সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১০ আগস্ট ২০২৫ ২১ : ০৫Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের রাইসেন জেলার উমারিয়া গ্রামে আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ভারতের দ্রুত অগ্রগতি দেখে বিশ্বশক্তিগুলির মধ্যে ঈর্ষা জন্মেছে এবং নানা উপায়ে ভারতের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা চলছে।
রাইসেনে ভারত আর্থ মুভার্স লিমিটেডের (বিইএমএল) ‘ব্রহ্ম’ রেল হাব ফর ম্যানুফ্যাকচারিং-এর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, “কিছু মানুষ ভারতের এই উন্নতি মেনে নিতে পারছেন না। তারা ভাবছেন—‘সবকে বস তো আমরা, ভারত এত দ্রুত এগোচ্ছে কীভাবে?’ তাই এখন চেষ্টা চলছে যাতে মেইড-ইন-ইন্ডিয়া পণ্য বিদেশে রপ্তানি হলে তা আরও দামী হয়ে যায়।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ৫০ শতাংশের বেশি শুল্ক বসিয়েছে, যা ভারত সরকার “অন্যায্য ও অযৌক্তিক” বলে অভিহিত করেছে। রাজনাথ সিংয়ের কথায়, “যেভাবে ভারত এগোচ্ছে, আমি আশ্বস্ত করে বলতে পারি—কোনও বিশ্বশক্তি আমাদের সুপারপাওয়ার হওয়া আটকাতে পারবে না।”
অনুষ্ঠানে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, এই সামরিক অভিযানে ভারতীয় বাহিনী সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম ব্যবহার করেছে, যা অভিযানের সাফল্যের অন্যতম চাবিকাঠি। “প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার অঙ্গীকার নিয়েই ভারত আজকের অবস্থানে পৌঁছেছে,” মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অগ্রগতির প্রসঙ্গ তুলে রাজনাথ সিং জানান, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে যেখানে প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৬০০ কোটি টাকা, সেখানে বর্তমানে তা ২৪,০০০ কোটি টাকা অতিক্রম করেছে। “আজ আমরা শুধু নিজেদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, বিমান বা সামরিক সরঞ্জামই তৈরি করছি না, বিদেশেও রপ্তানি করছি,” বলেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালে ভারত ছিল বিশ্বের ১১তম বৃহত্তম অর্থনীতি, আর বর্তমানে ভারত শীর্ষ চার অর্থনীতির মধ্যে রয়েছে। দেশের প্রবৃদ্ধি হার প্রায় ৬.৩ শতাংশ—যা বিশ্বের অন্যতম দ্রুত। “বিশ্বে যদি কোনও দেশের অর্থনীতি উদ্যমী ও গতিশীল হয়, তবে তা আমাদের ভারত,” বলেন প্রতিরক্ষা মন্ত্রী।
রাইসেনে ১,৮০০ কোটি টাকার গ্রিনফিল্ড রেল কোচ কারখানা প্রকল্প নিয়েও তিনি কথা বলেন। এই কারখানায় শুধু হাই-স্পিড ট্রেনের কোচ নয়, অন্যান্য রেলপণ্যও তৈরি হবে এবং প্রায় ৫,০০০ সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে।
মধ্যপ্রদেশকে প্রতিরক্ষা শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আশাবাদী রাজনাথ সিং বলেন, “রাজ্যের প্রাকৃতিক সম্পদ, অবকাঠামো এবং নেতৃত্ব—সবই রয়েছে। প্রতিরক্ষা খাতে যা কিছু করা সম্ভব, আমি সবসময় প্রস্তুত।”
তিনি মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রশংসা করে জানান, রাজ্যে ইতিমধ্যেই ৩০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি এসেছে এবং ১৮,০০০ হেক্টর জমির ভূমি ব্যাংক তৈরি হয়েছে। পর্যাপ্ত সংযোগ ব্যবস্থা, শিল্পোন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং ধর্মীয় উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাচ্ছে। “মোহনজির মতো পরিশ্রমী ও নিবেদিত নেতা থাকলে ‘মধ্যপ্রদেশ’কে আজ ‘মডার্ন প্রদেশ’ বলা যায়,” মন্তব্য করেন তিনি।
পরিশেষে রাজনাথ সিং উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের ভারসাম্যের কথা উল্লেখ করেন এবং রেল কোচ কারখানাকে “আধুনিক উন্নয়নের প্রতীক” হিসেবে আখ্যা দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?