সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মেয়েদের জন্য বড় সুযোগ, প্রতি মাসে ৭ হাজার টাকা দেবে LIC ‘বিমা সখী’ প্রকল্পে

সৌরভ গোস্বামী | ০৪ আগস্ট ২০২৫ ০৮ : ৪০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রান্তিক ও গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে নতুন পদক্ষেপ নিল ভারতীয় জীবন বিমা সংস্থা (LIC)। ‘বিমা সখী যোজনা’ নামে একটি বিশেষ প্রকল্প চালু হয়েছে, যার অধীনে নির্বাচিত মহিলাদের প্রশিক্ষণ দিয়ে LIC এজেন্ট হিসাবে নিয়োগ করা হবে। সেই সঙ্গে প্রথম বছর প্রতিমাসে ৭,০০০ ভাতা দেওয়া হবে। পরবর্তী বছরে এই ভাতা কিছুটা কমে ৬,০০০ এবং তৃতীয় বছরে ৫,০০০ হবে, তবে শর্ত সাপেক্ষে। তিন বছরের জন্য ভাতা ছাড়াও মিলবে কমিশনও।

এই প্রকল্পের আওতায় মহিলারা নিজেদের এলাকায় মানুষকে বিমা সম্পর্কে সচেতন করা, পলিসি সংক্রান্ত কাজকর্মে সহায়তা করা এবং LIC-র সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলো কার্যকর করতে সহায়তা করবেন। দেশের আত্মনির্ভর ভারত প্রকল্প ও ‘২০৪৭ সালের মধ্যে সবার জন্য বিমা’-র লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০২৩ সালের ডিসেম্বরে এই প্রকল্পের সূচনা হয়। ১৮ থেকে ৭০ বছর বয়সের যেকোনও মহিলা যিনি অন্তত মাধ্যমিক পাশ করেছেন এবং যাঁর পরিবারে কেউ LIC-র কর্মী বা এজেন্ট নন, তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে কোনও প্রাক্তন কর্মী, বিদ্যমান এজেন্ট বা সংশ্লিষ্টদের আত্মীয়রা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।

আবেদনের জন্য প্রয়োজন সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, বয়স, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। আবেদনকারীদের ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা নিকটস্থ শাখা অফিসে। নির্বাচনের পরে তাঁদের প্রশিক্ষণ ও একটি ওরিয়েন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। LIC-র মতে, এই প্রকল্প শুধু উপার্জনের সুযোগ নয়, বরং আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও নারীর ক্ষমতায়নের দিকেও এক বড় পদক্ষেপ। গ্রাম পঞ্চায়েত স্তরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও এতে অগ্রাধিকার পাবেন। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের LIC-র নিকটবর্তী শাখা বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা।

আরও পড়ুন: আমেরিকায় সড়ক দুর্ঘটনায় নিখোঁজ চার ভারতীয় বৃদ্ধ-বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, পাহাড়ি রাস্তায় গাড়ি উল্টে দুর্ঘটনা

এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা ‘বিমা সখী’ হিসেবে পরিচিত হবেন। প্রশিক্ষণপ্রাপ্ত এই মহিলারাই গ্রাম বা অঞ্চলে LIC-র প্রতিনিধি হিসেবে কাজ করবেন। তাঁদের দায়িত্ব হবে স্থানীয় মানুষের কাছে জীবন বিমার গুরুত্ব বোঝানো, বিভিন্ন বিমা পলিসি সম্পর্কে তথ্য দেওয়া এবং নতুন পলিসি গ্রহণে উৎসাহিত করা। এতে যেমন সংস্থার কাজ ছড়িয়ে পড়বে, তেমনি মহিলারাও উপার্জনের একটি নির্ভরযোগ্য পথ পাবেন। LIC জানিয়েছে, এটি একটি বেতনভিত্তিক নিয়োগ নয়, বরং সম্মানী ও কমিশনভিত্তিক একটি দায়িত্ব। অর্থাৎ ‘বিমা সখী’ হিসেবে নিযুক্ত মহিলারা LIC-এর স্থায়ী কর্মচারী হিসেবে বিবেচিত হবেন না, তবে তিন বছরের জন্য নির্দিষ্ট শর্তে মাসিক ভাতা ও কমিশন পাবেন। কমিশনের পরিমাণ বিমা বিক্রির সাফল্যের উপর নির্ভর করবে।

এছাড়াও সংস্থা জানিয়েছে, গ্রামাঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) সদস্যাদের এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাঁরা স্থানীয় সমাজে ইতিমধ্যেই বিশ্বাসযোগ্য মুখ হওয়ায় এই ধরনের কাজে তাঁরা আরও কার্যকর হবেন বলে সংস্থার আশা। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অর্থ উপার্জনের সুযোগই নয়, বরং বহু প্রান্তিক নারী নিজ গ্রামে নেতৃত্বের ভূমিকা নিতে পারবেন, যা সামাজিক দিক থেকেও অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। LIC-র ওয়েবসাইটে প্রকল্পের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই এই প্রকল্পের অধীনে আরও আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। তাই যাঁরা প্রকৃত অর্থেই নিজের পায়ে দাঁড়াতে চান, তাঁদের জন্য ‘বিমা সখী যোজনা’ হতে পারে একটি নতুন দিগন্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া