সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১১ আগস্ট ২০২৫ ১৩ : ৪২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তরকাশীতে সম্প্রতি পরপর মেঘ ভাঙা বৃষ্টি। একের পর এক ভয়াবহ দুর্যোগ। সোমবার ভোরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত। বৃষ্টিপাত চলাকালীন উদ্ধারকাজে ভয়াবহ বিঘ্ন ঘটে৷ সূত্রে জানা গিয়েছে, ধারালি গ্রামে পাহাড়ি বন্যা ও কাদামাটির ধসের কারণে প্রায় অর্ধেক গ্রাম মাটিচাপা পড়ে যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) পুরো উত্তরাখণ্ড রাজ্যের জন্য ইতিমধ্যেই ‘ইয়েলো’ সতর্কতা জারি করেছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৪৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই ট্র্যাজেডির এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। জীবিতদের উদ্ধারের আশা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কিছু জায়গায় উদ্ধারকর্মীরা হাতে কোদাল নিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে দেখছেন। ধারালিতে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP)-এর এক কর্মকর্তা জানান, একটি হোটেল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি দুর্যোগের সময় এই হোটেলের সামনে লোকজন চলাফেরা করছিলেন বলে অনুমান করা হচ্ছে। সেই কারণে, হোটেলটির ধ্বংসাবশেষ বর্তমানে হাতে খুঁড়ে ও রাডার যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে, যদি সেখানে কেউ চাপা পড়ে থাকেন।
প্রশাসন জানিয়েছে, গঙ্গনানি এলাকায় একটি গুরুত্বপূর্ণ বেইলি সেতু নির্মাণ করে ভাগে ভাগে উদ্ধারকাজ চালু করা হয়েছে। সূত্র মারফত এটি ধারালি ও তার আশপাশের বন্যাকবলিত এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করে। তবে গঙ্গোত্রী জাতীয় সড়ক (National Highway) এখনও বিভিন্ন স্থানে আটকে আছে এবং একইসঙ্গে বিভিন্ন অংশে ধ্বংসপ্রাপ্ত। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, সড়ক পরিষ্কার ও মেরামতের কাজ যুদ্ধকালীন ভিত্তিতে চলছে। খবর অনুযায়ী, মঙ্গলবার বা বুধবার নাগাদ পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সড়কটি সোনগাড়, ডবরানি এবং হর্ষিল এলাকায় এখনও অবরুদ্ধ। হর্ষিল অঞ্চলে বন্যার পর একটি বিশাল হ্রদ সৃষ্টি হয়েছে। এই হ্রদের জলস্তর হ্রাসের প্রচেষ্টা চলছে৷ ঘটনাস্থল পরিদর্শন করতে উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য পরিদর্শন করেছেন। এই বন্যা হর্ষিলে অবস্থিত একটি সেনা শিবিরেও ব্যাপক ক্ষতি হয়েছে। সূত্রে জানা গিয়েছে, এই শিবির থেকে এক জন জুনিয়র কমিশন্ড অফিসারসহ নয়জন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন।
এদিকে, আবহাওয়া দপ্তর সোমবারের জন্য গোটা উত্তরাখণ্ড রাজ্যে বৃষ্টির ‘ইয়েলো’ সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি, আলমোড়া, দেরাদুন, হরিদ্বার, নয়নিতাল, পৌরি এবং উধম সিং নগর জেলাগুলির জন্য ‘রেড’ সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
সোমবার সকাল থেকেই দেরাদুনে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং উত্তরকাশীতেও বৃষ্টি অব্যাহত রয়েছে, যার ফলে উদ্ধারকাজে জটিলতা আরও বাড়ছে।
প্রসঙ্গত, এই দুর্যোগে ইতিমধ্যেই বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকে তাঁদের পরিবার-পরিজন, ঘরবাড়ি, এমনকি কয়েক কোটি টাকার ব্যবসা হারিয়েছেন। ভয়াবহ বন্যার স্রোতে কেবল একাধিক ঘরবাড়ি, দোকানপাট নয়, বরং একাধিক মানুষের জীবন সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, এহেন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫,০০০ টাকার চেক ‘তাৎক্ষণিক সাহায্য’ হিসেবে দেওয়া হয়। তবে অধিকাংশ মানুষের মতে তাঁদের দুঃখ-কষ্টের তুলনায় এটি কিছুই নয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই এই চেক নিতে অস্বীকার করেন। এমনকি এটিকে তাঁদের কষ্টের প্রতি এক ধরনের অবমাননা হিসেবে দেখছেন তাঁরা। এক গ্রামবাসী জানিয়েছেন, 'আমরা সব কিছু হারিয়েছি। আমাদের পরিবার, ঘরবাড়ি, ব্যবসা, জীবনের সমস্ত সহায়-সম্বল। এই ৫,০০০ টাকা দেওয়া মানে আমাদের সেই কষ্টকে তুচ্ছ করে দেখা। এটা আমাদের জন্য অপমান।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?