রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, পুলওয়ামাকাণ্ডে প্রশ্ন তুলে হইচই ফেলেছিলেন

রজিত দাস | ০৫ আগস্ট ২০২৫ ১৪ : ২২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাজ্যপাল।

২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সত্যপাল মালিক। তাঁর আমলেই ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করা হয়। প্রসঙ্গত আজই সেই পদক্ষেপের ষষ্ঠ বার্ষিকী।

জম্মু-কাশ্মীরের পর গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন সত্যপাল। পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১৭ সালে, তিনি বিহারের রাজ্যপালের পদে অল্প সময়ের জন্য দায়িত্ব সামলেছিলেন।

মালিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭০-এর দশকে একজন সমাজতান্ত্রিক মুখ হিসেবে। তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করেছেন। ২০০৪ সালে বিজেপিতে যোগদানের আগে সত্যপাল মালিক চরণ সিং-এর ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দলে ছিলেন।

আরও পড়ুনকল্যাণের দায়িত্ব সামলাবেন কাকলি, লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ তিনিই, বড় দায়িত্ব পেলেন শতাব্দীও

১৯৭৪ সালে তিনি উত্তর প্রদেশ বিধানসভার সদস্য হন। তিনি ভারতীয় ক্রান্তি দলের টিকিটে বাগপত থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। পরে তিনি লোকদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ এবং ১৯৮৯ সালে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় সাংসদ হন। উচ্চকক্ষে তাঁর দ্বিতীয় মেয়াদ ছিল কংগ্রেসের সাংসদ হিসেবে।

১৯৮৭ সালে, বোফর্স কেলেঙ্কারির জেরে অসন্তুষ্ট হয়ে তিনি রাজ্যসভা এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে নিজের রাজনৈতিক দল 'জন মোর্চা' প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ১৯৮৮ সালে জনতা দলের সঙ্গে 'জন মোর্চা' মিশে যায়।

সত্যপালের দাবি ঘিরে বিতর্ক:

তবে, তাঁর রাজনৈতিক জীবনের শেষপ্রান্তে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সত্যপাল মালিক। প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছিলেন তিনি। দাবি করেছিলেন যে, নিরাপত্তায় গাফিলতির জন্যই পুলওয়ামায় সৈন্যদের উপর বিধ্বংসী সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছিল। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্যে তাঁকে কোনও মন্তব্য করতে নিষেধ করেছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ওয়ার’-এ বিশিষ্ট সাংবাদিক করণ থাপারকে ২০২৩ সালের ১৪ এপ্রিল দেওয়া এক সাক্ষাৎকারে পুলওয়ামা কাণ্ড থেকে শুরু করে ৩৭০ ধারা বিলোপ, বিজেপির মুসলিম বিদ্বেষ, বিবিসি'র তথ্যচিত্র, রাহুল গান্ধীকে সংসদ থেকে সরানো-সহ একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর।

বিস্তারিত সাক্ষাৎকারে মালিক জানিয়েছেন, পুলওয়ামাতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বা সিআরপিএফ-এর কনভয়ে আক্রমণ ভারতীয় সিস্টেম এবং বিশেষ করে সিআরপিএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের 'অযোগ্যতা' এবং 'অবহেলার'-ই ফলাফল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং।

মালিক জানিয়েছিলেন, সিআরপিএফ- জওয়ানদের পরিবহনের জন্য একাধিকবার বিমানের দাবি জানিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা প্রত্যাখ্যান করেছিল। এমনকি জওয়ানদের যাওয়ার আগে রুটটি যথাযথভাবে স্যানিটাইজ করা হয়নি বলেও দাবি করেছিলেন তিনি।

পুলওয়ামাতে হামলার সময় করবেট পার্কে শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী। মালিক জানান, হামলার পরেই এই সমস্ত ত্রুটিগুলির কথা সরাসরি মোদিকে ফোন করে জানান তিনি। কিন্তু প্রধানমন্ত্রী তাঁকে এই বিষয়ে চুপ থাকতে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতির বিষয়ে কারও সামনে মুখ খুলতে নিষেধ করেন। এরপর এনএসএ অজিত ডোভালকে ফোন করেন মালিক। তিনিও তাঁকে চুপ থাকার পরামর্শ দেন।

মালিক জানান, নরেন্দ্র মোদি এবং ডোভালের কথা শুনে তিনি তৎক্ষণাৎ উপলব্ধি করেছিলেন যে- এই ঘটনা নিয়ে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে সরকার ও বিজেপি নির্বাচনী সুবিধা অর্জন করতে চেয়েছিল পুলওয়ামার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন মালিক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া