রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৮ আগস্ট ২০২৫ ১৮ : ৩০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর কেন্দ্রীয় লোকসভা আসনে ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধী সম্প্রতি অভিযোগ করেছিলেন, মহাদেবপুরা বিধানসভা এলাকার ভোটার তালিকায় বিপুল সংখ্যক ভুয়ো ভোটার যুক্ত হয়েছে। তাঁর অভিযোগের সত্যতা যাচাই করতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড জিরো তদন্ত চালিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছে।
তদন্তের কেন্দ্রবিন্দু ছিল মুনি রেড্ডি গার্ডেনের বাড়ি নম্বর ৩৫। রাহুলের দাবি— মাত্র ১০-১৫ বর্গফুট আয়তনের এই ছোট্ট ঘরে প্রায় ৮০ জন ভোটারের নাম নথিভুক্ত! বর্তমান ভাড়াটিয়া, পশ্চিমবঙ্গের খাবার ডেলিভারি কর্মী দিপঙ্কর জানান, তিনি মাত্র এক মাস আগে এখানে এসেছেন এবং বেঙ্গালুরুতে তাঁর কোনও ভোটার তালিকায় নাম নেই। তালিকায় থাকা কোনও নামই তিনি চেনেন না।
দিপঙ্করের বক্তব্য, বাড়ির মালিক জয়ারাম রেড্ডি বিজেপি সমর্থক। রেড্ডি প্রথমে নিজের বিজেপি-যোগ স্বীকার করলেও পরে বলেন তিনি কেবল ভোটার, সক্রিয় কর্মী নন। তিনি স্বীকার করেন, বহু ভাড়াটিয়া এখানে বসবাসকালে ভোটার তালিকায় নাম তুলেছেন, কিন্তু এখন তারা অন্যত্র চলে গেছেন। তবুও কিছু লোক ভোটের সময় ফিরে এসে ভোট দেন। রেড্ডি স্বীকার করেন, এতদিন তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি জানাননি, তবে এখন জানাবেন বলে প্রতিশ্রুতি দেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন যে ভোটার তালিকায় এখনো ৮০ জনের নাম এই ঠিকানায় রয়েছে—যা বাস্তবে থাকারই কথা নয়। তাঁদের অনেকেই ইতিমধ্যেই ওড়িশা, বিহার বা কর্ণাটকের মাণ্ড্যায় চলে গেছেন, কিন্তু কয়েকজন ভোটের সময় ফিরে আসেন।
বুথ লেভেল অফিসার (বিএলও) মুনিরত্না এই তথ্যের সত্যতা মেনে নিয়েছেন। তিনি জানান, আইটি করিডরের আশপাশে বহু অভিবাসী শ্রমিক—যেমন সিকিউরিটি গার্ড, গৃহপরিচারক, হাউসকিপার—ভাড়ার চুক্তি দেখিয়ে ভোটার কার্ড নেন। পরে তাঁরা স্থান পরিবর্তন করলেও তালিকায় নাম থেকে যায়। নির্বাচন কমিশনের কাছে ‘শিফটেড’ ভোটারদের তালিকা পাঠানো হয়েছে, কিন্তু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার জটিলতার কারণে এখনো নাম মুছে ফেলা হয়নি। অনেকে নিজের নাম বাদ দিতে অস্বীকার করেন, কারণ তাঁদের ভোটার আইডি প্রয়োজন এবং ভোটের সময় ফিরে এসে ভোট দেন।
‘ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা’ অভিযোগে রাজনৈতিক তরঙ্গ
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো হচ্ছে এবং এর প্রমাণ হিসেবে তিনি কর্ণাটকের ভোটার তালিকা দেখান। তাঁর দাবি, মহাদেবপুরা বিধানসভা আসনের ৬.৫ লক্ষ ভোটের মধ্যে ১ লক্ষের বেশি ভোট ‘চুরি’ হয়েছে।
অন্যদিকে, কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন রাহুলকে শপথপত্র দিয়ে অভিযোগ জমা দিতে বলেছে এবং প্রশ্ন তুলেছে কেন কংগ্রেস আনুষ্ঠানিক অভিযোগ করেনি।
এই ঘটনায় শুধু মহাদেবপুরা নয়, গোটা কর্ণাটক রাজনীতি সরগরম হয়ে উঠেছে, আর ভোটার তালিকা পরিশোধন প্রক্রিয়ার কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরক দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, এই আসনের মোট ৬.৫ লক্ষ ভোটারের মধ্যে অন্তত ১ লক্ষ ভোট ভুয়ো বা জাল। তাঁর ভাষায়, “এটি সরাসরি গণতন্ত্রের উপর আক্রমণ, এখানে ভোট চুরি হচ্ছে প্রকাশ্যে।” প্রমাণ হিসেবে তিনি কর্ণাটকের ভোটার তালিকার কয়েকটি উদাহরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ছিল মুনি রেড্ডি গার্ডেনের মাত্র ১০-১৫ বর্গফুট আয়তনের একটি ঘরে ৮০ জন ভোটারের নাম লিখিত থাকার ঘটনা।
রাহুলের অভিযোগ, বিজেপি মদতপুষ্ট একটি চক্র ভুয়ো ঠিকানা ও নকল কাগজপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলছে এবং নির্বাচনের সময় এই ভুয়ো ভোটগুলো বিজেপির পক্ষে ব্যবহার হচ্ছে। তিনি দাবি করেন, এর ফলে প্রকৃত ভোটারদের অধিকার হরণ হচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়ার সততা ধ্বংস হচ্ছে। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন রাহুলকে শপথপত্রসহ অভিযোগ জমা দিতে বলেছে এবং কংগ্রেস কেন এতদিন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে। রাহুলের এই দাবি রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ভোটার তালিকা সংস্কারের দাবিকে ফের তীব্র করে তুলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?