সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১০ আগস্ট ২০২৫ ১৬ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাটজিপিটির কথা শুনে একেবারে হাসপাতালে। এক ব্যক্তি চ্যাটজিপিটি-র দেওয়া খাদ্যসংক্রান্ত পরামর্শ অনুসরণ করে প্রায় মৃত্যুর সামনে পৌঁছে যান। ডাক্তারদের মতে এটি সম্ভবত এআই-সম্পর্কিত ব্রোমাইড বিষক্রিয়ার প্রথম ঘটনার উদাহরণ হতে পারে।
ঘটনাটি University of Washington-এর চিকিৎসকদের দ্বারা Annals of Internal Medicine: Clinical Cases জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ওই ব্যক্তি তিন মাস ধরে সোডিয়াম ব্রোমাইড গ্রহণ করেছিলেন। তার বিশ্বাস ছিল যে এটি খাদ্যে ক্লোরাইডের একটি নিরাপদ বিকল্প। এই পরামর্শ তিনি চ্যাটজিপিটি থেকে পেয়েছিলেন, যা তাকে এর ঝুঁকির বিষয়ে সতর্ক করেনি।
আরও পড়ুন: বোতলের ঢাকনার রং বলে দেবে কোনটি আপনার পক্ষে স্বাস্থ্যকর, জেনে নিন বিশেষজ্ঞ মত
কী এই ব্রোমাইড?
ব্রোমাইড যৌগ আগে উদ্বেগ ও অনিদ্রার ওষুধে ব্যবহৃত হত। কিন্তু গভীর স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ব্রোমাইড শুধুমাত্র পশু চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এখনকার দিনে এই বিষক্রিয়া, যাকে "ব্রোমিজম" বলা হয়, অত্যন্ত বিরল।
কীভাবে ধরা পড়ে বিষক্রিয়া?
ওই ব্যক্তি প্রথমে ইমার্জেন্সি রুমে যান এবং জানান তার প্রতিবেশী তাকে বিষ দিচ্ছেন। যদিও তার কিছু প্রাথমিক স্বাস্থ্য স্বাভাবিক ছিল। এরপরই তার মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে এবং সম্পূর্ণ সাইকোটিক পর্বে পৌঁছান। ফলে ডাক্তাররা তাকে মানসিক চিকিৎসা শুরু করেন। তাকে ফ্লুইডস ও অ্যান্টিসাইকোটিক ওষুধ দেওয়া হয়। কয়েকদিন পর তার লক্ষণগুলো ধীরে ধীরে উন্নত হয়। তখনই সে জানায়, সে চ্যাটজিপিটির পরামর্শে ব্রোমাইড খাচ্ছিল। সে টেবিল সল্টে থাকা ক্লোরাইড এড়াতে চাইছিল।
চ্যাটজিপিটি নাকি তাকে জানায় যে, ব্রোমাইড একটি নিরাপদ বিকল্প। যদিও এটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। চিকিৎসকরা যদিও তার আসল চ্যাট লগ পাননি। তারা পরে একই প্রশ্ন চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে দেখা যায়, AI সত্যিই ব্রোমাইডকে বিকল্প হিসেবে উল্লেখ করে কোনও সতর্কতা ছাড়াই।

ডাক্তাররা বলেন, AI টুল যেমন চ্যাটজিপিটি বৈজ্ঞানিক তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে পারে। তবে তা প্রফেশনাল চিকিৎসা পরামর্শের বিকল্প হতে পারে না। এই ঘটনার মতো, কখনো কখনো AI বিপজ্জনক ও ভুল নির্দেশনাও দিতে পারে।
এরপর ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর ছাড়া পান। ফলো-আপ ভিজিটেও তিনি স্থিতিশীল ছিলেন। এই ঘটনা দেখায়, AI থেকে প্রাপ্ত পরামর্শ চেক না করে অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। চ্যাটজিপিটি বা অন্যান্য AI টুল ব্যবহার করার সময়, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে, পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।
একটি ভুল পরামর্শ আপনার জীবনের ঝুঁকি ডেকে আনতে পারে। তবে এমন ধরণের ঘটনা এর আগেও ঘটেছে। সেখানেও এআই-কে প্রশ্ন করে যে উত্তর মিলেছে তাকে মেনে সমস্যায় পড়েছেন বহু ব্যক্তি। তাই এআই-কে নিজের কাজে ব্যবহার করুন। তাকে মেনে নিয়েই সব কাজ করতে হবে এমনটা নয়। সেখানে নিজের বুদ্ধি দিয়েই সব বিচার করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?