক বড়ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে রাজ্যের মানুষও ভাল ভাল খেলা উপভোগ করতে পারবেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?