সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বৃষ্টির দিনে ঘরবন্দি? সহজে বানিয়ে ফেলুন গৃহসজ্জার টুকিটাকি

Parama Dasgupta | ১২ আগস্ট ২০২৫ ২১ : ১৮Soma Majumder

এবারের বর্ষা যেন বড্ড একগুঁয়ে। নিম্নচাপের সঙ্গে জুটি বেঁধেছে তো বেঁধেছেই! বৃষ্টি থামার নামটি নেই! অবিরাম ঝমঝম-ঝিরঝিরের ঠেলায় কলকাতা ডুবুডুবু। থইথই করছে জল-কাদা। সিনেমা, শপিং, আড্ডা, টইটই— সব প্ল্যানই আপাতত ভরাডুবির খাতায়। 
ঘরবন্দি বিকেল-সন্ধেগুলো মনখারাপে ডুবে না থেকে বরং মেতে উঠুন সৃষ্টিসুখের উল্লাসে। নিজের হাতেই বানিয়ে ফেলুন না ঘর সাজানোর টুকিটাকি। মন তো ভাল হবেই, আপনার সাধের বাড়িও সেজে উঠবে আপনারই সৃষ্টিতে। ভাবছেন কী করা যায়? রইল তারই কিছু সুলুকসন্ধান। 

বোতল-বাতি: বাড়িতে ওয়াইনের বোতল আছে? কিংবা সুন্দর আকারের অন্য কোনও বোতল? ভাল করে ধুয়েমুছে পরিষ্কার করে, অ্যাক্রিলিক পেন্ট দিয়ে তার গায়ে এঁকে নিন মনের মতো ছবি বা ডিজাইন। রং শুকিয়ে গেলে ভিতরে ভরে দিতে পারেন ফেয়ারি লাইট বা ছোট্ট একটাই বাল্ব। বোতলের কাচ আর তার উপরের রংবেরঙের নকশার হাত ধরে তৈরি হয়ে যাবে সুদৃশ্য কর্নার ল্যাম্প। 

ফোটো ফ্রেম: পুরনো হয়ে যাওয়া কাঠের টুকরো আছে? কিংবা বাতিল কোনও চৌকো বা আয়তাকার বোর্ড? ফোটো ফ্রেমের আকারে কাঠ, প্লাইউড বা বই থেকে ছিঁড়ে যাওয়া হার্ড বাউন্ড মলাট কেটে নিয়ে প্রথম পছন্দসই ম্যাট ফিনিশ কাগজ সাঁটিয়ে ঢেকে নিন। কিংবা রংও করে নিতে পারেন। এবার তার চার ধার জুড়ে বা চার কোণে মনের মতো সাজিয়ে নিতে পারেন রং দিয়ে, কাগজ কেটে বা পুরনো বিয়ের কার্ড থেকে কাটা নকশা বসিয়ে। এর পর চৌকো একটা শক্তপোক্ত ব্যাকগ্রাউন্ড নিয়ে তার উপরে ফ্রেমটা বসিয়ে নিন। তৈরি হয়ে গেল মনের মতো ছবি রাখার ফ্রেম। এমন একাধিক ছোট ছোট ফ্রেম একসঙ্গে জুড়ে কোলাজ ফ্রেম ও তৈরি করতে পারেন। 

ওয়াল হ্যাঙ্গিং: রংবেরঙের কয়েকটা প্লাস্টিকের চুড়ি লাগবে। আর লাগবে কিছু রঙিন টাসল, কাপড় বা প্লাস্টিকের ফুল, দেওয়ালে ঝোলানোর হুক। চুড়িগুলো পরপর জুড়ে নিন পছন্দসই আকারে। ফুলের মতো হতে পারে। হতে পারে ডায়মন্ড শেপ বা অন্য কোনও জ্যামিতিক আকার। প্রত্যেকটা চুড়ির নিচের দিকটায় ছোট্ট ছোট্ট রঙিন টাসল ঝুলিয়ে দিন। মনের মতো ডিজাইনে বসিয়ে নিন ফুলগুলো। এবার সবচেয়ে উপরের চুড়িটার সঙ্গে দেওয়ালে ঝোলানোর হুক জুড়ে নিলেই ওয়াল হ্যাঙ্গিং রেডি!

ল্যাম্পশেড: কাগজের মণ্ড অর্থাৎ পেপার পাল্প দিয়ে গড়ে নিতে পারেন পছন্দের আকার। তাকে রং করে গায়ে ডিজাইন এঁকে নিন মনের সুখে। এরপর একটা চৌকো বা ত্রিভুজ বোর্ড কিংবা ছোট কাঠের বাক্সের উপরে একটা ছোট্ট বাল্ব বসিয়ে উপরে ছাতার মতো ফিট করে নিন পেপার পাল্পের শেড। ব্যস!

ফুলদানি: বাড়িতে সবাই মিলে মটকা কুলফি খাওয়া হয়েছিল ক’দিন আগেই। দেখতে সুন্দর বলে রেখে দিয়েছিলেন মটকাগুলো। এবার সেগুলোকেই ভাল করে পরিষ্কার করে রং করে নিন। গায়ে এঁকে নিন পছন্দের ডিজাইন। এর পর একেকটা ছোট্ট ছোট্ট মটকা আলাদা আলাদা ভাবে রাখতে পারেন সেন্টার টেবিলের মাঝে একটা ছোট্ট ট্রে-তে। তাতে রাখতে পারেন ছোট্ট ছোট্ট ফুলের থোকা। অথবা চার-পাঁচটা মটকা একসঙ্গে, সারি বেঁধে বা নির্দিষ্ট ডিজাইনে জুড়ে নিতে পারেন। সেই অনুযায়ী সাজাতে পারেন ফুল।

অ্যাশট্রে: ফেলে দেওয়া চ্যাপ্টা টিনের কৌটো বা প্লাস্টিকের ছড়ানো কৌটো রং করে নিন সাজিয়ে নিন বাহারি নকশায়। কিংবা কাঠের টুকরো চৌকো ধাঁচে জুড়ে নিন। এবার রং করে কলমকারি বা মধুবনী ডিজাইন এঁকে নিলেই কায়দার অ্যাশট্রে তৈরি!


ফোটো স্ট্যান্ড অ্যালব্যাম: পুরনো টেবল ক্যালেন্ডার আছে নিশ্চয়ই বাড়িতে? মলাট এবং ভিতরের সব পাতার উপরে রং করে নিন। কিংবা সাঁটিয়ে নিন মোটা কাগজ। এর পর প্রতিটা পাতায় একেকটা ফোটোগ্রাফ বা তার প্রিন্টআউট লাগিয়ে সাজিয়ে নিন। নীচে ক্যাপশনে লিখতে পারেন কীসের ছবি বা পছন্দের কোনও কোট। তৈরি ফোটো স্ট্যান্ড অ্যালবাম, যা সাজিয়ে রাখতে পারেন বসার ঘরের টেবিলে। একেকটা ছুটিতে কোথাও বেরিয়ে আসার পরে এভাবেই তৈরি করুন না মেমোরি-কার্ড! বেড়ানোর দিনগুলো ফিরে দেখতে মন্দ লাগবে না কিন্তু!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া