সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৪ আগস্ট ২০২৫ ১৯ : ৩৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দেশের স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত ২৩টি এআইআইএমএস-সদৃশ প্রতিষ্ঠান গত কয়েক বছরে মারাত্মক জনবল সংকটে ভুগছে। গত ১৩ আগস্ট সংসদে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে জানা গেছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ২০টি এআইআইএমএস-সদৃশ প্রতিষ্ঠানের ৪২৯ জন চিকিৎসক পদত্যাগ করেছেন। বাকি তিনটি প্রতিষ্ঠান এখনো চালু হয়নি।
এই সময়ের মধ্যে শুধুমাত্র এআইআইএমএস-দিল্লি থেকেই পদত্যাগ করেছেন ৫২ জন চিকিৎসক। এআইআইএমএস-ঋষিকেশে ৩৮ জন, এআইআইএমএস-রায়পুরে ৩৫ জন এবং এআইআইএমএস-বিলাসপুরে (হিমাচল প্রদেশ) ৩২ জন চিকিৎসক চাকরি ছেড়েছেন। উল্লেখ্য, বাজপেয়ী সরকারের সময় পরিকল্পিত ছ’টি প্রতিষ্ঠানের বাইরে বাকি সবই ২০১৪ সালের পর গড়ে ওঠে এবং বেশিরভাগ মাত্র গত দুই-তিন বছর আগে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও জাধব জানিয়েছেন, চিকিৎসকরা “ব্যক্তিগত ও পেশাগত কারণ” দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে সরকার এই উচ্চ হারে পদত্যাগ রোধে কোনো নির্দিষ্ট উদ্যোগ নিয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাননি।
শূন্যপদে বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা
স্বাস্থ্য মন্ত্রকের আরেকটি তথ্য অনুযায়ী (৫ আগস্টের জবাব), ২০২৪-২৫ সালে অনুমোদিত শিক্ষক পদগুলির এক-তৃতীয়াংশেরও বেশি এখনো খালি। এআইআইএমএস-মাদুরাইয়ে ৭৩% শিক্ষক পদ খালি, রাজকোটে ৬০% এবং বিলাসপুরে ৫৩% পদ শূন্য। শূন্যপদ পূরণে মন্ত্রক জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে অধ্যাপনার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত প্রফেসর, অতিরিক্ত প্রফেসর ও সহযোগী প্রফেসরদের চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রাখা হয়েছে, বয়সসীমা সর্বোচ্চ ৭০ বছর। এছাড়া সরকারি কলেজে কর্মরত অধ্যাপকদেরও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ দেওয়া যাবে। এই জন্য বিশেষ নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। তবুও শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও প্রশিক্ষণের মান নিয়ে প্রশ্ন উঠছে।
অশিক্ষক কর্মীর চরম ঘাটতি
শুধু শিক্ষক নয়, অশিক্ষক কর্মীরও ভয়াবহ অভাব দেখা দিয়েছে। এআইআইএমএস-মাদুরাইয়ে ৯৬% অশিক্ষক কর্মীর পদ শূন্য, রাজকোটে ৫৬% এবং গৌহাটিতে ৪৮%। দেশের প্রাচীনতম এআইআইএমএস-দিল্লিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে শূন্যপদের পাশাপাশি অস্ত্রোপচারের জন্য রোগীদের দীর্ঘ প্রতীক্ষা তালিকা তৈরি হয়েছে।
আরও পড়ুন: পাহালগাম হামলার প্রসঙ্গ টেনে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা বিতর্কে সুপ্রিম কোর্ট
দুই বছরের অপেক্ষা অস্ত্রোপচারের জন্য
২৯ জুলাই সংসদে জানানো হয়, এআইআইএমএস-দিল্লিতে কার্ডিও-থোরাসিক ভাসকুলার সার্জারি (হৃদ্যন্ত্র, ফুসফুস ও রক্তনালীর অস্ত্রোপচার) এবং নিউরো সার্জারির জন্য রোগীদের প্রায় দুই বছর অপেক্ষা করতে হচ্ছে। গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সার্জারির ক্ষেত্রে অপেক্ষার সময় ৩ থেকে ৬ মাস। স্ত্রীরোগ বিভাগে ক্যানসারে আক্রান্ত জরুরি রোগীকেও অস্ত্রোপচারের জন্য তিন মাস অপেক্ষা করতে হচ্ছে। সাধারণ সার্জারির জন্য অপেক্ষার সময় দুই মাস। সংখ্যায় দেখা যাচ্ছে, বর্তমানে ৬৯০ জন রোগী সিটিভিএস অস্ত্রোপচারের জন্য, ১৩২৪ জন নিউরো সার্জারির জন্য, ৩০৫ জন সার্জিক্যাল অনকোলজির জন্য এবং ২৮ জন শ্রবণশক্তি হ্রাসজনিত কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারির জন্য অপেক্ষায় রয়েছেন। তবে চক্ষু, ইএনটি, শিশু বিভাগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, ইউরোলজি ও দন্ত বিভাগে কোনো অপেক্ষা তালিকা নেই বলে মন্ত্রক জানিয়েছে।
পরিকাঠামোগত ঘাটতিও দায়ী
কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, মানবসম্পদের পাশাপাশি পরিকাঠামোগত ঘাটতিও এই সঙ্কটের অন্যতম কারণ। ক্রমবর্ধমান রোগীর চাপ এবং সীমিত অপারেশন থিয়েটারের সংখ্যা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অবস্থা চলতে থাকলে দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মান ও আস্থায় বড় ধাক্কা লাগতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?