রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | 'আমি কলকাতাতেই মরতে চাই, শেষকৃত্য হোক এখানেই', মেডিক্যাল কলেজকে শেষ ইচ্ছা জানালেন জাপানী রোগী

রিয়া পাত্র | ০৫ আগস্ট ২০২৫ ১৫ : ৪১Riya Patra

গোপাল সাহা: কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের কলকাতায় আধ্যাত্মিক সম্মেলনে এসেছিলেন। আধ্যাত্মিকতা নিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন জাপানের বাসিন্দা নাম 'মিচি হিরো কাতা' (৭৫)। প্রায় এক মাসের মতো বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর অর্থনৈতিক কারণে কলকাতা মেডিক্যাল কলেজে রাজ্য সরকারের সহযোগিতায় চিকিৎসাধীন হন চলতি বছরের ২৫শে জুলাই। কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার গুরুতর রোগ অর্থাৎ পাকস্থলীতে ক্যান্সার থাবা বসিয়েছে বলে নির্ণয় করতে পারেন চিকিৎসকরা। সঙ্গেই চিকিৎসকরা জানান, পাকস্থলীতে ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং মূলত ফুসফুস বেশি করে আক্রান্ত হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা চলছিল।  হাসপাতাল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল,  তাঁর পরিস্থিতি ক্রমাগত অবনতির পথে এগোচ্ছে এবং  সোমবার তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার সকালে জানা যায়, সকাল আটটা দশ নাগাদ মৃত্যু হয় তাঁর। আজ ভোর রাত থেকেই তার শ্বাসকষ্ট প্রবলভাবে শুরু হয়েছিল, চিকিৎসকদের বহু চেষ্টা পরেও শেষরক্ষা হয়নি। পরবর্তীতে তার মৃতদেহ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা রাজ্য সরকার ও স্বাস্থ্য বিভাগ সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বরফে ঢাকা অবস্থায় রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। 

এর আগেই যখন কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন জাপানি ব্যক্তির দায়িত্ব নিতে অস্বীকার করে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জাপান রাষ্ট্রদূতাবাসের কলকাতা কনস্যুলেটর হাউসকে জানালে তাদের প্রতিনিধি CUG হাসপাতালে মিচি হিরো কাতা' কে দেখতে আসেন এবং গত শুক্রবার (CUG) কনসুলেটর নিজে তাঁকে তাঁর আনা খাবার খাইয়ে পর্যন্ত দেন। হাসপাতালের কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, তিনি সেই খাবার সচ্ছন্দে গ্রহণ করেন এবং খান। 

কিন্তু বলা বাহুল্য,  জাপান (CUG) কনস্যুলেটর কর্তৃপক্ষও তাঁর দায়িত্ব নেন না। বদলে পরিবারের সঙ্গে যোগাযোগের কথা অথবা অন্য কোনও ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেন। জাপান কনস্যুলেটর কর্তৃপক্ষ আরও জানান, তাঁদের পক্ষে এই ব্যক্তির দায়িত্ব নেওয়া কোনওভাবেই সম্ভব নয়, এমনটাই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর। মানবিক কারণেই 'মিচি হিরো কাতার' চিকিৎসা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চেষ্টা চলছিল তাঁকে সুস্থ করার।

আরও পড়ুন: কল্যাণের দায়িত্ব সামলাবেন কাকলি, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ তিনিই, বড় দায়িত্ব পেলেন শতাব্দীও...

উল্লেখযোগ্য বিষয়টি সামনে আসে এসব টানাপোড়েনের মাঝেই। জানা যায়, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন জাপানি এই ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে ও চিকিৎসকদের ভাঙা ভাঙা ইংরেজিতে খুব কাতর ভাবে মৃত্যুর আগেই জানিয়েছিলেন, তিনি কলকাতাতেই থাকতে চান আমৃত্য, তাঁর শেষ কাজ যেন কলকাতাতেই হয়। কারণ, এই কলকাতা তাঁর কঠিন সময় পাশে থেকেছে। মূলত যখন জাপান রাষ্ট্রদূত বিভাগ তার দায়িত্ব নিতে অস্বীকার করেন তখনই তিনি আবেগঘন চিত্তে তাঁর শেষ ইচ্ছ জানিয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে কলকাতা মেডিক্যাল কলেজের শীর্ষ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছিল, চিকিৎসায় তারা কোনওরকম ত্রুটি রাখবেন না, নিজেদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা দিয়ে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।  শত চেষ্টাতেও হল না শেষরক্ষা।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, শরীরে ক্যান্সার রোগ ফুসফুসে এবং অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার কারণে তাঁকে গতকাল সোমবার ৪ ঠা আগস্ট ভেন্টিলেশনে পাঠানো হয়েছিল এবং পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসারত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ক্রিটিকাল কেয়ার ইউনিটে পূর্ণ নজরদারিতে রাখা হয়েছিল। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন, পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে, তাতে সুস্থতার আশা কতটা, তা বিচার সাপেক্ষ। 

৩১ জুলাই প্রথম এই ব্যক্তির পরিস্থিতি প্রকাশ্যে আসে। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর, হাসপাতাল পক্ষ প্রাথমিকভাবে জানিয়েছিল, একদিকে ভাষাগত সমস্যা এবং অন্যদিকে তাঁর পরিবারের বা সহকারি কেউ না থাকায় বহুবিধ সমস্যায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া