সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তানের হাতে কি এত ক্ষমতা আছে যে তারা ভারতকে পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছে, দেখে নিন এক নজরে

অভিজিৎ দাস | ১১ আগস্ট ২০২৫ ২২ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ফ্লোরিডায় এক জনসভায় পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক অস্ত্রের হুমকিকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানিয়েছে ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত বাসিন্দাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফিল্ড মার্শাল পদমর্যাদার মুনির  বলেন, ‘ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান যদি ‘অস্তিত্ব সঙ্কটের’ সম্মুখীন হয়, তাহলে তারা সর্বনাশা শক্তি দিয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত থাকবে।

মুনির বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।”

মুনিরের সাহসী দাবি সত্ত্বেও, পাকিস্তানের কি বিশ্বব্যাপী পারমাণবিক হামলার ক্ষমতা আছে?

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) ২০২৫ সালের ইয়ারবুক অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের কাছে ছিল প্রায় ১৭০টি পারমাণবিক ওয়ারহেড, আগের বছরও সংখ্যাটি একই ছিল। দেশটি পারমাণবিক মাধ্যাকর্ষণ বোমা, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম বিমান এবং সাবমেরিন মোতায়েনের জন্য সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র (SLCM) তৈরি অব্যাহত রেখেছে। SIPRI রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তান একাধিক নতুন ডেলিভারি সিস্টেম তৈরি করছে। যা ইঙ্গিত দেয় যে আগামী দশকে দেশটির পরমাণু অস্ত্রাগার আরও প্রসারিত হতে পারে।

আরও পড়ুন: এক সময় ছিল শুধুই মরুভূমি, এখন বিশ্বের অন্যতম ধনী দেশ, এই মুসলিম রাষ্ট্রের জনসংখ্যার ২৫%  ভারতীয়

ক্ষেপণাস্ত্র ক্ষমতা

পাকিস্তানের শাহিন-৩ তাদের সবচেয়ে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যার পাল্লা ২,৭৫০ কিলোমিটার। এটি গোটা ভারত জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। 

শাহিন-৩ এর পরিপূরক হল আবাবিল ক্ষেপণাস্ত্র। যা একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে প্রবেশযোগ্য রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) তৈরির সম্ভাবনা প্রবর্তন করে। এই বৈশিষ্ট্যটি এটিকে একাধিক ওয়ারহেডকে পৃথক লক্ষ্যবস্তুতে প্রেরণ করতে সক্ষম করে। যা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের বিষয়।

ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ধরণের বিভিন্ন ধরণের আকাশপথে হুমকির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার আঞ্চলিক প্রভাবের মধ্যেই সীমাবদ্ধ। বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের দাবি, মুনিরের ‘অর্ধেক বিশ্বের’ ধ্বংসের হুমকি তাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। শাহিন-৩ মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং সমগ্র ভারতকে লক্ষ্যবস্তু করতে পারে তবে পূর্ব এশিয়া, পশ্চিম ইউরোপ বা উত্তর আমেরিকায় পৌঁছতে পারবে না।

২,২০০ কিলোমিটার পাল্লার আবাবিল এখনও তৈরি করা কাজ চলছে। যার এমআইআরভি ক্ষমতা যাচাই করা হয়নি। ফতেহ-২ (৪০০ কিলোমিটার, হাইপারসনিক), শাহিন-২ (১,৫০০-২,০০০ কিলোমিটার) এবং ঘৌরি-২ (২,০০০ কিলোমিটারেরও বেশি) এর মতো স্বল্প-পাল্লার সিস্টেমগুলি আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাবমেরিন থেকে উৎক্ষেপিত বাবর-৩ (৪৫০ কিলোমিটার) এবং আবদালি (২০০-৩০০ কিলোমিটার), গজনভি (২৯০-৩২০ কিলোমিটার) এবং নাসর (৭০ কিলোমিটার) এর মতো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি পাকিস্তানের অন্যান্য বিকল্প।

নাসর স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ পাকিস্তানের সমস্ত ক্ষেপণাস্ত্রকে দ্বৈত-সক্ষম বলে মনে করা হয়। যার অর্থ তারা প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

পাকিস্তান তার সীমিত সংখ্যক পারমাণবিক মাধ্যাকর্ষণ বোমার পরিপূরক হিসাবে রা'আদ বিমান থেকে উৎক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (ALCM) এর দুটি রূপ তৈরি করছে। বর্তমানে কোনও সংস্করণই কার্যকর বলে মনে করা হচ্ছে না।

মিরাজ-৩ এবং সম্ভবত মিরাজ-৫ বিমানগুলিকে পাকিস্তানের প্রাথমিক পারমাণবিক-সক্ষম বিমান হিসেবে কাজ করার জন্য তৈরি করা হচ্ছে। SIPRI রিপোর্ট অনুযায়ী, স্থানীয়ভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ভবিষ্যতে এই ভূমিকা পালন করবে। যেখানে রা'আদ তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে।

আরও পড়ুন: যত রাগ কি ভারতের উপরেই, ট্রাম্প কেন ভারতকে উচ্চ শুল্ক দিয়ে নিশানা করছেন, তিনটি কারণ

নৌসেনার ক্ষমতা

SIPRI রিপোর্ট অনুসারে, পাকিস্তান সমুদ্র-ভিত্তিক পারমাণবিক শক্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ২০১৭ এবং ২০১৮ সালে পরীক্ষিত বাবর-৩ SLCM, পাকিস্তান নৌবাহিনীর তিনটি আগোস্টা-৯০বি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনকে সজ্জিত করার জন্য ডিজাইন করা হয়েছে। 

পাকিস্তানের ওয়ারহেডের সঠিক ক্ষমতা অজানা। ১৯৯৮ সালের পারমাণবিক পরীক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রায় ১২ কিলোটন ছিল। যদিও এটি সম্ভব যে উচ্চ ক্ষমতা জন্য বুস্টেড ফিশন ওয়ারহেড তৈরি করা হয়েছে। তবে দ্বি-পর্যায়ের থার্মোনিউক্লিয়ার ডিজাইনের কোনও প্রমাণ নেই।

পাকিস্তান ডেলিভারি সিস্টেম থেকে আলাদাভাবে তার পারমাণবিক ওয়ারহেড সংরক্ষণ করে বলে জানা গিয়েছে। SIPRI-এর অনুমান, প্রায় আটটি ‘অন্যান্য সঞ্চিত ওয়ারহেড’ অন্তর্ভুক্ত রয়েছে যা ভবিষ্যতের সিস্টেম যেমন শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া