সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | হিন্দুদের মধ্যে শিশুমৃত্যু হার কেন বেশি? ১০ বছর আগের যুক্তি আবার আলোচনায়, এবার প্রেক্ষাপটে এলন মাস্ক ও 'After the Spike'

সৌরভ গোস্বামী | ০৬ আগস্ট ২০২৫ ১৪ : ১৯Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: ভারতে হিন্দুদের তুলনায় মুসলিমদের মধ্যে শিশুমৃত্যু হার কম—এই দাবি করে এক দশক আগে ভারতে আলোড়ন তুলেছিলেন মার্কিন অর্থনীতিবিদ ডিন স্পিয়ার্স ও মাইকেল জেরুসো। ২০১৪ সালে প্রকাশিত তাদের সেই গবেষণা আবার শিরোনামে এসেছে তাদের সদ্যপ্রকাশিত বই After the Spike: Population, Progress, and the Case for People ঘিরে। বইটিতে তারা সতর্ক করেছেন, “মানবসভ্যতা একটি জনসংখ্যা-হ্রাসের পথে হাঁটছে”—এই বার্তাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম হয়েছে, যার পেছনে আছে খোদ এলন মাস্কের আর্থিক অনুদান। ২০১৪ সালের মার্চ মাসে জেরুসো ও স্পিয়ার্স একটি গবেষণাপত্র প্রকাশ করেন, নাম—Sanitation and health externalities: Resolving the Muslim mortality paradox। সেখানে তারা দাবি করেন, ভারতের মুসলিমদের মধ্যে গড়ে আয় ও শিক্ষার হার কম হলেও শিশু মৃত্যুর হার হিন্দুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কারণ? হিন্দুরা মুসলিমদের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি খোলা জায়গায় শৌচকর্ম করেন, যার ফলে জলবাহিত রোগ ও সংক্রমণ ছড়ায়।

তাদের গবেষণায় ভারতের তিনটি জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার (NFHS) তথ্য ব্যবহার করা হয়—১৯৯২–৯৩, ১৯৯৮–৯৯ ও ২০০৫–০৬। এই তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৩.১ লক্ষ হিন্দু ও মুসলিম শিশুর মধ্যে মুসলিম শিশুদের মধ্যে এক বছরের আগেই মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কম ছিল। এই গবেষণার পরে বিতর্ক শুরু হয় ভারতে। অনেকেই এটিকে ধর্মীয় তুলনার মাধ্যমে সামাজিক বিভাজন ও হিন্দু সমাজকে অপমান করার চেষ্টা হিসেবে দেখেন। কিন্তু গবেষকদ্বয় পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে দাবি করেন, এই পার্থক্য সামাজিক আচরণগত কারণেই।

আরও পড়ুন:  মার্কিন দেশে সংক্রামক রোগের শিকার আট থেকে আশি, ছড়াতে পারে বিশ্বের বাকি দেশেও

২০১৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'স্বচ্ছ ভারত মিশন' শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করা। প্রশ্ন উঠেছে, এত বছর পর সেই পরিস্থিতি কি বদলেছে? এই প্রশ্নে মাইকেল জেরুসো দ্য টেলিগ্রাফ অনলাইন-কে বলেন, “ডিন স্পিয়ার্সের মতে, এখনো পর্যন্ত স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, যা আলাদা করে ‘ল্যাট্রিন মালিকানা’ ও ‘ল্যাট্রিন ব্যবহার’-এর মধ্যে পার্থক্য করে।” তিনি স্বীকার করেন, “NFHS-5 (২০১৯–২১) অনুযায়ী খোলা শৌচের হার কমেছে, কিন্তু উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে এখনো এই প্রবণতা বেশ উদ্বেগজনক।”

তবে তিনি যোগ করেন, “ভবিষ্যতের লক্ষ্য হওয়া উচিত এমন একটি ভারত গঠন করা যেখানে কোনো শিশুই খোলা শৌচের কারণে অসুস্থ হবে না—সে হোক হিন্দু বা মুসলিম।” ডিন স্পিয়ার্স ও মাইকেল জেরুসোর সদ্যপ্রকাশিত বই After the Spike বলছে, “মানবসভ্যতা ধীরে ধীরে এক জনসংখ্যা-হ্রাসের যুগে প্রবেশ করছে”—এটি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা ও বৈষম্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তারা বলেন, “বড় জনসংখ্যা থাকলে মহামারি বা কার্বন দূষণের মতো সমস্যা মোকাবেলায় মানবতা অধিক প্রস্তুত থাকে।”

তবে সমালোচকদের একাংশ দাবি করছেন, বইটির বক্তব্য এলন মাস্কের ‘ডিপপুলেশন থিয়োরি’-কে সমর্থন জোগাচ্ছে। প্রসঙ্গত, মাস্ক নিজেই ইউনিভার্সিটি অফ টেক্সাসের Population Wellbeing Initiative (PWI)-কে ১ কোটি ডলার অনুদান দিয়েছেন, যার সঙ্গে যুক্ত এই দুই অর্থনীতিবিদ। এই নিয়ে প্রশ্ন করা হলে জেরুসো বলেন, “বইটি আমাদের নিজের মতামতের প্রতিফলন। কোন অনুদানদাতা, এমনকি এলন মাস্ক বা বিল গেটসও আগে থেকে বইটি পড়ে মতামত দেননি। তাদের সহায়তা গবেষণার প্রাথমিক স্তরে ছিল, কোনো মতাদর্শগত হস্তক্ষেপ ছিল না।” 'গ্রহাণুর মতো সমস্যা'—কেন ব্যবহার করলেন এই রূপক? After the Spike বইতে তারা বলেন, জনসংখ্যা হ্রাস কোনো গ্রহাণু আঘাতের মতো হতে পারে—একটি বৃহৎ, ধ্বংসাত্মক বিপর্যয়। এই রূপক নিয়ে সমালোচকদের আপত্তি থাকলেও লেখকদের দাবি, “এগুলো কেবল রূপক, বাস্তবতা বোঝানোর জন্য সহজীকরণ।”

জেরুসো বলেন, “যদি কোনো বিশাল চ্যালেঞ্জ (যেমন: নতুন ভাইরাস বা জলবায়ু সংকট) সামনে আসে, বড় জনসংখ্যা না থাকলে তা মোকাবেলা করাই কঠিন হবে। আমাদের বইয়ে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে।” ডিন স্পিয়ার্স ও মাইকেল জেরুসোর গবেষণা ও লেখা একদিকে যেমন ধাক্কা দেয় প্রচলিত বিশ্বাসকে, তেমনি উস্কে দেয় নীতিগত বিতর্ক। এক দশক আগে খোলা শৌচ ও ধর্মভিত্তিক শিশুমৃত্যু নিয়ে তাদের গবেষণা ভারতের জনস্বাস্থ্য নীতিতে আলোচনার জন্ম দিয়েছিল। এবার তারা বলছেন, জনসংখ্যা হ্রাস মানব সভ্যতার নতুন সংকট। আর এই দুই অধ্যাপক যদি সঠিক হন, তাহলে আমাদের ভাবনার ক্ষেত্র বদলাতে হতে পারে—শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া