সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৪ আগস্ট ২০২৫ ১০ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজো। আসন্ন। তার আগেই মেট্রো কর্তৃপক্ষ দিতে চলেছে বড় উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২ আগস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মেট্রোর এই পরিকল্পনার ফলে গ্রিন লাইনে জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদহ। নিউ গড়িয়া–এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা।
ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ হয়েছে। ১৬ আগস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শনে আসবেন। সব ঠিকঠাক চললে ২২ আগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হবে। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার প্রস্তুতি করতে মেট্রো রেলের তরফে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন।
এটা ঘটনা, নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের (ভায়া রাজারহাট) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে। সিআরএস অনুমোদনও হয়ে গিয়েছে। কিন্তু চালু হচ্ছিল না। এবার সেই অংশও চালু হবে। হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা পাঁচটি (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক, তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেট দেউলিয়া করে ছাড়বে দেশগুলিকে! হঠাৎ এ কী বললেন অজি ক্রিকেট কর্তা
এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল–কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায় (এসআরএফটিআই সংলগ্ন এলাকা), জ্যোতিরিন্দ্র নন্দী (অজয়নগর এলাকা), কবি সুকান্ত (কালিকাপুর) এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত রুটটি চালু হয়ে গেলে এই লাইনেও যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, ইস্ট–ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড–শিয়ালদহ অংশে পরিষেবা শুরু করা হবে। এই অংশে পরিষেবা শুরু হলে মেট্রো পথে জুড়ে যাবে সল্টলেক–হাওড়া। সবকিছু ঠিকঠাক থাকলে এই তিনটি রুট একসঙ্গে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা অবশ্যই পুজোর আগে বাঙালির জন্য বড় উপহার হতে চলেছে।
এটা ঘটনা, কলকাতা মেট্রোয় এখন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজ পড়ুয়া থেকে অফিস যাত্রী। খুব সহজেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া যায় মেট্রোয় চেপে। কলকাতা উত্তর থেকে দক্ষিণ হোক বা সল্টলেক সেক্টর ফাইভ–চলে আসা যায় দ্রুত। এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা চালু হওয়ায় দূরপাল্লার ট্রেনের যাত্রীদের আরও সুবিধা হয়েছে। এবার এই তিনটি মেট্রো লাইন চালু হয়ে গেলে আরও সুবিধা হবে সাধারণ মানুষের। আর পুজোর আগেই যদি তা চালু হয় তাহলে রাস্তায় চাপ অনেকটাই কমবে দর্শনার্থীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?