রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১০ আগস্ট ২০২৫ ১৪ : ১৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণিকা যাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয় সেগুলি মানুষের মস্তিষ্কে জমা হচ্ছে বলে বিজ্ঞানীরা সনাক্ত করেছেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি আমাদের শরীরের ক্ষতি করছে কিনা তা এখনও প্রমাণিত নয়।
এই প্রায় অদৃশ্য প্লাস্টিক কণিকাগুলো বিশ্বের সর্বত্র পাওয়া যাচ্ছে। পর্বতের চূড়া থেকে মহাসাগরের গভীরে, এমনকি আমাদের শ্বাসনেওয়া বাতাস ও খাবারেও। এই কণাগুলো মানুষের শরীরের ভেতরেও পাওয়া গেছে। ফুসফুস, হৃদপিণ্ড, গর্ভনালির প্ল্যাসেন্টা এবং এমনকি রক্ত পর্যন্ত একে মিলেছে। মাইক্রোপ্লাস্টিকের এই বিস্তার বিশ্বজুড়ে প্রথম প্লাস্টিক দূষণ চুক্তি গঠনের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে জাতিসংঘের পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মাসে পেনশন পাবেন ১ লাখ টাকা, জেনে নিন নতুন এই প্রকল্পের খুঁটিনাটি
মাইক্রোপ্লাস্টিক ও তার চেয়েও ছোট ন্যানোপ্লাস্টিক কণাগুলোর মানব স্বাস্থ্যে কী প্রভাব পড়ছে তা এখনও সম্পূর্ণরূপে বোঝা যায়নি। তবে বিজ্ঞানীরা এই অপেক্ষাকৃত নতুন ক্ষেত্রে গবেষণা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে আলোচিত একটি গবেষণা প্রকাশিত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নেচার মেডিসিন জার্নালে। সেখানে ২০১৬ সালে মারা যাওয়া ২৮ জন এবং ২০২৩ সালে মারা যাওয়া ২৪ জন মার্কিন নাগরিকের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করা হয়।
দেখা যায়, সময়ের সাথে সাথে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গবেষণার প্রধান গবেষক মার্কিন বিষবিজ্ঞানী ম্যাথিউ ক্যাম্পেন জানান, মানুষের মস্তিষ্কে একটি প্লাস্টিক চামচের সমান মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তিনি আরও বলেন, একটি দান করা মস্তিষ্ক থেকে প্রায় ১০ গ্রাম প্লাস্টিক আলাদা করা সম্ভব। তবে অন্যান্য বিশেষজ্ঞরা এই ছোট পরিসরের গবেষণাটি নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
স্কটল্যান্ডের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের বিষবিজ্ঞানী থিওডোর হেনরি বলেন, এই ফলাফলটি আগ্রহজনক হলেও ভালভাবে যাচাই না হওয়া পর্যন্ত তা সতর্কভাবে বিবেচনা করা উচিত। তিনি আরও যোগ করেন, স্বাস্থ্য নিয়ে যেসব অনুমান করা হচ্ছে, তা এখন পর্যন্ত প্রাপ্ত প্রমাণকে অতিক্রম করে যাচ্ছে।
অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ অলিভার জোনস বলেন, নিউ মেক্সিকোতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলার মতো যথেষ্ট তথ্য নেই।বিশ্বজুড়ে তো নয়ই। তিনি আরও সন্দেহ প্রকাশ করেন যে, মস্তিষ্কে কাঁচা বর্জ্যের চেয়েও বেশি মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে এটি অস্বাভাবিক’ বলে মনে হয়। জোনস বলেন, গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা মৃত্যুর আগে সুস্থ ছিলেন। গবেষকরা নিজেরাও স্বীকার করেছেন যে, মাইক্রোপ্লাস্টিক ক্ষতি করেছে। এমন কোনও তথ্য নেই।”

একটি নিউরোসায়েন্স সংবাদমাধ্যম জানিয়েছে, গবেষণাটিতে কিছু ছবির পুনরাবৃত্তি ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি গবেষণার প্রধান ফলাফলে প্রভাব ফেলে না। বেশিরভাগ গবেষণা পর্যবেক্ষণমূলক যার মানে এগুলি কারণ ও ফলাফলের সম্পর্ক স্থাপন করতে পারে না।
২০২৩ সালে New England Journal of Medicine-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, রক্তনালিতে জমে থাকা মাইক্রোপ্লাস্টিক হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মৃত্যুর ঝুঁকি বাড়ায়। আরেকটি গবেষণা ২০২৪ সালের জানুয়ারিতে Science Advances-এ প্রকাশিত হয়, যেখানে ইঁদুরের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। চিনা গবেষকেরা বলেন, এই কণাগুলো মস্তিষ্কে ছোট রক্ত জমাট সৃষ্টি করতে পারে। তবে তারা জোর দিয়ে বলেছেন ইঁদুর আর মানুষ এক নয়।
২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, মাইক্রোপ্লাস্টিক থেকে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি নির্ধারণ করার জন্য প্রমাণ এখনও মেলেনি। তবু অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্কতা মূলক নীতি অনুসরণ করে দ্রুত পদক্ষেপের কথা বলছেন। ২০০০ সাল থেকে বিশ্বের প্লাস্টিক উৎপাদন দ্বিগুণ হয়েছে। বর্তমান হারে চললে ২০৬০ সালের মধ্যে এটি তিন গুণ বেড়ে যাবে বলে অনুমান। মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উদ্বেগজনক হলেও এখনও এর ক্ষতির প্রমাণ নিশ্চিত নয়। তবে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকির ইঙ্গিত পেলেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া উচিত। কারণ অপেক্ষা করতে করতে পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?