সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে ২-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন – “ডিজিটাল হিউম্যানিটিজ: নিউ এরা এডুকেশন”

Sourav Goswami | ০৯ আগস্ট ২০২৫ ১৭ : ৪৬Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতার ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, লিংকন ইউনিভার্সিটি কলেজ ও সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন – “ডিজিটাল হিউম্যানিটিজ: নিউ এরা এডুকেশন”। ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে সারা ভারত থেকে ৮০-রও বেশি অংশগ্রহণকারী সরাসরি ও অনলাইনে যুক্ত হন। কেরালা, বারাণসী, উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত একাডেমিক মঞ্চে পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের ডেপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সন্দীপ পোদ্দার। তিনি আয়োজকদের আন্তর্জাতি​ক একাডেমিক বিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনই ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে পারে।

সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার রেভ. ড. জেভিয়ার জেসুরাজ, এস. জে., সম্মেলনের সূচনা ঘোষণা করে আন্তঃবিষয়ক গবেষণার প্রসারে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেন। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ-এর ডিন ও কনফারেন্স কনভেনার ড. সুশ্মিতা হালদার বলেন, “এই থিম বর্তমান শিক্ষাব্যবস্থায় উদ্ভাবন, নীতি-নৈতিকতা এবং অন্তর্ভুক্তির মতো জরুরি প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে।”

দুই দিনের এই সম্মেলনে মানববিদ্যার নানান শাখার খ্যাতনামা বক্তারা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন – ড. অভিনাশ ডি সুজা (পরামর্শদাতা মনোরোগ বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠাতা, ডি সুজা ফাউন্ডেশন, মুম্বই), ড. সৌভিক মুখার্জি (অ্যাসোসিয়েট প্রফেসর, সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, কলকাতা), ড. মৃণাল কুমার চট্টোপাধ্যায় (প্রফেসর, আইআইএমসি ধেনকানাল, ওড়িশা), এবং ড. নিলাঙ্গা আবে-সিংহে (প্রধান, স্কুল অফ সাইকোলজি, এসএলআইআইটি, শ্রীলঙ্কা)।

এছাড়াও উপস্থিত ছিলেন – ড. রেখা ভিগ (অ্যামিটি ইউনিভার্সিটি, কলকাতা), ড. মীনাল পারিক (সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি), ড. সায়ন্তন দাসগুপ্ত (যাদবপুর বিশ্ববিদ্যালয়), এবং ড. সিবা প্রসাদ মহাপাত্র (ভারতীয় বিদ্যা ভবন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স)। তাঁদের বৈচিত্র্যময় একাডেমিক অভিজ্ঞতা ডিজিটাল পেডাগজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সক্ষমতা বৃদ্ধি, নীতি-নৈতিকতা ও অন্তর্ভুক্তি, এবং ডিজিটাল সংস্কৃতি ও পারফর্মিং আর্টসের মতো থিম্যাটিক ট্র্যাকগুলোকে সমৃদ্ধ করেছে।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের রাখি বন্ধনে মার্ক্স-এর 'ভূত"! পুঁজিবাদের চাকায়ে ভর করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে 'সর্বহারা' ডেলিভারি বয়

সম্মেলনের আলোচনায় প্রযুক্তি মানববিদ্যা গবেষণা, শিক্ষা ও চর্চায় কীভাবে পরিবর্তন আনছে তা বিশদভাবে উঠে আসে। পেপার প্রেজেন্টেশন সেশনে গবেষকরা তাঁদের কেস স্টাডি, পরীক্ষামূলক শিক্ষণপদ্ধতি এবং ডিজিটাল প্র্যাকটিসের বিশ্লেষণ উপস্থাপন করেন, যা শ্রোতাদের মধ্যে সক্রিয় আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে।

প্লেনারি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এআই-এর ভূমিকা, শিক্ষকদের দায়িত্ব এবং ডিজিটাল সৃজনশীলতা নিয়ে বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে ডিন ড. সুশ্মিতা হালদার বলেন, “এই দুই দিনে আমরা শুধু ডিজিটাল হিউম্যানিটিজ নিয়ে আলোচনা করিনি—আমরা তা বেঁচে দেখেছি। এই মঞ্চ আমাদের সমন্বয়, সমালোচনামূলক চিন্তাভাবনা ও জ্ঞান বিনিময়ের এক অনন্য অভিজ্ঞতা দিয়েছে, যা ভবিষ্যত কাজেও আমাদের পথপ্রদর্শক হবে।”

এই ঐতিহাসিক সম্মেলন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, কলকাতাকে এক নবতর, আন্তঃবিষয়ক গবেষণার কেন্দ্র হিসেবে আরও সুসংহত করল। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই আলোচনার ধারা ভবিষ্যতে আরও সহযোগিতা, গবেষণা ও জ্ঞান বিনিময়ের পথ খুলে দেবে, বিশেষত দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল মানববিদ্যার ক্ষেত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া