রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১৪ আগস্ট ২০২৫ ১১ : ৪০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি দিল্লিতে সুপ্রিম কোর্টের এক নির্দেশনার পর ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং প্রতিবাদ। আদালত দিল্লি সহ গুরুগ্রাম, নয়ডা ও গাজিয়াবাদে রাস্তায় থাকা কুকুরগুলোকে আটকে তাদের স্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের প্রতিবাদে অ্যানিমেল রাইটস (Animal rights) কর্মীরা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তুমুল বিক্ষোভে নামেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দীর্ঘ সময় ধরে চলে এই বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পুলিশের একটি বাসে কিছু মহিলা কর্মী আটক রয়েছেন। ভিডিওতে দেখা যায়, এক মহিলা কর্মী ও এক দিল্লি পুলিশকর্মীর মধ্যে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর এক পুলিশ অফিসার সেই মহিলাকে বাসের পেছনের দিকে টেনে নিয়ে যান। এমনকি পরে তাঁকে এলোপাথাড়ি চড় ও ঘুষি মারেন। ওই মহিলা বারবার চিৎকার করে বলছিলেন, 'ধাক্কা কেন মারছেন?' ভিডিওতে এক সময় ওই মহিলা কর্মীকে পাল্টা হাত তুলতেও দেখা যায়। ভিডিওতে পেছন থেকে আরও কয়েকজনের কণ্ঠ শোনা যায়, 'ওরা আগে মেরেছে।' পুলিশের পক্ষ থেকে তখন কর্মীদের বসে পড়তে বলা হচ্ছিল।
এই ভিডিওটি কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদকে এমন কর্তৃত্ববাদী পদ্ধতিতে দমন করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিল্লি পুলিশের আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। প্রতিবাদ করা আমাদের সংবিধানে স্বীকৃত অধিকার, যা অনুচ্ছেদ ১৯-এর অধীনে কথার ও ভাব প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত।'
সোমবার সুপ্রিম কোর্ট জানায়, রাস্তায় কুকুরদের অবস্থা 'চরম উদ্বেগজনক' এবং তাদের আটকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। এসব কেন্দ্রে কমপক্ষে ৫০০০ কুকুর রাখার ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি যথেষ্ট পরিমাণে স্টাফ নিয়োগ দিতে হবে যারা কুকুরদের বন্ধ্যাকরণ এবং টিকাকরণ সম্পন্ন করবে। আদালত নির্দেশ দেয়, একবার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার পর এসব কুকুরকে আর কোনওভাবেই রাস্তায় বা জনবসতিতে ছেড়ে দেওয়া যাবে না।
আদালত আরও জানিয়েছে, জনসুরক্ষা বিশেষ করে শিশুদের সুরক্ষার দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিদ্ধান্তে যেন সাধারণ মানুষের আস্থা তৈরি হয়। পাশাপাশি কেউ এই প্রক্রিয়াকে বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
আদালতের এহেন সিদ্ধান্তকে যেখানে বিভিন্ন আবাসিক কল্যাণ সমিতিগুলি স্বাগত জানিয়েছে, সেখানে পশু কল্যাণ সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভ দেখা গিয়েছে। তাঁদের মতে, এই ধরণের বড় আকারের স্থানান্তর করার মতো পরিকাঠামো বা জমি সরকারের নেই। এতে উল্টো মানুষের ও কুকুরদের মধ্যে সংঘর্ষ আরও বাড়তে পারে।
আরও পড়ুনঃ নীরব ভালবাসা! প্রতিদিন তিনশো'র বেশি পথকুকুর কে খাওয়ান, গোয়ার 'মারিয়া আন্টি' মন জয় করলেন...
বিক্ষোভকারীরা দাবি করেন, অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল (Animal Birth Control (ABC)) নিয়ম অনুযায়ী, বন্ধ্যাকরণ ও টিকাকরণের পর কুকুরদের তাদের নিজ নিজ এলাকায় ছেড়ে দেওয়ার বিধান রয়েছে। একইসঙ্গে এই নিয়মটি এখনও কার্যকর বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা আরও জানান, ২০২৪ সালে সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র ৫৪ টি সন্দেহজনক র্যাবিস মৃত্যু ঘটেছে, সেই খবর সম্পূর্ণরূপে সত্য নয়।
তাঁদের মতে, রাস্তায় বসবাসরত কুকুরদের স্থানান্তরের বদলে স্থানীয় ফিডার ও কেয়ারগিভারদের সঙ্গে কাজ করে এলাকায় এলাকায় সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেওয়া উচিৎ। আশ্রয়কেন্দ্রগুলোকে তাঁরা অমানবিক বলে বর্ণনা করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?