রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৪ আগস্ট ২০২৫ ১৮ : ৩৫Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ঝাঁসির রেলওয়ে কলোনির একটি ভিডিও সম্প্রতি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি কালো দেশি কুকুরকে (যা সাধারণভাবে ইন্ডি বা ইন্ডিয়ান প্যারিয়া ডগ নামে পরিচিত) দড়ি দিয়ে বেঁধে স্কুটারের পেছনে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। কুকুরটি যন্ত্রণায় চিৎকার করে ছটফট করছে এবং শ্বাস নিতে লড়াই করছে। এই ঘটনা ঘটনাস্থলে উপস্থিত কিছু স্থানীয় লোকজন তাঁদের মোবাইলে ধারণ করেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া।
ভিডিওতে দেখা যাচ্ছে , ঘটনাস্থলে উপস্থিত কিছু পথচারি এবং পশু-অধিকার কর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে নানাভাবে থামানোর চেষ্টা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রশ্নের উত্তরে পালটা আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানান এবং বলেন, 'এই কুকুরটি এলাকায় শিশুদের কামড়াচ্ছে, তাই আমরা এটিকে নিয়ে যাচ্ছি।' তাঁর দাবি অনুযায়ী, তিনি জননিরাপত্তার স্বার্থেই এমন কাজ করেছেন।
এই ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটি অমানবিক, বর্বর ও নিষ্ঠুর আচরণ বলে মনে করেছেন। পশু অধিকার নিয়ে কাজ করা অনেক সংস্থা ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।
এমন এক সময়ে এই ভিডিওটি সামনে এসেছে, যখন দেশের সর্বোচ্চ আদালত-সুপ্রিম কোর্ট-সম্প্রতি দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) কুকুর কামড়ানোর ক্রমবর্ধমান ঘটনা ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের এহেন নির্দেশ অনুযায়ী, বেওয়ারিশ কুকুরদের ধরার, নির্বীজ করার এবং স্থায়ীভাবে শেল্টারে সরিয়ে নেওয়ার কাজ শুরু করতে হবে সংশ্লিষ্ট পৌরসভাগুলিকে। আদালত সতর্ক করে জানিয়েছে, এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, জনসাধারণের নিরাপত্তা অবশ্যই আবেগের চেয়ে অগ্রাধিকার পাবে এবং শিশুদের যেন ভয়ের মধ্যে নয়, নিশ্চিন্তে চলাফেরা করার অধিকার থাকে, সেটি নিশ্চিত করতে হবে।
তবে আদালতের এই নির্দেশকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক পশুপ্রেমী, অধিকারকর্মী, চলচ্চিত্র নির্মাতা, ক্রীড়াবিদ এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা এর বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, বেওয়ারিশ কুকুরদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ পশুদের মৌলিক অধিকারের লঙ্ঘন। পাশাপাশি তাঁরা পরামর্শ দিয়েছেন, সমস্যা সমাধানে আরও মানবিক ও কার্যকর পদ্ধতি গ্রহণ করা উচিৎ।
এই পটভূমিতে ঝাঁসির ঘটনাটি জনসচেতনতা, আইন প্রয়োগ ও পশু-অধিকারের জটিল দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশ ও পশু কল্যাণ দপ্তরের ওপর যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য চাপ বাড়ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?