সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারত থেকে আলাদা হওয়ার সময় কত টাকা পেয়েছিল পাকিস্তান, কোথায় খরচ করা হয়েছিল সেই অর্থ

অভিজিৎ দাস | ০৮ আগস্ট ২০২৫ ১৬ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি অর্জনের পর প্রতি বছর ১৫ আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে। এই দিনটি প্রায় ২০০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের প্রতীক। দেশের জন্য জীবন উৎসর্গকারী বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর প্রতি ভারতবাসী শ্রদ্ধা নিবেদন করে এই দিনটিতে। অসহযোগ আন্দোলন, আইন অমান্য, এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো বেশ কয়েকটি দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। দেশের সকল অংশে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বক্তৃতার মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়। ১৯৪৭ সালের এই দিনটিতেই একটি দেশ ভেঙে দু’টি পৃথক দেশের সৃষ্টি হয়েছিল ভারত এবং পাকিস্তান।

ভৌগোলিক বিভাজন হয়ে গেলেও, সম্পদ (আর্থিক ও ভৌত; কর্মী এবং শিল্পকর্ম) ভাগাভাগি করা আরও জটিল এবং চ্যালেঞ্জিং বলে প্রমাণিত হয়েছিল। এই সম্পদের বন্টন কমবেশি গুরুত্ব সহকারে মোকাবেলা করা হয়েছিল। উদাহরণস্বরূপ, দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের ভাইসরয়ের একটি ঘোড়ায় টানা বগি গাড়ির মালিকানাধীন নির্ধারিত হয়েছিল টসের মাধ্যমে। এরপর বগিটি ভারতের নতুন রাষ্ট্রপতির ব্যবহারের জন্য রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছিল।

আরও পড়ুন: স্যালারি অ্যাকাউন্ট আছে? সেটি থেকে ১০টি ফায়দা তুলে নিন এখনই

অন্যদিকে, কিছু সম্পত্তি যত্ন এবং নির্ভুলভাবে বণ্টন করা হয়েছিল। প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেছিল ১২ জুন গঠিত পার্টিশন কমিটি এবং লর্ড মাউন্টব্যাটেন। পার্টিশন কমিটিতে কংগ্রেসের প্রতিনিধিরা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং রাজেন্দ্র প্রসাদ, যেখানে লিয়াকত আলী খান এবং আবদুর রব নিশতার অল-ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিনিধিত্ব করেছিলেন। পরবর্তীকালে নিশতারের স্থলাভিষিক্ত হন মহম্মদ আলি জিন্নাহ এবং পার্টিশন কমিটির নাম পরিবর্তন করে পার্টিশন কাউন্সিল রাখা হয়। 

২০০ বছর শাসনের পর ব্রিটিশদের দায়িত্ব ছিল সম্পদের বিভাজন করা। দেশভাগ চুক্তিতে ব্রিটিশ ভারতের সম্পদের প্রায় ১৭.৫ শতাংশ পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। সেই সময়ে ভারতের সম্পদ ছিল প্রায় ৪০০ কোটি টাকা, তাই পাকিস্তানের বরাদ্দ ছিল ৭৫ কোটি টাকা। প্রশাসনিক কার্যাবলী স্থানান্তরের জন্য পাকিস্তানকে ২০ কোটি টাকা কার্যকরী মূলধনও বরাদ্দ করা হয়েছিল। 

স্বাধীনতার পর, ভারত ও পাকিস্তান উভয়ই এক বছরেরও বেশি সময় ধরে একই কেন্দ্রীয় ব্যাঙ্কের অধীনে ছিল, ১৯৪৭ সালের আগস্ট থেকে ১৯৪৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত আরবিআই এই দায়িত্ব পালন করেছিল। মূলত, উভয় দেশেরই ১৯৪৮ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ভাগ করে নেওয়ার কথা ছিল, কিন্তু ১৯৪৭ সালে ৫৫ কোটি টাকা প্রদানের বিষয়ে আরবিআই এবং পাকিস্তান সরকারের মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি হওয়ার পর এক মাস আগেই বিচ্ছেদ ঘটে।

টাকার ভাগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট পাকিস্তান প্রথম কিস্তির ২০ কোটি টাকা পায়, কিন্তু কাশ্মীর বিরোধের কারণে ৭৫ কোটি টাকা আটকে রাখা হয়। ১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তান কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং ভারত এই অর্থ প্রদান প্রত্যাখ্যান করে এবং বলে যে কাশ্মীর বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত আর কিছুই দেওয়া হবে না। পাকিস্তান প্রতিবাদ করে যে অর্থ এবং কাশ্মীর সমস্যাকে একে অপরের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং ভারতকে অবিলম্বে ৫৫ কোটি টাকা প্রদানের জন্য জোর দেয়।

কথিত আছে যে মহাত্মা গান্ধী যখন এটি জানতে পেরেছিলেন, তখন তিনি সরকারকে অবশিষ্ট অর্থ অবিলম্বে হস্তান্তর করতে বলেছিলেন এবং এমনকি এর দাবিতে অনশনও করেছিলেন। গান্ধীর দাবি ছিল যে, চুক্তি অনুযায়ী পাকিস্তান তার অংশ পাওয়ার অধিকারী। তাঁর হস্তক্ষেপের কারণে, ১৯৪৮ সালের ১৫ জানুয়ারি ভারত সরকার অবশিষ্ট ৫৫ কোটি টাকা পাকিস্তানকে দিয়ে দেয়। এই পরিমাণ অর্থ মূলত দেশভাগের পর নতুন রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা স্থাপনের জন্য ব্যবহৃত হয়েছিল।
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া