সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১০ আগস্ট ২০২৫ ১৬ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়াকে ঘিরে চরম রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় কুমার সিনহার নামে দুটি পৃথক বিধানসভা কেন্দ্রের ভোটার পরিচয়পত্র রয়েছে। তেজস্বীর দাবি, সিনহার নাম লখিসরাই বিধানসভা কেন্দ্র এবং পাটনা জেলার ব্যাংকিপুর বিধানসভা কেন্দ্রে উভয় জায়গাতেই রয়েছে, দুটি আলাদা EPIC নম্বরসহ, এমনকি দুটি তালিকায় তাঁর বয়সও ভিন্ন — একটিতে ৫৭ বছর, অন্যটিতে ৬০ বছর উল্লেখ রয়েছে।
তেজস্বী সাংবাদিকদের বলেন, "বিজয় কুমার সিং দুটি পৃথক বিধানসভা কেন্দ্রের ভোটার। একই ব্যক্তি কিভাবে দুই জেলায় ভোটার হতে পারেন? তাঁর নামে দুটি পৃথক ভোটার আইডি রয়েছে। আশ্চর্যের বিষয়, এই ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর। দায় নেবে কে — সিনহা নিজে না নির্বাচন কমিশন? তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? কবে পদত্যাগ করবেন তিনি?"
আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ নথি শেয়ার করে দাবি করেন, সিনহার নাম দুটি কেন্দ্রেই রয়েছে। তিনি লিখেছেন, "বিশেষ নিবিড় সংশোধনের পরও বিহারের উপমুখ্যমন্ত্রীর নামে দুটি ভোটার তালিকায় নাম রয়ে গেছে। এটি ফৌজদারি অপরাধ। নির্বাচন কমিশন কি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করবে?" তবে, শেয়ার করা স্ক্রিনশটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইন্ডিয়া টুডে।
বিজয় সিনহার জবাব
অভিযোগের জবাবে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা স্পষ্ট করেন, এর আগে তাঁর নাম কেবল ব্যাংকিপুর কেন্দ্রেই ছিল। ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি লখিসরাই কেন্দ্রে নিজের নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করেন এবং একই সঙ্গে ব্যাংকিপুর থেকে নিজের নাম অপসারণের জন্যও আবেদন জানান।
তিনি জানান, "আমার এবং আমার পরিবারের নাম আগে ব্যাংকিপুর তালিকায় ছিল। আমি এপ্রিল মাসে লখিসরাইয়ে নাম যোগ করার পাশাপাশি ব্যাংকিপুর থেকে নাম মুছে ফেলার জন্য ফর্ম জমা দিয়েছি। আমার কাছে রসিদসহ সমস্ত প্রমাণ রয়েছে। কোনো কারণে ব্যাংকিপুর থেকে নাম মুছে যায়নি এবং খসড়া ভোটার তালিকায় রয়ে গেছে। পরে বুথ লেভেল অফিসারকে লিখিত আবেদন দিয়ে নাম অপসারণের অনুরোধ করেছি এবং রসিদ নিয়েছি।"
বিজেপি নেতা আরও বলেন, "আমি কেবল এক জায়গা থেকেই ভোট দিই। আগেরবারও এক জায়গা থেকে ভোট দিয়েছি। জঙ্গলরাজের যুবরাজ মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে। সমগ্র বিহার জানে, সে অন্যদের ভাবমূর্তি নষ্ট করার খেলায় মেতে থাকে। তেজস্বীকে এই মিথ্যা অভিযোগের জন্য ক্ষমা চাইতে হবে।"
এই অভিযোগ–প্রতিআরোপে বিহারের রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। বিশেষ নিবিড় সংশোধনের পরও এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখন নজর রয়েছে কমিশনের ওপর—তারা কী তদন্ত চালাবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?